যা গরম পড়েছে তাতে কোনও কিছুই খেতে ইচ্ছে করছে না। মন সব সময় চাইছে ঠান্ডা কিছু খেতে
এই সময় রাস্তায় মোড়ে মোড়ে ব্যাঙের ছাতার মতই গড়িয়ে ওঠে লস্যি, শরবতের দোকান। ইদানিং অনেক জুস, মিল্কশেকের দোকানও দেখা যায়।
একেবারে রোদ থেকে ঘেমে, নেয়ে সঙ্গে সঙ্গে ঠান্ডা কোনও কিছু খাওয়া একেবারেই ঠিক নয়। এতে হিট স্ট্রোকের সম্ভাবনা বেশি থাকে। সেই সঙ্গে ঠান্ডাও লেগে যায় ঝটপট।
গরম পড়তেই অনেকে বাজার চলতি বিভিন্ন স্কোয়াশ, রসনা এসব কিনে আনেন। তবে বোতলবন্ডি এই সব পানীয়ের মধ্যে মেশানো থাকে প্রচুর পরিমাণ প্রিজারভেটিভ, যা শরীরের জন্য মোটেই ভাল নয়।
এছাড়াও সব সময় বাজার থেকে কেনা কোল্ডড্রিংক না খাওয়াই ভাল। কারণ এই সব পানীয়ের মধ্যে প্রচুর পরিমাণ সুগার থাকে। বাজারে এখন প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে। কাঁচা আম দিয়েই বানিয়ে ফেলুন শরবত।
আম ছোট ছোট টুকরো করে কড়াইতে সিদ্ধ করতে দিন। এবার এর মধ্যে স্বাদমতো নুন দিন, চিনি দিন আমের সমপরিমাণে। ৫০০ গ্রাম আম হলে ৫০০ গ্রাম চিনি লাগবে।
এবার ওর মধ্যে কাঁচা লঙ্কার টুকরো, ভাজা মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভাল করে সিদ্ধ করুন। এবার তা স্ম্যাশ করে বড় ছাঁকনি তে ছেঁকে নিন।
গ্লাসে ভর্তি করে বরফ দিন। এবার উপর থেকে এই আমের মিশ্রণ ছেঁকে দিলেই তৈরি শরবত।