Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bipin Rawat funeral: হরিদ্বারে গিয়ে জেনারেল রাওয়াতের অস্থি বিসর্জন করলেন তাঁর দুই কন্যা, দেখুন ছবি

Bipin Rawat funeral: মুখাগ্নির পর হরিদ্বারে গিয়ে বিপিন-মধুলিকার অস্থি গঙ্গায় বিসর্জন দিলেন তাঁদের দুই কন্যা কৃতিকা ও তারিণী

| Edited By: | Updated on: Dec 11, 2021 | 1:40 PM
নয়া দিল্লি: গত কালই দিল্লির ব্রার স্কোয়ার শ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ১৭ তোপধ্বনিতে সম্পন্ন হয়েছে জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্য। সেখানেই জেনারেল রাওয়াতে স্ত্রী মধুলিকা রাওয়াতের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। সস্ত্রীক জেনারেল রাওয়াতে মুখাগ্নি করেছিলেন তাঁর দুই গর্বিত কন্যা কৃতিকা ও তারিণী। আজ নিহত বাবা মায়ের আত্মার শান্তি কামনা করে শেষ দায়িত্ব পালন করলেন তাঁরা। ছবি: এএনআই

নয়া দিল্লি: গত কালই দিল্লির ব্রার স্কোয়ার শ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ১৭ তোপধ্বনিতে সম্পন্ন হয়েছে জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্য। সেখানেই জেনারেল রাওয়াতে স্ত্রী মধুলিকা রাওয়াতের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। সস্ত্রীক জেনারেল রাওয়াতে মুখাগ্নি করেছিলেন তাঁর দুই গর্বিত কন্যা কৃতিকা ও তারিণী। আজ নিহত বাবা মায়ের আত্মার শান্তি কামনা করে শেষ দায়িত্ব পালন করলেন তাঁরা। ছবি: এএনআই

1 / 5
শনিবার, সিডিএস বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকার অস্থি নিয়ে উত্তরাখণ্ডের হরিদ্বারে গিয়েছিলেন জেনারেলের দুই কন্যা। সেখানেই তাঁরা নিজেদের বাবা মায়ের অস্থি গঙ্গাতে বিসর্জন করেন। জানা গিয়েছে, আজ সকালেই দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ার শ্মশান থেকে তাঁরা অস্থি সংগ্রহ করে হরিদ্বারে উদ্দেশে রওনা দেন। ছবি: এএনআই

শনিবার, সিডিএস বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকার অস্থি নিয়ে উত্তরাখণ্ডের হরিদ্বারে গিয়েছিলেন জেনারেলের দুই কন্যা। সেখানেই তাঁরা নিজেদের বাবা মায়ের অস্থি গঙ্গাতে বিসর্জন করেন। জানা গিয়েছে, আজ সকালেই দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়ার শ্মশান থেকে তাঁরা অস্থি সংগ্রহ করে হরিদ্বারে উদ্দেশে রওনা দেন। ছবি: এএনআই

2 / 5
হরিদ্বারে হিন্দু রীতি মেনে যাবতীয় কাজ শেষ হওয়ার পর হরিদ্বারের গঙ্গাতে অস্থি বিসর্জন পর্ব সম্পন্ন হয়েছে। বুধবার, তামিলনাড়ুর কুন্নরে ভারতীয় বায়ুসেনার এম-১৭ হেলিকপ্টার ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে। সেই দুর্ঘটনায় সস্ত্রীক সিডিএস বিপিন রাওয়াত সহ ১১ জন সেনা কর্মী মারা গিয়েছেন। ছবি: এএনআই

হরিদ্বারে হিন্দু রীতি মেনে যাবতীয় কাজ শেষ হওয়ার পর হরিদ্বারের গঙ্গাতে অস্থি বিসর্জন পর্ব সম্পন্ন হয়েছে। বুধবার, তামিলনাড়ুর কুন্নরে ভারতীয় বায়ুসেনার এম-১৭ হেলিকপ্টার ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে। সেই দুর্ঘটনায় সস্ত্রীক সিডিএস বিপিন রাওয়াত সহ ১১ জন সেনা কর্মী মারা গিয়েছেন। ছবি: এএনআই

3 / 5
হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়া অন্যান্য প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা হলেন সিডিএস রাওয়াতের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, উইং কমান্ডার পৃথ্বী সিং চৌহান, স্কোয়াড্রন লিডার কুলদীপ সিং, জুনিয়র ওয়ারেন্ট অফিসার রানা প্রতাপ দাস, জুনিয়র ওয়ারেন্ট অফিসার আরক্কাল প্রদীপ, হাবিলদার সতপাল রবি, নাভিক নাভিক রবি। সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্স নায়েক বিবেক কুমার এবং ল্যান্স নায়েক বি সাই তেজা। ছবি: এএনআই

হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যাওয়া অন্যান্য প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা হলেন সিডিএস রাওয়াতের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, উইং কমান্ডার পৃথ্বী সিং চৌহান, স্কোয়াড্রন লিডার কুলদীপ সিং, জুনিয়র ওয়ারেন্ট অফিসার রানা প্রতাপ দাস, জুনিয়র ওয়ারেন্ট অফিসার আরক্কাল প্রদীপ, হাবিলদার সতপাল রবি, নাভিক নাভিক রবি। সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্স নায়েক বিবেক কুমার এবং ল্যান্স নায়েক বি সাই তেজা। ছবি: এএনআই

4 / 5
গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং একমাত্র এই দুর্ঘটনার পর জীবিত ছিলেন। বেঙ্গালুরু সেনা হাসপাতালে এখনও তারঁ চিকিৎসা চলছে। ইতিমধ্যেই এই দুর্ঘটনার উচ্চস্তরীয় তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় বায়ুসেনা। তদন্তের নেতৃত্ব দেবেন এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ ট্রেনিং কমান্ড, এয়ার মার্শাল মানবেন্দ্র সিং। ছবি: এএনআই

গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং একমাত্র এই দুর্ঘটনার পর জীবিত ছিলেন। বেঙ্গালুরু সেনা হাসপাতালে এখনও তারঁ চিকিৎসা চলছে। ইতিমধ্যেই এই দুর্ঘটনার উচ্চস্তরীয় তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় বায়ুসেনা। তদন্তের নেতৃত্ব দেবেন এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ ট্রেনিং কমান্ড, এয়ার মার্শাল মানবেন্দ্র সিং। ছবি: এএনআই

5 / 5
Follow Us: