Harry Kane: বিশ্বকাপে হ্যারি কেনের অনুপ্রেরণা ছেলেবেলার আদর্শ বেকহ্যাম এবং রুনি

কাতার বিশ্বকাপে হ্যারি কেনের অনুপ্রেরণা তাঁর আদর্শ ডেভিড বেকহ্যাম এবং ওয়েন রুনি। কাতারে রয়েছেন বেকহ্যাম। ইংল্যান্ডের অনুশীলনের সময় তাঁকে হ্যারির সঙ্গে দেখা গিয়েছে।

| Edited By: | Updated on: Dec 07, 2022 | 9:00 AM
কাতার বিশ্বকাপে হ্যারি কেনের অনুপ্রেরণা তাঁর আদর্শ ডেভিড বেকহ্যাম এবং ওয়েন রুনি। কাতারে রয়েছেন বেকহ্যাম। ইংল্যান্ডের অনুশীলনের সময় তাঁকে হ্যারির সঙ্গে দেখা গিয়েছে। (ছবি:টুইটার)

কাতার বিশ্বকাপে হ্যারি কেনের অনুপ্রেরণা তাঁর আদর্শ ডেভিড বেকহ্যাম এবং ওয়েন রুনি। কাতারে রয়েছেন বেকহ্যাম। ইংল্যান্ডের অনুশীলনের সময় তাঁকে হ্যারির সঙ্গে দেখা গিয়েছে। (ছবি:টুইটার)

1 / 5
২০০৫ সালে ১১ বছরের হ্যারি কেনের প্রথম সাক্ষাৎ হয় বেকহ্যামের। আইডলকে দেখে আনন্দে ভেসে গিয়েছিলেন কেন। একসঙ্গে ফুটবলও খেলেন। (ছবি:টুইটার)

২০০৫ সালে ১১ বছরের হ্যারি কেনের প্রথম সাক্ষাৎ হয় বেকহ্যামের। আইডলকে দেখে আনন্দে ভেসে গিয়েছিলেন কেন। একসঙ্গে ফুটবলও খেলেন। (ছবি:টুইটার)

2 / 5
হ্যারি বলেন, "আমার দেখা সেরা ক্য়াপ্টেন বেকস। ওই বয়সে আমার সবচেয়ে বড় আদর্শ। উনি আমার স্কুলে এসেছিলেন। আমরা অনেকক্ষণ ধরে কথা বলি।"(ছবি:টুইটার)

হ্যারি বলেন, "আমার দেখা সেরা ক্য়াপ্টেন বেকস। ওই বয়সে আমার সবচেয়ে বড় আদর্শ। উনি আমার স্কুলে এসেছিলেন। আমরা অনেকক্ষণ ধরে কথা বলি।"(ছবি:টুইটার)

3 / 5
 জাতীয় দলে রুনিকে সতীর্থ হিসেবে পেয়েছিলেন হ্যারি কেন। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক ৫৩ গোল রয়েছে তাঁর।(ছবি:টুইটার)

জাতীয় দলে রুনিকে সতীর্থ হিসেবে পেয়েছিলেন হ্যারি কেন। ইংল্যান্ডের হয়ে সর্বাধিক ৫৩ গোল রয়েছে তাঁর।(ছবি:টুইটার)

4 / 5
রুনির থেকে এক গোলে পিছিয়ে কেন। থ্রি লায়ন্সের সর্বকালের সেরা গোলদাতার রেকর্ড ভাঙতে মাত্র একধাপের প্রয়োজন। (ছবি:টুইটার)

রুনির থেকে এক গোলে পিছিয়ে কেন। থ্রি লায়ন্সের সর্বকালের সেরা গোলদাতার রেকর্ড ভাঙতে মাত্র একধাপের প্রয়োজন। (ছবি:টুইটার)

5 / 5
Follow Us: