TOKYO OLYMPICS 2020: নিষিদ্ধ স্টেরয়েড নিয়ে নির্বাসিত জর্জিয়ার ১ অ্যাথলিট

অলিম্পিক শেষ হতে চললেও কোভিড আতঙ্ক এখনও কাটেনি। করোনা সংক্রমিত হয়ে অনেক অ্যাথলিটই ছিটকে গেছেন টোকিও গেমস থেকে। এ বার স্টেরয়েড নেওয়ার অপরাধে অলিম্পিক থেকে নির্বাসিত এক অ্যাথলিট। কয়েকদিন আগেই এক মহিলা অ্যাথলিট ডোপ টেস্টে (doping test) ব্যর্থ হওয়ায় তাঁকে নির্বাসনে পাঠায় অলিম্পিক আয়োজক কমিটি। এ বার স্টেরয়েড নিয়ে নির্বাসনের কবলে পড়লেন জর্জিয়ার শট পাটার (shot putter) বেনিক আব্রামিয়ান (Benik Abramyan)।

| Edited By: | Updated on: Dec 22, 2022 | 5:13 PM
জর্জিয়ার শট পাটার বেনিক আব্রামিয়ান স্টেরয়েড নেওয়ায় অলিম্পিকের ইভেন্টে আর নামতে পারবেন না। (সৌজন্যে-টুইটার)

জর্জিয়ার শট পাটার বেনিক আব্রামিয়ান স্টেরয়েড নেওয়ায় অলিম্পিকের ইভেন্টে আর নামতে পারবেন না। (সৌজন্যে-টুইটার)

1 / 6
আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি বিবৃতিতে জানায়, জর্জিয়ার এই অ্যাথলিট দুটি স্টেরয়েড নিয়েছেন। (সৌজন্যে-টুইটার)

আন্তর্জাতিক টেস্টিং এজেন্সি বিবৃতিতে জানায়, জর্জিয়ার এই অ্যাথলিট দুটি স্টেরয়েড নিয়েছেন। (সৌজন্যে-টুইটার)

2 / 6
নিজের ৩৬ তম জন্মদিনে বেনিক এমন এক স্টেরয়েড নেন, যা আদতে অলিম্পিকে নিষিদ্ধ। আজ কোয়ালিফাইং রাউন্ডে নামার কথা ছিল বেনিকের। (সৌজন্যে-টুইটার)

নিজের ৩৬ তম জন্মদিনে বেনিক এমন এক স্টেরয়েড নেন, যা আদতে অলিম্পিকে নিষিদ্ধ। আজ কোয়ালিফাইং রাউন্ডে নামার কথা ছিল বেনিকের। (সৌজন্যে-টুইটার)

3 / 6
নির্বাসন তুলতে ক্রীড়া আদালতে আবেদন জানাতে পারেন জর্জিয়ার এই অ্যাথলিট। ২০১৬ রিও অলিম্পিকে অংশ নিলেও ফাইনালে পৌঁছাতে পারেননি বেনিক। (সৌজন্যে-টুইটার)

নির্বাসন তুলতে ক্রীড়া আদালতে আবেদন জানাতে পারেন জর্জিয়ার এই অ্যাথলিট। ২০১৬ রিও অলিম্পিকে অংশ নিলেও ফাইনালে পৌঁছাতে পারেননি বেনিক। (সৌজন্যে-টুইটার)

4 / 6
প্রতি বার অলিম্পিক চলাকালীন সকল অ্যাথলিটদের ডোপ টেস্ট হয়। আর সেই ডোপ টেস্টে ব্যর্থ হলেই অ্যাথলিটদের সামনে ঝোলে নির্বাসনের খাঁড়া। যেমনটা হতে পারে বেনিক আব্রামিয়ানের সঙ্গে। (সৌজন্যে-টুইটার)

প্রতি বার অলিম্পিক চলাকালীন সকল অ্যাথলিটদের ডোপ টেস্ট হয়। আর সেই ডোপ টেস্টে ব্যর্থ হলেই অ্যাথলিটদের সামনে ঝোলে নির্বাসনের খাঁড়া। যেমনটা হতে পারে বেনিক আব্রামিয়ানের সঙ্গে। (সৌজন্যে-টুইটার)

5 / 6
অলিম্পিক শেষ হতে চললেও কোভিড আতঙ্ক এখনও কাটেনি। করোনা সংক্রমিত হয়ে অনেক অ্যাথলিটই ছিটকে গেছেন টোকিও গেমস থেকে। এ বার স্টেরয়েড নেওয়ার অপরাধে অলিম্পিক থেকে নির্বাসিত এক অ্যাথলিট। কয়েকদিন আগেই এক মহিলা অ্যাথলিট ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় তাঁকে নির্বাসনে পাঠায় অলিম্পিক আয়োজক কমিটি। এ বার স্টেরয়েড নিয়ে নির্বাসনের কবলে পড়লেন জর্জিয়ার শট পাটার বেনিক।

অলিম্পিক শেষ হতে চললেও কোভিড আতঙ্ক এখনও কাটেনি। করোনা সংক্রমিত হয়ে অনেক অ্যাথলিটই ছিটকে গেছেন টোকিও গেমস থেকে। এ বার স্টেরয়েড নেওয়ার অপরাধে অলিম্পিক থেকে নির্বাসিত এক অ্যাথলিট। কয়েকদিন আগেই এক মহিলা অ্যাথলিট ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় তাঁকে নির্বাসনে পাঠায় অলিম্পিক আয়োজক কমিটি। এ বার স্টেরয়েড নিয়ে নির্বাসনের কবলে পড়লেন জর্জিয়ার শট পাটার বেনিক।

6 / 6
Follow Us: