শীতে সুস্থ থাকতে রোজ পাতে রাখুন এই তেঁতো সবজি

Health Benefits Of Bitter Gourd: করলায় প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন সি, জিঙ্ক, পটাশিয়াম ও অন্যান্য পুষ্টিগুণ রয়েছে। ডায়াবেটিস রোগীরা যদি নিত্যদিন খান তা এটিও তাদের কাছে ওষুধের চেয়ে কম কিছু নয়।হার্ট ভালো রাখতে সাহায্য করে করলা। এতে পটাশিয়াম রয়েছে। যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই রোজ করলা খেতে পারেন।

| Updated on: Jan 22, 2024 | 5:00 PM
তেঁতো খাওয়া শরীরের জন্য ভীষণই উপকারী। বিশেষ করে ডায়াবেটিকদের জন্য। চাই অনেকেই ভাতের পাতে তেঁতো খেয়ে থাকেন। কেউ-কেউ আবার তেঁতো রসও খান। তেঁতো সবজি হিসেবে করলার জুড়ি মেলা ভার। পুষ্টিগুণে ভরপুর এই করলা শরীরের জন্য ভীষণ উপকারী। জানুন রোজ করলা খেলে কী উপকার মিলবে। (ছবি:Pinterest)

তেঁতো খাওয়া শরীরের জন্য ভীষণই উপকারী। বিশেষ করে ডায়াবেটিকদের জন্য। চাই অনেকেই ভাতের পাতে তেঁতো খেয়ে থাকেন। কেউ-কেউ আবার তেঁতো রসও খান। তেঁতো সবজি হিসেবে করলার জুড়ি মেলা ভার। পুষ্টিগুণে ভরপুর এই করলা শরীরের জন্য ভীষণ উপকারী। জানুন রোজ করলা খেলে কী উপকার মিলবে। (ছবি:Pinterest)

1 / 8
করলায় প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন সি, জিঙ্ক, পটাশিয়াম ও অন্যান্য পুষ্টিগুণ রয়েছে। ডায়াবেটিস রোগীরা যদি নিত্যদিন খান তা এটিও তাদের কাছে ওষুধের চেয়ে কম কিছু নয়।(ছবি:Pinterest)

করলায় প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন সি, জিঙ্ক, পটাশিয়াম ও অন্যান্য পুষ্টিগুণ রয়েছে। ডায়াবেটিস রোগীরা যদি নিত্যদিন খান তা এটিও তাদের কাছে ওষুধের চেয়ে কম কিছু নয়।(ছবি:Pinterest)

2 / 8
হার্ট ভালো রাখতে সাহায্য করে করলা। এতে পটাশিয়াম রয়েছে। যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই রোজ করলা খেতে পারেন। (ছবি:Pinterest)

হার্ট ভালো রাখতে সাহায্য করে করলা। এতে পটাশিয়াম রয়েছে। যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই রোজ করলা খেতে পারেন। (ছবি:Pinterest)

3 / 8
হজমশক্তি উন্নত করতে সাহায্য করে এই তেঁতো সবজি। অন্ত্রের খেয়ার রাখে করলা। এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা হজমে সাহায্য করে। (ছবি:Pinterest)

হজমশক্তি উন্নত করতে সাহায্য করে এই তেঁতো সবজি। অন্ত্রের খেয়ার রাখে করলা। এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা হজমে সাহায্য করে। (ছবি:Pinterest)

4 / 8
করলাতে রয়েছে ভিটামিন সি। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শীতকালে এমনিতেই মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রোজ করলা খান। (ছবি:Pinterest)

করলাতে রয়েছে ভিটামিন সি। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। শীতকালে এমনিতেই মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রোজ করলা খান। (ছবি:Pinterest)

5 / 8
এ ছাড়া চোখ ভালো রাখতে সাহায্য করে করলা। নিয়মিত করলা খেলে দৃষ্টিশক্তি উন্নত হয়। বাড়িতে বাচ্চা থাকলে তাকে রোজ করলার রস বা করলা সেদ্ধ খাওয়ান। (ছবি:Pinterest)

এ ছাড়া চোখ ভালো রাখতে সাহায্য করে করলা। নিয়মিত করলা খেলে দৃষ্টিশক্তি উন্নত হয়। বাড়িতে বাচ্চা থাকলে তাকে রোজ করলার রস বা করলা সেদ্ধ খাওয়ান। (ছবি:Pinterest)

6 / 8
ডায়াবেটিকদের জন্য আশীর্বাদ করলা। কারণ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এই তেঁতো সবজি। তাই ডায়াবেটিকদের রোজ করলা খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। (ছবি:Pinterest)

ডায়াবেটিকদের জন্য আশীর্বাদ করলা। কারণ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এই তেঁতো সবজি। তাই ডায়াবেটিকদের রোজ করলা খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। (ছবি:Pinterest)

7 / 8
করলা মেটাবলিজম বৃদ্ধি করতে সাহায্য করে। ফলে হজমে সাহায্য হয়। আর কোনও কথা না ভেবে সারাবছর পাতে রাখুন করলা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। (ছবি:Pinterest)

করলা মেটাবলিজম বৃদ্ধি করতে সাহায্য করে। ফলে হজমে সাহায্য হয়। আর কোনও কথা না ভেবে সারাবছর পাতে রাখুন করলা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। (ছবি:Pinterest)

8 / 8
Follow Us: