Legends League Cricket: পাঠান ভাইদের দাপট, লেজেন্ডস লিগের প্লে অফে ভিলওয়ারা কিংস

Irfan and Yusuf Pathan: বাইশ গজ আরও একবার চাক্ষুস করল পাঠান ভাইদের দাপট। লেজেন্ডস লিগ ক্রিকেটে ভিলওয়ারা কিংসকে জেতালেন দুই ভাই ইরফান পাঠান এবং ইউসুফ পাঠান।

| Edited By: | Updated on: Oct 01, 2022 | 12:42 PM
বাইশ গজ আরও একবার চাক্ষুস করল পাঠান ভাইদের দাপট। লেজেন্ডস লিগ ক্রিকেটে ভিলওয়ারা কিংসকে জেতালেন দুই ভাই ইরফান পাঠান এবং ইউসুফ পাঠান। (ছবি:টুইটার)

বাইশ গজ আরও একবার চাক্ষুস করল পাঠান ভাইদের দাপট। লেজেন্ডস লিগ ক্রিকেটে ভিলওয়ারা কিংসকে জেতালেন দুই ভাই ইরফান পাঠান এবং ইউসুফ পাঠান। (ছবি:টুইটার)

1 / 5
২৪ বলে ৩৯ রান ইউসুফের। ইরফান ১৪ বলে খেললেন ২৬ রানের ইনিংস। তাঁদের ব্যাটে লেজেন্ডস লিগ ক্রিকেটের প্লে অফে পৌঁছে গেল ভিলওয়ারা কিংস। ক্রিস গেইলের ৪০ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংসও ম্লান হয়ে গিয়েছে পাঠান ভাইদের দাপটে।(ছবি:টুইটার)

২৪ বলে ৩৯ রান ইউসুফের। ইরফান ১৪ বলে খেললেন ২৬ রানের ইনিংস। তাঁদের ব্যাটে লেজেন্ডস লিগ ক্রিকেটের প্লে অফে পৌঁছে গেল ভিলওয়ারা কিংস। ক্রিস গেইলের ৪০ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংসও ম্লান হয়ে গিয়েছে পাঠান ভাইদের দাপটে।(ছবি:টুইটার)

2 / 5
শুক্রবার যোধপুরের বরকতউল্লাহ স্টেডিয়ামে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ ছিল ভিলওয়ারা কিংসের। প্রথমে ব্যাট করে ১৮৬ রান তোলে গুজরাট। রান তাড়া করতে নেমে ভালো সূচনা করেন উইলিয়ামস পোর্টারফিল্ড (৪০) এবং মর্ন ভান (২৬)। দু'জনের পার্টনারশিপে ওঠে ৫৭ রান।(ছবি:টুইটার)

শুক্রবার যোধপুরের বরকতউল্লাহ স্টেডিয়ামে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ ছিল ভিলওয়ারা কিংসের। প্রথমে ব্যাট করে ১৮৬ রান তোলে গুজরাট। রান তাড়া করতে নেমে ভালো সূচনা করেন উইলিয়ামস পোর্টারফিল্ড (৪০) এবং মর্ন ভান (২৬)। দু'জনের পার্টনারশিপে ওঠে ৫৭ রান।(ছবি:টুইটার)

3 / 5
৯৬ রানে চারটি উইকেট পড়ে যাওয়ার পর দলের হাল ধরেন ইউসুফ পাঠান এবং জেসল কারিয়া। একটা সময় ম্যাচ জেতার জন্য ৩০ বলে ৪৬ রানের প্রয়োজন ছিল। ১৬তম ওভারে ইউসুফ আউট হয়ে যান। এরপর ম্যাচ ফিনিশ করার দায়িত্ব তুলে নেন অধিনায়ক ইরফান পাঠান।(ছবি:টুইটার)

৯৬ রানে চারটি উইকেট পড়ে যাওয়ার পর দলের হাল ধরেন ইউসুফ পাঠান এবং জেসল কারিয়া। একটা সময় ম্যাচ জেতার জন্য ৩০ বলে ৪৬ রানের প্রয়োজন ছিল। ১৬তম ওভারে ইউসুফ আউট হয়ে যান। এরপর ম্যাচ ফিনিশ করার দায়িত্ব তুলে নেন অধিনায়ক ইরফান পাঠান।(ছবি:টুইটার)

4 / 5
ক্রিস গেইলের দাপুটে ইনিংসও গুজরাটকে জেতাতে পারেনি। এই জয়ে লেজেন্ডস লিগ ক্রিকেটের প্লে অফে পৌঁছে গিয়েছে ভিলওয়ারা কিংস। (ছবি:টুইটার)

ক্রিস গেইলের দাপুটে ইনিংসও গুজরাটকে জেতাতে পারেনি। এই জয়ে লেজেন্ডস লিগ ক্রিকেটের প্লে অফে পৌঁছে গিয়েছে ভিলওয়ারা কিংস। (ছবি:টুইটার)

5 / 5
Follow Us: