শুধু খেলেই হবে? ত্বকের যত্নে এ ভাবে আপেল ব্যবহার করেই দেখুন
Apple Facepack:আপেল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে মাখলেও দুর্দান্ত কাজ হবে। এর জন্য বেশি কিছু নয়, আপেল গ্রেট করে তার নির্যাসটুকু নিয়ে নিন। তাতে মেশান লেবুর রস।স্নানের আগে এই প্যাকটি ভালো করে মুখে লাগিয়ে নিন। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। কাজ হবে।
Most Read Stories