Jos Buttler-Eoin Morgan: ৮৮০ পাউন্ডের ওয়াইনের বোতল! মর্গ্যানকে বিদায়ী উপহার বাটলারের
গত মাসেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইওন মর্গ্যান। সাদা বলের ক্রিকেটে তাঁর পরবর্তী অধিনায়ক হিসেবে ইসিবি বেছে নিয়েছে জস বাটলারকে। লর্ডসে ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের দিন দলের সতীর্থদের সঙ্গে কথা বলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। পাশাপাশি ম্যাচের আগে ইংল্যান্ড ক্রিকেটে মর্গ্যানের অবদানের জন্য তাঁকে সম্মান জানানো হয়। মর্গ্যানের হাতে বিদায়ী উপহার হিসেবে বাটলার তুলে দেন দুটি বহুমূল্য ওয়াইনের বোতল। যেগুলির একটিরই দাম ৪৪০ পাউন্ড। মর্গ্যানকে ভিন্টেজ ২০১৬ ওপুস ওয়ান ওয়াইন উপহার হিসেবে দিলেন বাটলার।
Most Read Stories