Karishma Tanna Wedding: বিয়ের পিঁড়িতে বসে ছবি শেয়ার করলেন কারিশ্মা তান্না, এক নজরে দেখে নিন…

গত মাসে করিশ্মা নিজে পাপারাৎজিদের প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন, হ্যাঁ, ৫ই ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। এবার সেই আয়োজনেরই কিছু দৃশ্য দেখে নিন...

| Edited By: | Updated on: Feb 04, 2022 | 2:29 PM
গত বছর নভেম্বরেই বরুণের সঙ্গে বাগদান সেরেছিলেন করিশ্মা। তখনই স্পষ্ট হয়েগিয়েছিল খুব শিগগির তিনি বিয়ের বিয়ের পিঁড়িতে বসবেন।

গত বছর নভেম্বরেই বরুণের সঙ্গে বাগদান সেরেছিলেন করিশ্মা। তখনই স্পষ্ট হয়েগিয়েছিল খুব শিগগির তিনি বিয়ের বিয়ের পিঁড়িতে বসবেন।

1 / 5
জানা গিয়েছে, গুজরাতি আর দক্ষিণ ভারতীয় দুই রীতি মেনেই হবে বিয়ে তাঁদের। করিশ্মা নিজে গুজরাতি, কিন্তু বরুণের পরিবার ম্যাঙ্গালোরের বাসিন্দা।

জানা গিয়েছে, গুজরাতি আর দক্ষিণ ভারতীয় দুই রীতি মেনেই হবে বিয়ে তাঁদের। করিশ্মা নিজে গুজরাতি, কিন্তু বরুণের পরিবার ম্যাঙ্গালোরের বাসিন্দা।

2 / 5
গত মাসে করিশ্মা নিজে পাপারাৎজিদের প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন, হ্যাঁ, ৫ই ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন তিনি।

গত মাসে করিশ্মা নিজে পাপারাৎজিদের প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন, হ্যাঁ, ৫ই ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন তিনি।

3 / 5
সোনালি জরির বর্ডার দেওয়া সাদা সালোয়ার কামিজ, আর দুপাট্টায় গায়ে হলুদের সাজে করিশ্মা। ফুলের সাজ তাঁর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।

সোনালি জরির বর্ডার দেওয়া সাদা সালোয়ার কামিজ, আর দুপাট্টায় গায়ে হলুদের সাজে করিশ্মা। ফুলের সাজ তাঁর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।

4 / 5
কয়েক বছর ধরে একে-অপরকে চেনেনে করিশ্মা আর বরুণ। এক কমন ফ্রেন্ডের মাধ্যমে আলাপ। সেখান থেকে বন্ধুত্ব।

কয়েক বছর ধরে একে-অপরকে চেনেনে করিশ্মা আর বরুণ। এক কমন ফ্রেন্ডের মাধ্যমে আলাপ। সেখান থেকে বন্ধুত্ব।

5 / 5
Follow Us: