Skincare Tips: রূপচর্চা‌য় ঘরোয়া প্রতিকার ব্যবহার করেন? দেখে নিন কোন উপাদানগুলি ক্ষতি করতে পারে আপনার ত্বকের

আমরা অনেকেই রান্নাঘরে থাকা এমন উপাদান দিয়েই রূপচর্চা করি। ডিআইওয়াই স্কিন কেয়ার (DIY Skin Care) প্রতিকারে আমরা এমন উপদান ব্যবহার করি যা আমাদের ত্বকে পার্শ্বপ্রতিক্রিয়াও ফেলতে পারে। যাতে হিতে বিপরীত না হয়ে যায় তাই আগে থেকেই দেখে নিন কোন উপাদানগুলি ত্বকের ওপর ব্যবহার করবেন না...

| Edited By: | Updated on: Oct 04, 2021 | 7:23 PM
চিনি অনেকেই স্ক্রাব করার ক্ষেত্রে চিনি ব্যবহার করেন। কিন্তু নিয়মিত এই উপাদান ব্যবহার করায় আপনার ত্বক সংবেদনশীল হয়ে উঠতে পারে। আর যদি আপনার সেনসিটিভ স্কিন হয় তাহলে ভুল করেও ব্যবহার করবেন না চিনি।

চিনি অনেকেই স্ক্রাব করার ক্ষেত্রে চিনি ব্যবহার করেন। কিন্তু নিয়মিত এই উপাদান ব্যবহার করায় আপনার ত্বক সংবেদনশীল হয়ে উঠতে পারে। আর যদি আপনার সেনসিটিভ স্কিন হয় তাহলে ভুল করেও ব্যবহার করবেন না চিনি।

1 / 6
লেবু: অনেকের ত্বকের ক্ষেত্রে সহায়ক হয় লেবু। কিন্তু আবার অনেকের ক্ষেত্রে লেবুই বিপজ্জনক হতে পারে। লেবুর মধ্যে থাকা অ্যাসিডের কারণে জ্বলন বা র‍্যাসের সমস্যা দেখা দিতে পারে।

লেবু: অনেকের ত্বকের ক্ষেত্রে সহায়ক হয় লেবু। কিন্তু আবার অনেকের ক্ষেত্রে লেবুই বিপজ্জনক হতে পারে। লেবুর মধ্যে থাকা অ্যাসিডের কারণে জ্বলন বা র‍্যাসের সমস্যা দেখা দিতে পারে।

2 / 6
দারুচিনি: অনেকের ধারণা যে ব্রণর চিকিৎসার ক্ষেত্রে সহায়ক দারুচিনি। কিন্তু দারুচিনি ব্যবহার করলে জ্বালাভাবের সমস্যা তো থাকেই এবং হাইপারপিগমেন্টেশনের সমস্যাও ব্যাপক ভাবে বেড়ে যায়।

দারুচিনি: অনেকের ধারণা যে ব্রণর চিকিৎসার ক্ষেত্রে সহায়ক দারুচিনি। কিন্তু দারুচিনি ব্যবহার করলে জ্বালাভাবের সমস্যা তো থাকেই এবং হাইপারপিগমেন্টেশনের সমস্যাও ব্যাপক ভাবে বেড়ে যায়।

3 / 6
রান্না করার তেল: তেল ত্বকের ওপর প্রয়োগ করলে ত্বকের মধ্যে থাকা ছিদ্রগুলি খুলে যেতে পারে এবং ব্রেকআউটের সমস্যা দেখা দিতে পারে। বিশেষত তৈলাক্ত ত্বক যাদের তাঁরা এড়িয়ে চলুন তেল।

রান্না করার তেল: তেল ত্বকের ওপর প্রয়োগ করলে ত্বকের মধ্যে থাকা ছিদ্রগুলি খুলে যেতে পারে এবং ব্রেকআউটের সমস্যা দেখা দিতে পারে। বিশেষত তৈলাক্ত ত্বক যাদের তাঁরা এড়িয়ে চলুন তেল।

4 / 6
অ্যাপেল সাইডার ভিনিগার: অ্যাপেল সাইডার ভিনিগারের যেমন উপকারিতাও রয়েছে তেমনই অনেকের ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়াও সৃষ্টি করে। অ্যাপেল সাইডার ভিনিগার ব্যবহার করায় ত্বকে জ্বলন বা অস্বস্তির সমস্যা দেখা দিতে পারে।

অ্যাপেল সাইডার ভিনিগার: অ্যাপেল সাইডার ভিনিগারের যেমন উপকারিতাও রয়েছে তেমনই অনেকের ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়াও সৃষ্টি করে। অ্যাপেল সাইডার ভিনিগার ব্যবহার করায় ত্বকে জ্বলন বা অস্বস্তির সমস্যা দেখা দিতে পারে।

5 / 6
মশলা: হলুদের মত মশলা মোটেও ত্বকের ক্ষেত্রে ক্ষতিকারক নয়। কিন্তু এই হলুদ বা এমন কিছু মশলা রয়েছে যা আপনার ত্বকের ওপর পার্শ্বপ্রতিক্রিয়া ফেলতে পারে। এর ফলে জ্বালাভাব অনুভব করতে পারেন আপনি।

মশলা: হলুদের মত মশলা মোটেও ত্বকের ক্ষেত্রে ক্ষতিকারক নয়। কিন্তু এই হলুদ বা এমন কিছু মশলা রয়েছে যা আপনার ত্বকের ওপর পার্শ্বপ্রতিক্রিয়া ফেলতে পারে। এর ফলে জ্বালাভাব অনুভব করতে পারেন আপনি।

6 / 6
Follow Us: