Viral Fashion Trends 2021: কাশ্মীরি দেঝুর থেকে টাই-ডাই প্রিন্ট সেট! ভাইরাল ফ্যাশন ট্রেন্ডস কেমন ছিল, দেখুন ছবিতে

২০২২ একেবারে দোড়গোড়ায়। ২০২১ সালের ফিরে দেখায় ফ্যাশনের আধিপত্য ছিল বেশ নজরকাড়া। করোনা অতিমারির আতঙ্কের মধ্যেই স্টাইল ও ফ্যাশনের দিক থেকে কোনও চোখ সরানো যায়নি।

Dec 31, 2021 | 9:43 AM
TV9 Bangla Digital

| Edited By: dipta das

Dec 31, 2021 | 9:43 AM

সেলেব্রিটি ও প্রভাবশালীদের স্টাইল স্টেটমেন্ট দেখে ফ্যাশনপ্রেমীরা নিজেদের সাজানোর চেষ্টা করেছেন। অনেক নজরকাড়া ফ্যাশনের মধ্যে যেগুলি সবচেয়ে বেশি লাইমলাইটে এসেছে ও ট্রেন্ডি হয়েছে সেগুলি এক ঝলকে দেখে নেওয়া যাক...

সেলেব্রিটি ও প্রভাবশালীদের স্টাইল স্টেটমেন্ট দেখে ফ্যাশনপ্রেমীরা নিজেদের সাজানোর চেষ্টা করেছেন। অনেক নজরকাড়া ফ্যাশনের মধ্যে যেগুলি সবচেয়ে বেশি লাইমলাইটে এসেছে ও ট্রেন্ডি হয়েছে সেগুলি এক ঝলকে দেখে নেওয়া যাক...

1 / 6
ইয়ামি গৌতমের কাশ্মীরি দেজুর- বিয়ের আসর থেকে ফ্যাশন ফটোশ্যুট, কাশ্মীরি দেঝুর পরে নডর কেড়েছেন বলিউডের অন্যতম সফল অভিনেত্রী ইয়ামি গৌতম। বিয়ের সময়  বিশেষ কানের দুল হিসেবে তিনি সেটি পরেছিলেন। ঝুলন্ত কানের দল, যেটি কানের উপরের অংশ থেকে সোনার সুতোয় ঝুলে থাকে। কাশ্মীরের অন্যতম অথেনটিক গয়না।

ইয়ামি গৌতমের কাশ্মীরি দেজুর- বিয়ের আসর থেকে ফ্যাশন ফটোশ্যুট, কাশ্মীরি দেঝুর পরে নডর কেড়েছেন বলিউডের অন্যতম সফল অভিনেত্রী ইয়ামি গৌতম। বিয়ের সময় বিশেষ কানের দুল হিসেবে তিনি সেটি পরেছিলেন। ঝুলন্ত কানের দল, যেটি কানের উপরের অংশ থেকে সোনার সুতোয় ঝুলে থাকে। কাশ্মীরের অন্যতম অথেনটিক গয়না।

2 / 6
ফক্স লেদার প্যান্টস- এ বছরের সবচেয়ে হিট ফ্যাশন ট্রেন্ডিং হল এই চকচকে লেদারের প্যান্ট। দীপিকা পাড়ুকোন থেকে ক্যাটরিনা কাইফ-আলিয়া ভাট, সকলেরই প্রিয় ও ফ্যাশনেবল প্যান্ট এটি। সাদা শার্টের সঙ্গে মেরুন বা কালো লেদারের প্যান্টের স্টাইল এবছরে সবচেয়ে বেশি হাইলাইট করেছে।

ফক্স লেদার প্যান্টস- এ বছরের সবচেয়ে হিট ফ্যাশন ট্রেন্ডিং হল এই চকচকে লেদারের প্যান্ট। দীপিকা পাড়ুকোন থেকে ক্যাটরিনা কাইফ-আলিয়া ভাট, সকলেরই প্রিয় ও ফ্যাশনেবল প্যান্ট এটি। সাদা শার্টের সঙ্গে মেরুন বা কালো লেদারের প্যান্টের স্টাইল এবছরে সবচেয়ে বেশি হাইলাইট করেছে।

