World’s Highest Motorable Road: এবার শুধু লাদাখ নয়, বিশ্বের উচ্চতম সড়ক পথে বাইক চালানোরও স্বপ্ন‌ পূরণ হবে আপনার

সম্প্রতি উদ্বোধন করা হয়েছে বিশ্বের সবচেয়ে উচ্চতম যানবাহন চলাচলের দুর্গম রাস্তা। লাদাখের চিসুমলে-ডেমচোক রোডটি উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই রাস্তাটি প্রায় ১৯ হাজার ফুটের বেশি উচ্চতায় নির্মাণ করা হয়েছে। এমন কয়েকটি তথ্য জেনে নিন চিসুমলে-ডেমচোক রোড সম্পর্কে...

| Edited By: | Updated on: Jan 03, 2022 | 4:47 PM
বিশ্বের উচ্চতম যানবাহন চলাচলে সক্ষম লাদাখের এই চিসুমলে-ডেমচোক রাস্তাটি ৫২ কিমি পর্যন্ত বিস্তৃত। এই রুক্ষ ও দুর্গম এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলকে সংযুক্ত করতে পেরেছে।

বিশ্বের উচ্চতম যানবাহন চলাচলে সক্ষম লাদাখের এই চিসুমলে-ডেমচোক রাস্তাটি ৫২ কিমি পর্যন্ত বিস্তৃত। এই রুক্ষ ও দুর্গম এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চলকে সংযুক্ত করতে পেরেছে।

1 / 6
লাদাখের এই নয়া রাস্তাটি ১৯,০০০ ফুটের বেশি উচ্চতায় অবস্থিত। ইতোমধ্যে এই রাস্তাটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে।

লাদাখের এই নয়া রাস্তাটি ১৯,০০০ ফুটের বেশি উচ্চতায় অবস্থিত। ইতোমধ্যে এই রাস্তাটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে।

2 / 6
রাস্তাটি চিসুমলে এবং ডেমচোকের সঙ্গে সংযোগকারী অন্যান্য সরাসরি রাস্তার একটি প্রধান বিকল্প পথ হিসেবে তৈরি করা হয়েছে। এই অঞ্চলটি ভারত-চিন সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় এটি আরও গুরুত্বপূর্ণ। সরকারি মতে, এই গুরুত্বপূর্ণ রাস্তাটি এভারেস্ট বেস ক্যাম্পের চেয়েও উঁচু।

রাস্তাটি চিসুমলে এবং ডেমচোকের সঙ্গে সংযোগকারী অন্যান্য সরাসরি রাস্তার একটি প্রধান বিকল্প পথ হিসেবে তৈরি করা হয়েছে। এই অঞ্চলটি ভারত-চিন সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় এটি আরও গুরুত্বপূর্ণ। সরকারি মতে, এই গুরুত্বপূর্ণ রাস্তাটি এভারেস্ট বেস ক্যাম্পের চেয়েও উঁচু।

3 / 6
 রাস্তাটি সিয়াচেন হিমবাহের উচ্চতাকেও ছাড়িয়ে গিয়েছে, যা বিশ্বের সর্বোচ্চ, ব্যয়বহুল এবং মারাত্মক যুদ্ধক্ষেত্র বলেও মনে করা হয়। চিনের সীমান্ত এলাকায় নজরদারি চালানোর জন্য এবং সামরিক যানবাহন সহজেই চলাচলের জন্য এই রাস্তাটি তৈরি করা হয়।

রাস্তাটি সিয়াচেন হিমবাহের উচ্চতাকেও ছাড়িয়ে গিয়েছে, যা বিশ্বের সর্বোচ্চ, ব্যয়বহুল এবং মারাত্মক যুদ্ধক্ষেত্র বলেও মনে করা হয়। চিনের সীমান্ত এলাকায় নজরদারি চালানোর জন্য এবং সামরিক যানবাহন সহজেই চলাচলের জন্য এই রাস্তাটি তৈরি করা হয়।

4 / 6
শুধুমাত্র সশস্ত্র বাহিনীর দ্রুত চলাচল করতেই এই রাস্তাটি কাজে লাগবেনা, পর্যটন শিল্পে সহায়তা করে আর্থ-সামাজিক উন্নয়নেও সক্রিয়ভাবে সাহায্য করবে।

শুধুমাত্র সশস্ত্র বাহিনীর দ্রুত চলাচল করতেই এই রাস্তাটি কাজে লাগবেনা, পর্যটন শিল্পে সহায়তা করে আর্থ-সামাজিক উন্নয়নেও সক্রিয়ভাবে সাহায্য করবে।

5 / 6
প্রজেক্ট হিমাঙ্ক’-এর আওতায় হ্যানলের কাছে ৮৬ কিলোমিটার লম্বা এই রাস্তা চিসুমলে ও ডেমচোক গ্রাম দু’টিকে জুড়বে। লেহ থেকে ২৩০ কিমি দূরে এই রাস্তা তৈরি করতে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। তীব্র ঠান্ডা, অক্সিজেনের চরম অভাবের মধ্য়ে দিয়ে শেষ পর্যন্ত এই অসাধ্য সাধন করেছেন বিআরও-র ইঞ্জিনিয়ার ও শ্রমিকরা।

প্রজেক্ট হিমাঙ্ক’-এর আওতায় হ্যানলের কাছে ৮৬ কিলোমিটার লম্বা এই রাস্তা চিসুমলে ও ডেমচোক গ্রাম দু’টিকে জুড়বে। লেহ থেকে ২৩০ কিমি দূরে এই রাস্তা তৈরি করতে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। তীব্র ঠান্ডা, অক্সিজেনের চরম অভাবের মধ্য়ে দিয়ে শেষ পর্যন্ত এই অসাধ্য সাধন করেছেন বিআরও-র ইঞ্জিনিয়ার ও শ্রমিকরা।

6 / 6
Follow Us: