চিয়ারলিডার থেকে ক্রিকেটারদের ঘরণী হয়েছেন এই সুন্দরীরা, দেখুন ছবি
আইপিএলে (IPL) একটা সময় বিশেষ নজর কাড়ত চিয়ারলিডাররা। ক্রিকেটের পাশাপাশি বাড়তি বিনোদন দিতেন চিয়ারলিডাররা। তবে বর্তমানে করোনার কারণে আইপিএল চলাকালীন আর চিয়ারলিডাররা থাকেন না। তবে চিয়ারলিডার থেকে ক্রিকেটারদের ঘরণী হয়েছেন বেশ কয়েকজন সুন্দরী। ভারতের সিনিয়র তারকা বোলার মহম্মদ সামির স্ত্রী হাসিন জাহান একটা সময় চিয়ারলিডার ছিলেন। এবং প্রোটিয়া তারকা উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি'ককের স্ত্রী সাসা ডি'ককও একটা সময় চিয়ারলিডার ছিলেন।
Most Read Stories