3 / 6
টাই-ডাই প্রিন্ট-  স্টাইল পুরনো হলেও, টাই-ডাই প্রিন্ট করা জামাকাপড় ২০২১ সালের ট্রেন্ডি স্টাইলের তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছে। কো-অর্ড সেট ও অনন্য প্রিন্টের টপসের মধ্যে এই ধরনের আকর্ষণীয় প্রিন্ট দেখা গিয়ছে। এমনটি টাই-ডাই প্রিন্টের মাস্কও দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। ক্যাটরিনা কাইফের লেহেঙ্গা থেকে কিয়ারা আদবানীর সবুজ কো-অর্ডস পর্যন্ত টাই-ডাই প্রিন্টগুলি ফ্যাশনিস্টদের কাছে বেশ জনপ্রিয়।

টাই-ডাই প্রিন্ট- স্টাইল পুরনো হলেও, টাই-ডাই প্রিন্ট করা জামাকাপড় ২০২১ সালের ট্রেন্ডি স্টাইলের তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছে। কো-অর্ড সেট ও অনন্য প্রিন্টের টপসের মধ্যে এই ধরনের আকর্ষণীয় প্রিন্ট দেখা গিয়ছে। এমনটি টাই-ডাই প্রিন্টের মাস্কও দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। ক্যাটরিনা কাইফের লেহেঙ্গা থেকে কিয়ারা আদবানীর সবুজ কো-অর্ডস পর্যন্ত টাই-ডাই প্রিন্টগুলি ফ্যাশনিস্টদের কাছে বেশ জনপ্রিয়।

4 / 6
মম জিন্স- ডেনিমের ঢিলেঢালা এই ধরনের প্যান্ট যেমন আরামদায়ক, তেমনি ফ্যাশনেবল। অনেক সেলিব্রিটিদের কাছে এই প্যান্ট বেশ ট্রেন্ডি। বিশেষ করে অনুষ্কা শর্মা নানান অনুষ্ঠানে ও বাইরের ছুটি কাটাতে গিয়ে এই স্টাইল অনুসরণ করেছেন।

মম জিন্স- ডেনিমের ঢিলেঢালা এই ধরনের প্যান্ট যেমন আরামদায়ক, তেমনি ফ্যাশনেবল। অনেক সেলিব্রিটিদের কাছে এই প্যান্ট বেশ ট্রেন্ডি। বিশেষ করে অনুষ্কা শর্মা নানান অনুষ্ঠানে ও বাইরের ছুটি কাটাতে গিয়ে এই স্টাইল অনুসরণ করেছেন।

5 / 6
ব্যাগি ক্লথস- সবচেয়ে বশি ভাইরাল ফ্যাশনেবল পোশাক ছিল। সেলিব্রিটিদের কাছে তো বটেই, সাধারণ ও ফ্যাশনপ্রেমীদের কাছেও দারুণ জনপ্রিয় ছিল। জাহ্ণবী কাপুর, সোনম কাপুর, দীপিকা পাড়ুকোণ থেকে বলিউডের অধিকাংশই এই ট্রেন্ডি ফ্যাশনকে আপন করে নিয়েছেন।

ব্যাগি ক্লথস- সবচেয়ে বশি ভাইরাল ফ্যাশনেবল পোশাক ছিল। সেলিব্রিটিদের কাছে তো বটেই, সাধারণ ও ফ্যাশনপ্রেমীদের কাছেও দারুণ জনপ্রিয় ছিল। জাহ্ণবী কাপুর, সোনম কাপুর, দীপিকা পাড়ুকোণ থেকে বলিউডের অধিকাংশই এই ট্রেন্ডি ফ্যাশনকে আপন করে নিয়েছেন।

6 / 6

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 BANGLA