Jwala Gutta Birthday: ভারতীয় ব্যাডমিন্টনে অন্যতম সেরা মুখ, জন্মদিনে জ্বালা গুট্টা

মেয়েদের ব্যাডমিন্টন প্রসঙ্গ এলে ভারতীয়দের মধ্যে সবার আগে আসবে দুটি নাম। পিভি সিন্ধু এবং সাইনা নেহওয়াল। আরও একটি নাম আসার কথা। জ্বালা গুট্টা (Jwala Gutta)। ভারতীয় ব্যাডমিন্টনের অন্যতম সেরা মুখ।

| Edited By: | Updated on: Sep 07, 2022 | 9:00 AM
ভারতে ব্যাডমিন্টন প্রসঙ্গে উঠলে, মেয়েদের মধ্যে অবশ্যই পিভি সিন্ধুর (PV Sindhu) নাম আগে আসবে। সঙ্গে সাইনা নেহওয়াল (Saina Nehwal)। তেমনই তাঁদেরও আগে ভারতীয় ব্যাডমিন্টনে উজ্জ্বল মুখ জ্বালা গুট্টা (Jwala Gutta)। (ছবি : ইন্সটাগ্রাম)

ভারতে ব্যাডমিন্টন প্রসঙ্গে উঠলে, মেয়েদের মধ্যে অবশ্যই পিভি সিন্ধুর (PV Sindhu) নাম আগে আসবে। সঙ্গে সাইনা নেহওয়াল (Saina Nehwal)। তেমনই তাঁদেরও আগে ভারতীয় ব্যাডমিন্টনে উজ্জ্বল মুখ জ্বালা গুট্টা (Jwala Gutta)। (ছবি : ইন্সটাগ্রাম)

1 / 5
জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে এক ঝাঁক পদক জিতেছেন জ্বালা। মাত্র ১০ বছর বয়সেই ব্যাডমিন্টনের সঙ্গে সু-সম্পর্ক। মেয়েদের ডাবলস এবং মিক্সড ডাবলসে ৩১৬ টি ম্য়াচ জিতেছেন। (ছবি : ইন্সটাগ্রাম)

জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে এক ঝাঁক পদক জিতেছেন জ্বালা। মাত্র ১০ বছর বয়সেই ব্যাডমিন্টনের সঙ্গে সু-সম্পর্ক। মেয়েদের ডাবলস এবং মিক্সড ডাবলসে ৩১৬ টি ম্য়াচ জিতেছেন। (ছবি : ইন্সটাগ্রাম)

2 / 5
২০১১ লন্ডন ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে মেয়েদের ডাবলসে ব্রোঞ্জ পেয়েছিলেন জ্বালা। ২০১৪ এবং ২০১৬ উবার কাপে মেয়েদের ডাবলসে ব্রোঞ্জ পেয়েছেন জ্বালা। (ছবি : ইন্সটাগ্রাম)

২০১১ লন্ডন ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে মেয়েদের ডাবলসে ব্রোঞ্জ পেয়েছিলেন জ্বালা। ২০১৪ এবং ২০১৬ উবার কাপে মেয়েদের ডাবলসে ব্রোঞ্জ পেয়েছেন জ্বালা। (ছবি : ইন্সটাগ্রাম)

3 / 5
কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) একাধিক পদক। ২০১০ দিল্লি কমনওয়েলথ গেমসে  মেয়েদের ডাবলসে সোনা এবং মিক্সড টিম ইভেন্টে রুপো জ্বালা গুট্টার। ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসেও মেয়েদের ডাবলসে রুপো পান। তার আগে ২০০৬ মেলবোর্ন কমনওয়েলথ গেমসে মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ। (ছবি : ইন্সটাগ্রাম)

কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) একাধিক পদক। ২০১০ দিল্লি কমনওয়েলথ গেমসে মেয়েদের ডাবলসে সোনা এবং মিক্সড টিম ইভেন্টে রুপো জ্বালা গুট্টার। ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসেও মেয়েদের ডাবলসে রুপো পান। তার আগে ২০০৬ মেলবোর্ন কমনওয়েলথ গেমসে মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ। (ছবি : ইন্সটাগ্রাম)

4 / 5
সাউথ এশিয়ান গেমসে মেয়েদের ডাবলস, টিম ইভেন্ট, মিক্সড ডাবলস মিলিয়ে ৮টি সোনার পদক জয় জ্বালা গুট্টার। বিশ্ব ক্রমতালিকায় সেরা স্থান মিক্সড ডাবলসে ৬ এবং মেয়েদের ডাবলসে ১০। (ছবি : ইন্সটাগ্রাম)

সাউথ এশিয়ান গেমসে মেয়েদের ডাবলস, টিম ইভেন্ট, মিক্সড ডাবলস মিলিয়ে ৮টি সোনার পদক জয় জ্বালা গুট্টার। বিশ্ব ক্রমতালিকায় সেরা স্থান মিক্সড ডাবলসে ৬ এবং মেয়েদের ডাবলসে ১০। (ছবি : ইন্সটাগ্রাম)

5 / 5
Follow Us: