Hospital Program: বছরভর নিরলস পরিশ্রম, স্বাস্থ্য কর্মীদের টাটকা অক্সিজেন দিতে অভিনব উদ্যোগ বেসরকারি হাসপাতালের

B P Poddar Hospital: হাসপাতাল মানেই সারাক্ষণ রোগের বিরুদ্ধে লড়াই। মৃত্যুর কাছ থেকে রোগীকে ছিনিয়ে আনার লড়াই আর প্রতি মুহূর্তের চিন্তা। এই সব নিয়েই সপ্তাহের পর সপ্তাহ,মাসের পর মাস লড়াই করেন স্বাস্থ্য কর্মীরা।

| Edited By: | Updated on: Dec 05, 2023 | 5:02 PM
এ কিন্তু নিছক সাংস্কৃতিক অনুষ্ঠান নয়। বলাচলে টাটকা অক্সিজেন। বি.পি.পোদ্দার হাসপাতালের উদ্যোগে ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। ২ ডিসেম্বরের এই অনুষ্ঠানকে স্বাস্থ্যকর্মী থেকে সকলে নিয়ে গেলেন এক অন্য পর্যায়ে।

এ কিন্তু নিছক সাংস্কৃতিক অনুষ্ঠান নয়। বলাচলে টাটকা অক্সিজেন। বি.পি.পোদ্দার হাসপাতালের উদ্যোগে ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল সাংস্কৃতিক অনুষ্ঠান। ২ ডিসেম্বরের এই অনুষ্ঠানকে স্বাস্থ্যকর্মী থেকে সকলে নিয়ে গেলেন এক অন্য পর্যায়ে।

1 / 6
 হাসপাতাল মানেই সারাক্ষণ রোগের বিরুদ্ধে লড়াই। মৃত্যুর কাছ থেকে রোগীকে ছিনিয়ে আনার লড়াই আর প্রতি মুহূর্তের চিন্তা। এই সব নিয়েই সপ্তাহের পর সপ্তাহ,মাসের পর মাস লড়াই করেন স্বাস্থ্য কর্মীরা।

হাসপাতাল মানেই সারাক্ষণ রোগের বিরুদ্ধে লড়াই। মৃত্যুর কাছ থেকে রোগীকে ছিনিয়ে আনার লড়াই আর প্রতি মুহূর্তের চিন্তা। এই সব নিয়েই সপ্তাহের পর সপ্তাহ,মাসের পর মাস লড়াই করেন স্বাস্থ্য কর্মীরা।

2 / 6
 তবে বছরের এই একটা দিন তাঁদের। এই দিন নিজেদের ভিতরে লুকিয়ে থাকা প্রতিভা মেলে ধরেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা।

তবে বছরের এই একটা দিন তাঁদের। এই দিন নিজেদের ভিতরে লুকিয়ে থাকা প্রতিভা মেলে ধরেন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা।

3 / 6
স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি  সঙ্গীত পরিবেশন করলেন মেখলা দাশগুপ্ত ও রূপঙ্কর বাগচী। শুরুতে নৃত্য পরিবেশনে থাকলেন সৌমিলী ও ট্রুপ।

স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সঙ্গীত পরিবেশন করলেন মেখলা দাশগুপ্ত ও রূপঙ্কর বাগচী। শুরুতে নৃত্য পরিবেশনে থাকলেন সৌমিলী ও ট্রুপ।

4 / 6
মন ছুঁয়ে যাওয়া এই অনুষ্ঠান ঘিরে আবেগে ভাসল অডিটোরিয়াম।

মন ছুঁয়ে যাওয়া এই অনুষ্ঠান ঘিরে আবেগে ভাসল অডিটোরিয়াম।

5 / 6
হাসপাতালের পক্ষে নম্রতা ভট্টাচার্য বলেন, "স্বাস্থ্যকর্মীরা সারা বছরই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কাজ করেন। এই অনুষ্ঠান সেই চাপ থেকে রেহাই দেয় তাঁদের। নিজেদের মেলে ধরার সুযোগও আনে।"

হাসপাতালের পক্ষে নম্রতা ভট্টাচার্য বলেন, "স্বাস্থ্যকর্মীরা সারা বছরই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কাজ করেন। এই অনুষ্ঠান সেই চাপ থেকে রেহাই দেয় তাঁদের। নিজেদের মেলে ধরার সুযোগও আনে।"

6 / 6
Follow Us: