ISL 2021-22: হায়দরাবাদ নাকি কেরালা কারা হবে নতুন আইএসএল চ্যাম্পিয়ন? উত্তর মিলবে আজ রাতেই

আর কিছুক্ষণের অপেক্ষা। ফতোরদা স্টেডিয়ামে আজ সন্ধ্যে ৭টা ৩০ মিনিটে আইএসএলের (ISL) ফাইনালে মুখোমুখি হতে চলেছে হায়দরাবাদ এফসি ও কেরালা ব্লাস্টার্স। দুই দলই এর আগে আইএসএল চ্যাম্পিয়ন হয়নি। ফলে নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় রয়েছে গোটা দেশ।

| Edited By: | Updated on: Mar 20, 2022 | 5:25 PM
কেরালা ব্লাস্টার্সের এর আগে আইএসএল ফাইনালে খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০১৪ ও ২০১৬ সালের আইএসএল ফাইনালে পৌঁছেছিল কেরালা। কিন্তু দু'বারই এটিকের কাছে হেরে যেতে হয়েছিল কেরালাকে। এ বার তাদের সামনে রয়েছে খেতাব জয়ের সুবর্ণ সুযোগ।

কেরালা ব্লাস্টার্সের এর আগে আইএসএল ফাইনালে খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০১৪ ও ২০১৬ সালের আইএসএল ফাইনালে পৌঁছেছিল কেরালা। কিন্তু দু'বারই এটিকের কাছে হেরে যেতে হয়েছিল কেরালাকে। এ বার তাদের সামনে রয়েছে খেতাব জয়ের সুবর্ণ সুযোগ।

1 / 4
এ বারের আইএসএলের সেমিফাইনালে লিগ টেবলের শীর্ষে থাকা জামশেদপুর এফসিকে ২-১ (দুই লেগ মিলিয়ে) ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে কেরালা ব্লাস্টার্স।

এ বারের আইএসএলের সেমিফাইনালে লিগ টেবলের শীর্ষে থাকা জামশেদপুর এফসিকে ২-১ (দুই লেগ মিলিয়ে) ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে কেরালা ব্লাস্টার্স।

2 / 4
এই প্রথম বার আইএসএল ফাইনালে উঠেছে হায়দরাবাদ এফসি। সেমি ফাইনালে এটিকে মোহনবাগানকে ৩-২ (দুই লেগ মিলিয়ে) ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে হায়দরাবাদ। ৩২ বছর বয়সী হায়দরাবাদের গোলকিপার লক্ষ্মীকান্ত কাট্টিমনি এ বারের আইএসএলে এখনও অবধি সব থেকে বেশি সেভ (৫৮) করেছেন।

এই প্রথম বার আইএসএল ফাইনালে উঠেছে হায়দরাবাদ এফসি। সেমি ফাইনালে এটিকে মোহনবাগানকে ৩-২ (দুই লেগ মিলিয়ে) ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে হায়দরাবাদ। ৩২ বছর বয়সী হায়দরাবাদের গোলকিপার লক্ষ্মীকান্ত কাট্টিমনি এ বারের আইএসএলে এখনও অবধি সব থেকে বেশি সেভ (৫৮) করেছেন।

3 / 4
এখনও পর্যন্ত টুর্নামেন্টে সব থেকে বেশি গোল করেছেন হায়দরাবাদের বার্থেলোমিউ ওগবেচে। ফাইনালের আগে পর্যন্ত এই মরসুমে ওগবেগে ১৯ টি ম্যাচে খেলে ১৮টি গোল করেছেন। শুধু তাই নয়, ক্লাব হিসেবেও এ বারের আইএসএলে সবথেকে বেশি গোল (৪৬টি) এসেছে হায়দরাবাদের পক্ষ থেকেই।

এখনও পর্যন্ত টুর্নামেন্টে সব থেকে বেশি গোল করেছেন হায়দরাবাদের বার্থেলোমিউ ওগবেচে। ফাইনালের আগে পর্যন্ত এই মরসুমে ওগবেগে ১৯ টি ম্যাচে খেলে ১৮টি গোল করেছেন। শুধু তাই নয়, ক্লাব হিসেবেও এ বারের আইএসএলে সবথেকে বেশি গোল (৪৬টি) এসেছে হায়দরাবাদের পক্ষ থেকেই।

4 / 4
Follow Us: