Harmanpreet Kaur: কাঁধে মাথা রেখে হাউহাউ করে কান্না, হরমনকে সান্ত্বনা অঞ্জুমের

প্রায় জিতে যাওয়া ম্যাচ হেরে গেলে তার দুঃখ তো থাকবেই। আর সেই ম্যাচ যদি হয় টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল, তাহলে দুঃখ কান্না হয়ে ঝরে পড়াটাই স্বাভাবিক।

| Edited By: | Updated on: Feb 24, 2023 | 7:20 PM
অর্ধশতরানের ইনিংস খেলেও দেশকে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল জেতাতে পারেননি অধিনায়ক হরমনপ্রীত কৌর। কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের পর হতাশায় ডুবে গিয়েছিলেন তিনি। (ছবি: টুইটার)

অর্ধশতরানের ইনিংস খেলেও দেশকে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল জেতাতে পারেননি অধিনায়ক হরমনপ্রীত কৌর। কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের পর হতাশায় ডুবে গিয়েছিলেন তিনি। (ছবি: টুইটার)

1 / 8
ম্যাচের পর হরমনপ্রীতকে সামলাতে এগিয়ে যান প্রাক্তন অধিনায়ক অঞ্জুম চোপড়া। পরম স্নেহে ক্যাপ্টেনকে জড়িয়ে ধরেন অঞ্জুম। (ছবি: টুইটার)

ম্যাচের পর হরমনপ্রীতকে সামলাতে এগিয়ে যান প্রাক্তন অধিনায়ক অঞ্জুম চোপড়া। পরম স্নেহে ক্যাপ্টেনকে জড়িয়ে ধরেন অঞ্জুম। (ছবি: টুইটার)

2 / 8
এরপর আর গলার কাছে আটকে থাকা কান্নাকে ধরে রাখতে পারেননি হরমন। দু চোখ বেয়ে ঝরে পড়েছিল অশ্রুধারা। (ছবি: টুইটার)

এরপর আর গলার কাছে আটকে থাকা কান্নাকে ধরে রাখতে পারেননি হরমন। দু চোখ বেয়ে ঝরে পড়েছিল অশ্রুধারা। (ছবি: টুইটার)

3 / 8
ক্রন্দনরত হরমনকে সান্ত্বনা দেন অঞ্জুম। (ছবি: টুইটার)

ক্রন্দনরত হরমনকে সান্ত্বনা দেন অঞ্জুম। (ছবি: টুইটার)

4 / 8
ম্যাচ পরবর্তী প্রশ্নোত্তর পর্বে চোখে সানগ্লাস পরে গিয়েছিলেন উইমেন ইন ব্লু-র অধিনায়ক। কারণ প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি চাই না দেশবাসী আমাকে কাঁদতে দেখুক।"

ম্যাচ পরবর্তী প্রশ্নোত্তর পর্বে চোখে সানগ্লাস পরে গিয়েছিলেন উইমেন ইন ব্লু-র অধিনায়ক। কারণ প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি চাই না দেশবাসী আমাকে কাঁদতে দেখুক।"

5 / 8
অর্ধশতরানের পর নিজের রান আউট হওয়াকে 'আনলাকি' বলেছেন হরমন। ২ রান নিতে দৌড়েছিলেন। ক্রিজ পর্যন্ত পৌঁছেও যান। কিন্তু মাটিতে তাঁর ব্যাট আটকে যায়। ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। (ছবি: টুইটার)

অর্ধশতরানের পর নিজের রান আউট হওয়াকে 'আনলাকি' বলেছেন হরমন। ২ রান নিতে দৌড়েছিলেন। ক্রিজ পর্যন্ত পৌঁছেও যান। কিন্তু মাটিতে তাঁর ব্যাট আটকে যায়। ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। (ছবি: টুইটার)

6 / 8
আউট হওয়ার পর ব্যাট ছুঁড়ে রাগের বহিঃপ্রকাশ ঘটাতে দেখা গিয়েছে তাঁকে। (ছবি: টুইটার)

আউট হওয়ার পর ব্যাট ছুঁড়ে রাগের বহিঃপ্রকাশ ঘটাতে দেখা গিয়েছে তাঁকে। (ছবি: টুইটার)

7 / 8
ম্যাচ শেষে হরমন বলেছেন, "প্রতিজ্ঞা করছি, ভবিষ্যতে আর দেশবাসীর মাথা হেঁট হতে দেব না।" (ছবি: টুইটার)

ম্যাচ শেষে হরমন বলেছেন, "প্রতিজ্ঞা করছি, ভবিষ্যতে আর দেশবাসীর মাথা হেঁট হতে দেব না।" (ছবি: টুইটার)

8 / 8
Follow Us: