Lakshmi Puja 2022: শারদ পূর্ণিমায় লক্ষ্মীকে খুশি করলেই দ্বিগুণ বাড়বে ধনসম্পত্তি! তার জন্য ঘরেই করুন এই ছোট্ট কাজ

Kojagari Lakshmi Puja 2022: শারদ পূর্ণিমায় দেবী লক্ষ্মীকে খুশি করার সবচেয়ে শুভ তিথি বলে মনে করা হয়। আগামী ৯ অক্টোবর, রবিবার পড়েছে এবছরের কোজাগরী লক্ষ্মীপুজো।

Oct 06, 2022 | 8:47 PM
TV9 Bangla Digital

| Edited By: dipta das

Oct 06, 2022 | 8:47 PM

শারদ পূর্ণিমায় দেবী লক্ষ্মীকে খুশি করার সবচেয়ে শুভ তিথি বলে মনে করা হয়।  আগামী ৯ অক্টোবর, রবিবার পড়েছে এবছরের কোজাগরী লক্ষ্মীপুজো।

শারদ পূর্ণিমায় দেবী লক্ষ্মীকে খুশি করার সবচেয়ে শুভ তিথি বলে মনে করা হয়। আগামী ৯ অক্টোবর, রবিবার পড়েছে এবছরের কোজাগরী লক্ষ্মীপুজো।

1 / 8
মনে করা হয় এই দিনে দেবী লক্ষ্মীর আরাধনা করা হলে ও চাঁদের আলোর নীচে ক্ষীর রাখলে ঘরে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায় ও বহুগুণ ধন-সম্পত্তি বেড়ে যায়।  এই রাতে লক্ষ্মীর পুজো করলে ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়া যায়। এই রাতে দেবী লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করুন ও শ্রীকৃষ্ণের সুক্ত, কনকধারা স্তোত্র, বিষ্ণু সহস্রনাম ও মধুরাষ্টকম পাঠ করুন।

মনে করা হয় এই দিনে দেবী লক্ষ্মীর আরাধনা করা হলে ও চাঁদের আলোর নীচে ক্ষীর রাখলে ঘরে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায় ও বহুগুণ ধন-সম্পত্তি বেড়ে যায়। এই রাতে লক্ষ্মীর পুজো করলে ঋণের বোঝা থেকে মুক্তি পাওয়া যায়। এই রাতে দেবী লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করুন ও শ্রীকৃষ্ণের সুক্ত, কনকধারা স্তোত্র, বিষ্ণু সহস্রনাম ও মধুরাষ্টকম পাঠ করুন।

2 / 8
কোজাগরী লক্ষ্মীপুজোয় বিশেষত্ব হল, সারা রাত জেগে কে প্রদীপ জ্বালিয়ে বসে আছে, তা দেখার জন্য দেবী লক্ষ্মী মর্তে নেমে আসেন ও তাঁর ঘরে প্রবেশ করে শ্রীবৃদ্ধি করেন। একেই বলে কোজাগরী পূর্ণিমা।

কোজাগরী লক্ষ্মীপুজোয় বিশেষত্ব হল, সারা রাত জেগে কে প্রদীপ জ্বালিয়ে বসে আছে, তা দেখার জন্য দেবী লক্ষ্মী মর্তে নেমে আসেন ও তাঁর ঘরে প্রবেশ করে শ্রীবৃদ্ধি করেন। একেই বলে কোজাগরী পূর্ণিমা।

3 / 8
কথিত আছে সমুদ্র মন্থনের সময় সৃষ্ট সাদা কড়ি দেবীর খুব প্রিয়। কোজাগরী পূর্ণিমার গিন সন্ধ্যায় দেবী লক্ষ্মীর আরাধনার সময় লাল কাপড়ে ৫টি সাদা কড়ি বেঁধে রাখুন। পুজো শেষে সেই কড়িগুলিকে সম্পত্তির কাছে রেখে দিন।

কথিত আছে সমুদ্র মন্থনের সময় সৃষ্ট সাদা কড়ি দেবীর খুব প্রিয়। কোজাগরী পূর্ণিমার গিন সন্ধ্যায় দেবী লক্ষ্মীর আরাধনার সময় লাল কাপড়ে ৫টি সাদা কড়ি বেঁধে রাখুন। পুজো শেষে সেই কড়িগুলিকে সম্পত্তির কাছে রেখে দিন।

4 / 8
পান দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। কোজাগরী পূর্মিমার দিনে দেবী লক্ষ্মীর পুজোয় পান নিবেদন করার পর তা সেবন করা উচিত। শাস্ত্রে পানকে সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। দেবী লক্ষ্মীকে পান নিবেদন করুন ও প্রসাদ হিসেবে বাড়ির সমস্ত সদস্যদের মধ্যে বিতর্ণ করা দরকার।

পান দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। কোজাগরী পূর্মিমার দিনে দেবী লক্ষ্মীর পুজোয় পান নিবেদন করার পর তা সেবন করা উচিত। শাস্ত্রে পানকে সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। দেবী লক্ষ্মীকে পান নিবেদন করুন ও প্রসাদ হিসেবে বাড়ির সমস্ত সদস্যদের মধ্যে বিতর্ণ করা দরকার।

5 / 8
হিন্দুদের বিশ্বাস, তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ হিসেবে ধরা হয়। কোজাগরী লক্ষ্মীপুজোর দিনে তুলসীর পুজো করা অত্যন্ত শুভ। ।যে বাড়িতে নিয়মিত তুলসীর পুজো করা হয়, সেখানে লক্ষ্মীর আশীর্বাদ সবসময় বর্ষিত হয়।

হিন্দুদের বিশ্বাস, তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ হিসেবে ধরা হয়। কোজাগরী লক্ষ্মীপুজোর দিনে তুলসীর পুজো করা অত্যন্ত শুভ। ।যে বাড়িতে নিয়মিত তুলসীর পুজো করা হয়, সেখানে লক্ষ্মীর আশীর্বাদ সবসময় বর্ষিত হয়।

6 / 8
এদিন তুলসী গাছে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মধু নিবেদন করুন। পরের দিন সেই জিনিসগুলি কোনও অভাবী বিবাহিত মহিলাকে দান করুন। এতে স্বামীর আয়ু দীর্ঘ হয় ও দেবী লক্ষ্মীর কৃপা বজায় থাকবে সারা বছর।

এদিন তুলসী গাছে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে মধু নিবেদন করুন। পরের দিন সেই জিনিসগুলি কোনও অভাবী বিবাহিত মহিলাকে দান করুন। এতে স্বামীর আয়ু দীর্ঘ হয় ও দেবী লক্ষ্মীর কৃপা বজায় থাকবে সারা বছর।

7 / 8
প্রচুর সম্পত্তির অধিকারী হতে কোজাগরী পূর্ণিমার দিন দেবী লক্ষ্মীর আরাধনা করা উচিত। রাতে লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন। এরপর গোলাপ ফুলের মালা অর্পন করুন। সাদা দুধ বরফি দিন। দেবী লক্ষ্মীকে সুগন্ধি অর্পন করতে পারেন।

প্রচুর সম্পত্তির অধিকারী হতে কোজাগরী পূর্ণিমার দিন দেবী লক্ষ্মীর আরাধনা করা উচিত। রাতে লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন। এরপর গোলাপ ফুলের মালা অর্পন করুন। সাদা দুধ বরফি দিন। দেবী লক্ষ্মীকে সুগন্ধি অর্পন করতে পারেন।

8 / 8

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla