চিয়ারলিডার থেকে ক্রিকেটারদের ঘরণী হয়েছেন এই সুন্দরীরা, দেখুন ছবি

আইপিএলে (IPL) একটা সময় বিশেষ নজর কাড়ত চিয়ারলিডাররা। ক্রিকেটের পাশাপাশি বাড়তি বিনোদন দিতেন চিয়ারলিডাররা। তবে বর্তমানে করোনার কারণে আইপিএল চলাকালীন আর চিয়ারলিডাররা থাকেন না। তবে চিয়ারলিডার থেকে ক্রিকেটারদের ঘরণী হয়েছেন বেশ কয়েকজন সুন্দরী। ভারতের সিনিয়র তারকা বোলার মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহান একটা সময় চিয়ারলিডার ছিলেন। এবং প্রোটিয়া তারকা উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি'ককের স্ত্রী সাসা ডি'ককও একটা সময় চিয়ারলিডার ছিলেন।

| Edited By: | Updated on: Apr 27, 2022 | 7:00 AM
প্রোটিয়া উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি'ককের স্ত্রী সুন্দরী সাশা ডি'কক। ২০১২ সালে সাশার সঙ্গে দেখা হয় ডি'ককের। সাশা তখন একজন চিয়ারলিডার ছিলেন। ২০১২ সালে চ্যাম্পিয়ন্স লিগে হাইভেল্ড লায়ন্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচে প্রথম দেখা হয় ডি'কক আর সাশার।

প্রোটিয়া উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি'ককের স্ত্রী সুন্দরী সাশা ডি'কক। ২০১২ সালে সাশার সঙ্গে দেখা হয় ডি'ককের। সাশা তখন একজন চিয়ারলিডার ছিলেন। ২০১২ সালে চ্যাম্পিয়ন্স লিগে হাইভেল্ড লায়ন্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচে প্রথম দেখা হয় ডি'কক আর সাশার।

1 / 4
মাঠে প্রথম সাক্ষাতের পর সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে কথা বলা শুরু করেন। এর পর তিন বছর ডেটিং করার পর ২০১৫ সালে তাঁদের এনগেজমেন্ট হয়েছিল। তারপর ২০১৬ সালে কুইন্টন-সাশা বিয়ে করেন। ২০২২ সালের জানুয়ারিতে তাঁদের একমাত্র কন্যা সন্তানের জন্ম হয়েছে।

মাঠে প্রথম সাক্ষাতের পর সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে কথা বলা শুরু করেন। এর পর তিন বছর ডেটিং করার পর ২০১৫ সালে তাঁদের এনগেজমেন্ট হয়েছিল। তারপর ২০১৬ সালে কুইন্টন-সাশা বিয়ে করেন। ২০২২ সালের জানুয়ারিতে তাঁদের একমাত্র কন্যা সন্তানের জন্ম হয়েছে।

2 / 4
ভারতীয় তারকা বোলার মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহান কলকাতার একজন মডেল ছিলেন। এবং মডেলিং করতে করতে তিনি আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের চিয়ারলিডার হিসেবেও কাজ করেছেন। সেখান থেকেই সামির সঙ্গে আলাপ হয় হাসিনের। তারপর দু'জন প্রেম করে ২০১৪ সালে বিয়ে করেন।

ভারতীয় তারকা বোলার মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহান কলকাতার একজন মডেল ছিলেন। এবং মডেলিং করতে করতে তিনি আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের চিয়ারলিডার হিসেবেও কাজ করেছেন। সেখান থেকেই সামির সঙ্গে আলাপ হয় হাসিনের। তারপর দু'জন প্রেম করে ২০১৪ সালে বিয়ে করেন।

3 / 4
বাড়ির অমতে গিয়ে সামি বিয়ে করেন হাসিনকে। তাঁদের একটি মেয়েও রয়েছে। তবে বর্তমানে সামির সঙ্গে থাকেন না হাসিন। মেয়েকে নিয়ে আলাদাই থাকেন তিনি। ২০১৮ সালে সামির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তোলেন হাসিন। তবে দু'জনের এখনও বিবাহবিচ্ছেদ হয়নি।

বাড়ির অমতে গিয়ে সামি বিয়ে করেন হাসিনকে। তাঁদের একটি মেয়েও রয়েছে। তবে বর্তমানে সামির সঙ্গে থাকেন না হাসিন। মেয়েকে নিয়ে আলাদাই থাকেন তিনি। ২০১৮ সালে সামির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তোলেন হাসিন। তবে দু'জনের এখনও বিবাহবিচ্ছেদ হয়নি।

4 / 4
Follow Us: