পয়সা বাঁচবে ও ত্বক হলে চকচকে, হলুদ দিয়ে বাড়িতেই বানান টোনার
Turmeric Toner: প্রথমে জল গরম করে নিতে হবে। জলটা একটু ঠান্ডা হলে তাতে কাঁচা হলুদ ও অ্যালোভেরা দেল দিন। আর দেবেন এক চামচ গোলাপ জল ও সামান্য লেবুর রস। এ বার ভালো করে মিশ্রণটি গুলে একটা স্প্রে বোতলে ভরে রেখে দিন। টানা ১৫ দিন এই টোনার আপনি ব্যবহার করতে পারেন।
Most Read Stories