রুক্ষ্ম, শুষ্ক চুলের সমস্যা আজকাল সকলেরই। তেল, শ্যাম্পু লাগানোর পরও চুল কিছুতেই নরম হতে চায় না। কন্ডিশনার লাগানোর পর একদিন ঠিক থাকলেও দু দিন পর থেকে সেই একই সমস্যা হয়।
তাই চুলে শ্যাম্পু করার পর স্পা ক্রিম বা কন্ডিশনার লাগাতে ভুলবেন না। সব সময় পার্লারে গিয়ে রূপচর্চা করলেই যে কাজ হয় এমন নয়।
স্পা বা শ্যাম্পু করানোর পর কিছুদিন চুল ভাল থাকে। তারপর চুলের অবস্থা সেই একই রকম হয়ে যায়। আর কন্ডিশনার লাগানোর পর চুল খুব ভাল করে ধুয়ে নিতে হবে। কারণ চুলে তা লেগে থাকলে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
সপ্তাহে একবার বা দু' সপ্তাহ অন্তর একবার ডিপ কন্ডিশনিং করালে চুলের ঝলমলেভাব বজায় থাকে, চুল মজবুতও হয় গোড়া থেকে।
রান্নঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই সেরে নিতে পারেন এই কন্ডিশনিং। চুলে খুব ভাল করে শ্যাম্পু করে ধুয়ে নিন। এবার ভেজা অবস্থাতেই চুলে টকদই ভাল করে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে ইষদুষ্ণ জলে ধুয়ে নিন।
অ্যালোভেরা জেলও খুব ভাল কন্ডিশনার হিসেবে কাজ করে। অ্যালোভেরা জেল যদি গাছ থেকে সরাসরি বের করে নিতে পারেন তাহলে খুব ভাল। নইলে অ্যালোভেরা জেল নিয়ে খুব ভাল করে তা চামচ দিয়ে ঘেঁটে নিয়ে চুলে লাগিয়ে রাখুন।
১৫ মিনিট পর ধুয়ে নিন। সপ্তাহে দুদিন লাগাতে পারলে চুল খুবই সফট থাকবে। চুল পড়ার সমস্যাও কমবে। তবে এক্ষেত্রে চুল ধোওয়ার সময় ইষদুষ্ণ জল ব্যবহার করুন।
আধ কাপ পরিমাণ মেয়োনিজ নিয়ে তাতে একটা ডিম আর এক চাচামচ অলিভ অয়েল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। এবার চুলে শ্যাম্পু করে নিন, কন্ডিশনার লাগাবেন না। চুলের বাড়তি জল তোয়ালে দিয়ে শুষে নিয়ে আধভেজা চুলে খুব ভালো করে ডিম-মেয়োনিজের মিশ্রণটা মাখুন। ৩০ মিনিট রেখে চুল ধুয়ে নিন।