Indian Cricketers Celebrating Eid: এলিজাবেথের দেশে তিন মিঞার ঈদ পালন, কাজে লাগল দোয়া
TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji
Updated on: Jul 10, 2022 | 1:18 PM
কোরবানি ঈদ বা ঈদ-আল-আধা। ইংল্যান্ডে টি-২০ সিরিজের মাঝেই পড়েছে এই উৎসব। তারই মধ্যে সময় বের করে ঈদ পালন করলেন ভারতীয় দলের মুসলিম ধর্মালম্বী ক্রিকেটাররা। ঈদের আনন্দের সঙ্গে যোগ হয়েছে সিরিজ জয়। কুড়ি বিশের সিরিজ জেতায় মেন ইন ব্লু-র ড্রেসিংরুম এখন ফুরফুরে।
Jul 10, 2022 | 1:18 PM
ঈদ-আল-আধা পালন করতে ট্র্যাডিশনাল পোশাকে বার্মিংহামের রাস্তায় নেমে পড়েন মহম্মদ সিরাজ, উমরান মালিক ও আবেশ খান। (ছবি:ইনস্টাগ্রাম)
1 / 5
দলের সিনিয়ররা ফেরায় দ্বিতীয় টি-২০তে উমরান, আবেশরা মাঠে নামার সুযোগ পাননি। মাঠের বাইরে থেকে ভারতীয় দলের জয় প্রার্থনা করেছেন তাঁরা। দোয়া কাজে লেগেছে। ইংরেজদের ৪৯ রানে হারিয়ে সিরিজ পকেটে পুরেছে ভারত। (ছবি:ইনস্টাগ্রাম)
2 / 5
সোশ্যাল মিডিয়ায় নিজের ও সতীর্থদের ছবি পোস্ট করেন কাশ্মীরি পেসার উমরান মালিক লিখলেন, "সকলকে ঈদের শুভেচ্ছা।" (ছবি:ইনস্টাগ্রাম)
3 / 5
নিজের ও সতীর্থদের একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আবেশ। ঈদ-আল-আধার শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীদের। (ছবি:ইনস্টাগ্রাম)
4 / 5
ঈদের নামাজের শেষে ট্র্যাডিশনাল পোশাকে বার্মিংহামের রাস্তায় চলে জমিয়ে ফোটেসেশন। (ছবি:ইনস্টাগ্রাম)