বার্সার ত্রাতা দেম্বেলে

লা লিগায় (La Liga) ভালাদোলিদকে (Valladolid) ১-০ হারাল বার্সেলোনা (Barcelona)। এ দিনের ম্যাচে প্রথমদিকে বার্সার ফুটবলাররা ছন্দে না থাকলেও, ম্যাচের শেষে জয়ের হাসি ফুটেছে মেসিদের মুখেই। ২৯ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দু'নম্বরে বার্সা। এই ম্যাচে জয়ের ফলে লিগ তালিকার শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বার্সেলোনা। শনিবার রিয়াল-বার্সা এল ক্লাসিকো। তার আগে তিন পয়েন্ট অনেকটা স্বস্তি দিচ্ছে বার্সা কোচ রোনাল্ড কোমানকে।

| Updated on: Apr 06, 2021 | 1:41 PM
গোলশূন্য প্রথমার্থ। দুই দলের কোনও ফুটবলারই সুযোগ পেয়েও গোল করতে পারেননি।

গোলশূন্য প্রথমার্থ। দুই দলের কোনও ফুটবলারই সুযোগ পেয়েও গোল করতে পারেননি।

1 / 5
 প্রথমার্ধে বার্সার ফুটবলারদের চাপে ফেলে দিয়েছিল ভালাদোলিদের ফুটবলাররা।

প্রথমার্ধে বার্সার ফুটবলারদের চাপে ফেলে দিয়েছিল ভালাদোলিদের ফুটবলাররা।

2 / 5
ম্যাচের ৯০ মিনিটে বার্সার হয়ে একমাত্র গোলটি করেন ওসমানে দেম্বেলে।

ম্যাচের ৯০ মিনিটে বার্সার হয়ে একমাত্র গোলটি করেন ওসমানে দেম্বেলে।

3 / 5
বার্সেলোনার হয়ে সবথেকে বেশি ম্যাচে খেলার রেকর্ড রয়েছে লিওনেল মেসির ঝুলিতে। ক্যাম্প ন্যূ-তে এ দিন ম্যাচের আগে মেসিকে অভিনব কায়দায় সম্মান জানানো হয়। তাঁর দলের সতীর্থদের স্বাক্ষর করা একটি শার্ট উপহারস্বরূপ দেওয়া হয় এলএম টেনকে।

বার্সেলোনার হয়ে সবথেকে বেশি ম্যাচে খেলার রেকর্ড রয়েছে লিওনেল মেসির ঝুলিতে। ক্যাম্প ন্যূ-তে এ দিন ম্যাচের আগে মেসিকে অভিনব কায়দায় সম্মান জানানো হয়। তাঁর দলের সতীর্থদের স্বাক্ষর করা একটি শার্ট উপহারস্বরূপ দেওয়া হয় এলএম টেনকে।

4 / 5
সপরিবারে লিও মেসি। (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

সপরিবারে লিও মেসি। (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)

5 / 5
Follow Us: