AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weight Loss Tips: কড়া ডায়েটের পরেও কমছে না ওজন? এই ৫ ভুল করছেন না তো?

Weight Loss Diet: অনেকেই ওজন কমানোর জন্য কঠোর ডায়েট শুরু করেন। প্রথমদিকে খানিকটা ফলাফল মিললেও, কিছুদিন পর ওজন স্থির হয়ে যায় বা একেবারেই কমে না। এর মূল কারণ ডায়েটের ভুল। শুধু খাবার কমানোই নয়, সঠিক নিয়ম না মানলে যতই চেষ্টা করুন না কেন, কাঙ্ক্ষিত ফল আসবে না। কোন অভ্যাসে শুরু হচ্ছে সমস্যা?

| Updated on: Aug 16, 2025 | 4:43 PM
Share
অনেকেই ওজন কমানোর জন্য কঠোর ডায়েট শুরু করেন। প্রথমদিকে খানিকটা ফলাফল মিললেও, কিছুদিন পর ওজন স্থির হয়ে যায় বা একেবারেই কমে না। এর মূল কারণ ডায়েটের ভুল। শুধু খাবার কমানোই নয়, সঠিক নিয়ম না মানলে যতই চেষ্টা করুন না কেন, কাঙ্ক্ষিত ফল আসবে না। কোন অভ্যাসে শুরু হচ্ছে সমস্যা?

অনেকেই ওজন কমানোর জন্য কঠোর ডায়েট শুরু করেন। প্রথমদিকে খানিকটা ফলাফল মিললেও, কিছুদিন পর ওজন স্থির হয়ে যায় বা একেবারেই কমে না। এর মূল কারণ ডায়েটের ভুল। শুধু খাবার কমানোই নয়, সঠিক নিয়ম না মানলে যতই চেষ্টা করুন না কেন, কাঙ্ক্ষিত ফল আসবে না। কোন অভ্যাসে শুরু হচ্ছে সমস্যা?

1 / 8
অনেকে মনে করেন কম খেলেই দ্রুত ওজন কমবে। কিন্তু শরীরে কম ক্যালোরি গেলে, সেটি উপোসের সমতূল্য হয়ে ওঠে। এতে বিপাকক্রিয়া (metabolism) ধীর হয়ে যায়, ফলে শরীর কম ক্যালোরি খরচ করতে শুরু করে। ওজন কমার বদলে শক্তি কমে যায়, দুর্বলতা আসে এবং ধীরে ধীরে ওজনও স্থির হয়ে যায়। তাই স্বাস্থ্যকর ডায়েটে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি ও পুষ্টি থাকা জরুরি।

অনেকে মনে করেন কম খেলেই দ্রুত ওজন কমবে। কিন্তু শরীরে কম ক্যালোরি গেলে, সেটি উপোসের সমতূল্য হয়ে ওঠে। এতে বিপাকক্রিয়া (metabolism) ধীর হয়ে যায়, ফলে শরীর কম ক্যালোরি খরচ করতে শুরু করে। ওজন কমার বদলে শক্তি কমে যায়, দুর্বলতা আসে এবং ধীরে ধীরে ওজনও স্থির হয়ে যায়। তাই স্বাস্থ্যকর ডায়েটে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি ও পুষ্টি থাকা জরুরি।

2 / 8
ডায়েটে শুধু কার্বোহাইড্রেট বা ফলমূল রাখলে চলবে না। প্রোটিন কম খেলে ওজন কমানোর গতি থেমে যায়। প্রোটিন শরীরের মাংসপেশি মজবুত রাখে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে। এছাড়া প্রোটিন হজমে বেশি শক্তি খরচ হয়, যা ক্যালোরি বার্ন বাড়ায়। তাই প্রতিদিনের ডায়েটে ডিম, ডাল, মাছ, মুরগি, দুধজাত খাবার বা সয়াবিন রাখা জরুরি।

ডায়েটে শুধু কার্বোহাইড্রেট বা ফলমূল রাখলে চলবে না। প্রোটিন কম খেলে ওজন কমানোর গতি থেমে যায়। প্রোটিন শরীরের মাংসপেশি মজবুত রাখে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে। এছাড়া প্রোটিন হজমে বেশি শক্তি খরচ হয়, যা ক্যালোরি বার্ন বাড়ায়। তাই প্রতিদিনের ডায়েটে ডিম, ডাল, মাছ, মুরগি, দুধজাত খাবার বা সয়াবিন রাখা জরুরি।

3 / 8
অনেক সময় আমরা ডায়েটের সময় খাবারের মূল অংশে ক্যালোরি কমালেও পানীয়, সস, ড্রেসিং বা ভাজা-ভুজি খাবারকে গুরুত্ব দিই না। যেমন—চায়ের চিনি, কফির ক্রিমার, সালাদের মায়োনিজ, প্যাকেটজাত জুস বা ঠাণ্ডা পানীয়তে প্রচুর ক্যালোরি থাকে। এগুলো অজান্তেই ওজন কমার পথে বাধা দেয়।

অনেক সময় আমরা ডায়েটের সময় খাবারের মূল অংশে ক্যালোরি কমালেও পানীয়, সস, ড্রেসিং বা ভাজা-ভুজি খাবারকে গুরুত্ব দিই না। যেমন—চায়ের চিনি, কফির ক্রিমার, সালাদের মায়োনিজ, প্যাকেটজাত জুস বা ঠাণ্ডা পানীয়তে প্রচুর ক্যালোরি থাকে। এগুলো অজান্তেই ওজন কমার পথে বাধা দেয়।

4 / 8
শুধু ডায়েট মেনে চলা যথেষ্ট নয়। শরীরের বাড়তি চর্বি কমাতে নিয়মিত ব্যায়াম দরকার। যদি ব্যায়াম একেবারেই না করা হয়, তবে খাওয়া কমালেও ওজন দ্রুত নামবে না। আবার শুধু ব্যায়াম করেও হবে না, এর সঙ্গে সুষম খাবারের সমন্বয় করতে হবে। হাঁটা, দৌড়ানো, যোগব্যায়াম বা জিমে ক্যালোরি বার্ন করার পাশাপাশি শরীর টোনড রাখতেও ব্যায়াম অপরিহার্য।

শুধু ডায়েট মেনে চলা যথেষ্ট নয়। শরীরের বাড়তি চর্বি কমাতে নিয়মিত ব্যায়াম দরকার। যদি ব্যায়াম একেবারেই না করা হয়, তবে খাওয়া কমালেও ওজন দ্রুত নামবে না। আবার শুধু ব্যায়াম করেও হবে না, এর সঙ্গে সুষম খাবারের সমন্বয় করতে হবে। হাঁটা, দৌড়ানো, যোগব্যায়াম বা জিমে ক্যালোরি বার্ন করার পাশাপাশি শরীর টোনড রাখতেও ব্যায়াম অপরিহার্য।

5 / 8
ওজন কমাতে ঘুম ও মানসিক প্রশান্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পর্যাপ্ত ঘুম না হলে শরীরে কর্টিসল নামক হরমোন বেড়ে যায়, যা ক্ষুধা বাড়ায় এবং শরীরে চর্বি জমতে সাহায্য করে। একইভাবে অতিরিক্ত স্ট্রেস থাকলেও ওজন কমা কঠিন হয়ে পড়ে। তাই প্রতিদিন অন্তত ৭–৮ ঘণ্টা ঘুমানো এবং মানসিক চাপ কমানো জরুরি।

ওজন কমাতে ঘুম ও মানসিক প্রশান্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পর্যাপ্ত ঘুম না হলে শরীরে কর্টিসল নামক হরমোন বেড়ে যায়, যা ক্ষুধা বাড়ায় এবং শরীরে চর্বি জমতে সাহায্য করে। একইভাবে অতিরিক্ত স্ট্রেস থাকলেও ওজন কমা কঠিন হয়ে পড়ে। তাই প্রতিদিন অন্তত ৭–৮ ঘণ্টা ঘুমানো এবং মানসিক চাপ কমানো জরুরি।

6 / 8
ডায়েট করেও যদি ওজন না কমে, তবে বুঝতে হবে কোথাও না কোথাও ভুল হচ্ছে। খুব কম খাওয়া, প্রোটিনের অভাব, লুকানো ক্যালোরি, ব্যায়ামের ঘাটতি এবং ঘুম বা স্ট্রেসের সমস্যা—এই পাঁচটি কারণই সবচেয়ে সাধারণ।

ডায়েট করেও যদি ওজন না কমে, তবে বুঝতে হবে কোথাও না কোথাও ভুল হচ্ছে। খুব কম খাওয়া, প্রোটিনের অভাব, লুকানো ক্যালোরি, ব্যায়ামের ঘাটতি এবং ঘুম বা স্ট্রেসের সমস্যা—এই পাঁচটি কারণই সবচেয়ে সাধারণ।

7 / 8
ওজন কমানোর জন্য শুধু খাবার কমানো নয়, বরং সুষম ডায়েট, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর জীবনযাপন—এই সবকিছুর সমন্বয়ই সফলতার চাবিকাঠি।

ওজন কমানোর জন্য শুধু খাবার কমানো নয়, বরং সুষম ডায়েট, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর জীবনযাপন—এই সবকিছুর সমন্বয়ই সফলতার চাবিকাঠি।

8 / 8