নয়া দিল্লি: দেশের বাঘ মৃত্যু নিয়ে নিয়ে প্রকাশিত হয়েছে নতুন রিপোর্ট। জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ সংস্থা জানিয়েছে চলতি বছরে দেশে ১২৬ টি বাঘের মৃত্যু হয়েছে। ১০ বছর ধরে পরিসংখ্যান সামলে আসা এই সংস্থাটি জানিয়েছে, এই বছরে বাঘ মৃত্যুর সংখ্যা সর্বাধিক। ছবি: সোশ্যাল মিডিয়া
বৃহস্পতিবার, এনটিসিএ জানিয়েছে মধ্য প্রদেশে সম্প্রতি বেশকিছু বাঘের মৃত্যুর কারণেই এই সংখ্যাটি বৃদ্ধি পেয়েছে। বুধবার মধ্য প্রদেশে চিন্দয়ারাতে একটি বাঘের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। রাজ্যে বাঘ মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪। এক আধিকারিক জানিয়েছেন, ২০২১ সালে ব্যাপকভাবে বাঘের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। ছবি: সোশ্যাল মিডিয়া
এনটিসিএর এক আধিকারিক জানিয়েছেন, বাঘ মৃত্যুর বিভিন্ন কারণ থাকতে পারে। বাঘের মৃত্যুর কারণ খুঁজে বের রাজ্য সরকারের দায়িত্বের মধ্যেও পড়ে বলে তিনি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, বাঘ মৃত্যু রুখতে নজরদারির পাশাপাশি চোরা শিকারীদের গ্রেফতারও করা হচ্ছে। ছবি: সোশ্যাল মিডিয়া
ফের নৌকায় ঝাঁপ দিয়ে বাঘ টেনে নিয়ে গেল মৎস্যজীবীকে (নিজস্ব ছবি)
তিনি বলেন, "বাঘ মৃত্যু আটকানোর জন্য ঘনঘন নজরদারি চালানোর পাশাপাশি চোরা শিকারীদেরও আটক করা হচ্ছে। আমরা বাঘ রক্ষার জন্য সবকিছু করছি, কিন্তু আমাদের এটাও বোঝা উচিত যে তাদের প্রায় ৩০ শতাংশই বাঘই সংরক্ষণের বাইরে।" এনসিটি সূত্রে খবর, এই বছর মধ্য প্রদেশে সর্বাধিক বাঘ মৃত্যুর ঘটনা ঘটেছে। মধ্যপ্রদেশে ৪৪ টি বাঘ মারা গিয়েছে। এরপরই রয়েছে মহারাষ্ট্র। সেখানে ২৬ ও কর্ণাটকে ১৪ টি বাঘ চলতি বছরে মারা গিয়েছে। ছবি: সোশ্যাল মিডিয়া