1/5

গোলশূন্য প্রথমার্থ। দুই দলের কোনও ফুটবলারই সুযোগ পেয়েও গোল করতে পারেননি।
2/5

প্রথমার্ধে বার্সার ফুটবলারদের চাপে ফেলে দিয়েছিল ভালাদোলিদের ফুটবলাররা।
3/5

ম্যাচের ৯০ মিনিটে বার্সার হয়ে একমাত্র গোলটি করেন ওসমানে দেম্বেলে।
4/5

বার্সেলোনার হয়ে সবথেকে বেশি ম্যাচে খেলার রেকর্ড রয়েছে লিওনেল মেসির ঝুলিতে। ক্যাম্প ন্যূ-তে এ দিন ম্যাচের আগে মেসিকে অভিনব কায়দায় সম্মান জানানো হয়। তাঁর দলের সতীর্থদের স্বাক্ষর করা একটি শার্ট উপহারস্বরূপ দেওয়া হয় এলএম টেনকে।
5/5

সপরিবারে লিও মেসি। (সৌজন্যে-বার্সেলোনা টুইটার)