UEFA Women’s EURO Cup 2022: স্পেনকে হারিয়ে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে জার্মানি
মেয়েদের ইউরো কাপের (UEFA Women's EURO Cup) গ্রুপ-বি-র ম্যাচে স্পেনকে (Spain) ২-০ হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা পাকা করল জার্মানি (Germany)। স্পেনের বিরুদ্ধে ম্যাচের প্রথমার্ধেই দুটি গোল জার্মানির মেয়েদের। ম্যাচের ৩ ও ৩৬ মিনিটে জার্মানির হয়ে গোল করেন ক্লারা বুল ও আলেকজান্দ্রা পপ।
Most Read Stories