কানাডায় জন্মগ্রহণ করেছিলেন সেলেবস্টার নোরা ফাতেহি। তাঁর মা ভারতীয়।
সলমন খানের খুব বড় ভক্ত ছিলেন নোরা, আর ঠিক সেই কারণেই বিগ বসে রাজি হয়েছিলেন সুপারস্টার। দেখা গিয়েছিল তাঁকে সিজন ৯-এ।
প্রচুর দক্ষিণী ছবিতে দেখা যায় তাঁকে। বলিউডে প্রথম হাতেখড়ি হয়েছিল রোর ছবির মধ্যে দিয়ে।
নোরা সেভাবে কোনওদিন নাচ শেখেননি। ছোট থেকেই টিভি দেখে নাচ অভ্যাস করতেন তিনি।
বাড়িতে কেউ পছন্দ করত না নোরা বিনোদন জগতের সঙ্গে নিজেকে যুক্ত রাখুক। ঠিক সেই কারণেই সবটা লুকিয়েই করতে হত তাঁকে।
প্রথম প্রথম কাজ করে টাকা পেতেন না নোরা। এখনও বাকি রয়ে গিয়েছে অনেকের চেক।
নোরা চেয়েছিলেন অভিনেত্রী হতে। কিন্তু তাঁর নাচের জন্য সকলে আইটেম ডান্সার হিসেবেই পছন্দের তালিকায় রেখে থাকেন।