Bangla News » Photo gallery » Indian badminton star PV Sindhu amazed her fans with her beautiful Lehenga Look, Anarkali Look
PV Sindhu: সিন্ধুর ওয়্যারড্রব ভর্তি লেহেঙ্গা-আনারকলির দাম জানলে চমকে যাবেন!
TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty
Updated on: Oct 06, 2022 | 7:00 AM
জোড়া অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধুর (PV Sindhu) ফ্যানেরা তাঁর ফ্যাশন সেন্সের জন্যও তাঁকে পছন্দ করেন। পিভি সিন্ধু একাধিক ডিজাইনার পোশাক পরে ছবি শেয়ার করেন নিজের সোশ্যাল মিডিয়ায়।
Oct 06, 2022 | 7:00 AM
জোড়া অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধুর (PV Sindhu) ফ্যানেরা তাঁর ফ্যাশন সেন্সের জন্যও তাঁকে পছন্দ করেন। পিভি সিন্ধু একাধিক ডিজাইনার পোশাক পরে ছবি শেয়ার করেন নিজের সোশ্যাল মিডিয়ায়।
1 / 5
Vvani by Vani Vats এর ব্র্যান্ডেড আনারকলিতে মোহময়ী সিন্ধু। এই গাড় সবুজ টিয়ার আনারকলির দাম ৪৯ হাজার ৫০০ টাকা।
2 / 5
Frontier Raas এর ফুসিয়া অর্গানজা গোলাপি রংয়ের লেহেঙ্গায় সিন্ধুকে অনবদ্য লাগছে। এই ব্র্যান্ডেড লেহেঙ্গাটির দাম ৩ লাখ ৬০ হাজার টাকা।
3 / 5
শাড়ি, লেহেঙ্গা, সালোয়ার কামিজ... সবেতেই বেশ মানিয়ে নেন হায়দরাবাদী শাটলার।
4 / 5
পিভি সিন্ধুর স্টাইল স্টেটমেন্ট কোনও মডেলের থেকে কম নয়। বর্তমানে তিনি চোটের কারণে, ৩৬তম জাতীয় গেমসে অংশ নেননি।