Hair Combing Tips: এই টোটকা না মেনে চুল আঁচড়ালে জট পড়তেই থাকবে দিনের পর দিন

Daily Hair Care Tips: শুধু নিয়ম করে তেল-শ্যাম্পু মাখলেই চুলের উপর আপনার দায়িত্ব শেষ নয়। চুলকে ভাল রাখতে গেলে রোজ চুল আঁচড়াতে হবে। তবেই কমবে কিন্তু চুল পড়া। অনেকেই চুলে একবেলা চিরুনি দেন। এটা কিন্তু এক্কেবারে ভুল। চুলের যত্নে প্লাস্টিক ছেড়ে কাঠের তৈরি চিরুনি ব্যবহার করুন।

| Updated on: Jul 24, 2024 | 1:20 PM
শুধু নিয়ম করে তেল-শ্যাম্পু মাখলেই চুলের উপর আপনার দায়িত্ব শেষ নয়। চুলকে ভাল রাখতে গেলে রোজ চুল আঁচড়াতে হবে। তবেই কমবে কিন্তু চুল পড়া।

শুধু নিয়ম করে তেল-শ্যাম্পু মাখলেই চুলের উপর আপনার দায়িত্ব শেষ নয়। চুলকে ভাল রাখতে গেলে রোজ চুল আঁচড়াতে হবে। তবেই কমবে কিন্তু চুল পড়া।

1 / 8
অনেকেই চুলে একবেলা চিরুনি দেন। এটা কিন্তু এক্কেবারে ভুল। চুলের গোড়া মজবুত রাখতে এবং স্ক্যাল্পের স্বাস্থ্য বজায় রাখতে দিনে দু'বেলা চিরুনি দিয়ে চুল আঁচড়ান।

অনেকেই চুলে একবেলা চিরুনি দেন। এটা কিন্তু এক্কেবারে ভুল। চুলের গোড়া মজবুত রাখতে এবং স্ক্যাল্পের স্বাস্থ্য বজায় রাখতে দিনে দু'বেলা চিরুনি দিয়ে চুল আঁচড়ান।

2 / 8
সঠিক চিরুনি বেছে নেওয়া থেকে শুরু করে সঠিক উপায়ে চুল আঁচড়ানো ভীষণ জরুরি। চুল আঁচড়ানোর সময় কোন কোন নিয়ম মেনে চললে চুল ভাল থাকবে, চলুন জেনে নেওয়া যাক।

সঠিক চিরুনি বেছে নেওয়া থেকে শুরু করে সঠিক উপায়ে চুল আঁচড়ানো ভীষণ জরুরি। চুল আঁচড়ানোর সময় কোন কোন নিয়ম মেনে চললে চুল ভাল থাকবে, চলুন জেনে নেওয়া যাক।

3 / 8
চুলের যত্নে প্লাস্টিক ছেড়ে কাঠের তৈরি চিরুনি ব্যবহার করুন। চুলের জট ছাড়াতে মোটা দাঁতের চিরুনি বেছে নিন। আর স্টাইলের জন্য সরু দাঁতের চিরুনি।

চুলের যত্নে প্লাস্টিক ছেড়ে কাঠের তৈরি চিরুনি ব্যবহার করুন। চুলের জট ছাড়াতে মোটা দাঁতের চিরুনি বেছে নিন। আর স্টাইলের জন্য সরু দাঁতের চিরুনি।

4 / 8
ভিজে অবস্থায় কখনওই চুল আঁচড়াবেন না। ভিজে অবস্থায় চুলের গোড়া নরম থাকে। এই সময় চুল আঁচড়ালে চুল পড়ার সমস্যা আরও বাড়বে। চুল একটু শুকিয়ে নিয়ে আঁচড়ে নিন।

ভিজে অবস্থায় কখনওই চুল আঁচড়াবেন না। ভিজে অবস্থায় চুলের গোড়া নরম থাকে। এই সময় চুল আঁচড়ালে চুল পড়ার সমস্যা আরও বাড়বে। চুল একটু শুকিয়ে নিয়ে আঁচড়ে নিন।

5 / 8
চুল সবসময় নিচের দিক থেকে আঁচড়ানো শুরু করবেন। মাথার উপর থেকে নীচে চিরুনি চালাবেন না। বেশিরভাগ মানুষ এই চুল করে বসেন। এতে কিন্তু চুলের ক্ষতি হয় এবং চুল পড়া বাড়ে।

চুল সবসময় নিচের দিক থেকে আঁচড়ানো শুরু করবেন। মাথার উপর থেকে নীচে চিরুনি চালাবেন না। বেশিরভাগ মানুষ এই চুল করে বসেন। এতে কিন্তু চুলের ক্ষতি হয় এবং চুল পড়া বাড়ে।

6 / 8
প্রথমে চুল দু-তিনভাগে ভাগ করে নিন। তারপর ধীরে ধীরে চিরুনি দিয়ে চুল আঁচড়ান। এতে চুলের জট ছাড়াতে সুবিধা হবে। পাশাপাশি চুলে টান পড়ে ছিঁড়ে যাবে না।

প্রথমে চুল দু-তিনভাগে ভাগ করে নিন। তারপর ধীরে ধীরে চিরুনি দিয়ে চুল আঁচড়ান। এতে চুলের জট ছাড়াতে সুবিধা হবে। পাশাপাশি চুলে টান পড়ে ছিঁড়ে যাবে না।

7 / 8
ফ্রিজি হেয়ার বা শুষ্ক চুলের সমস্যায় চুলে সেরাম বা লিন-ইন কন্ডিশনার লাগিয়ে নিন। এরপর চুল আঁচড়ান। এতে চুলের জট ছাড়াতে সুবিধা হয়। পাশাপাশি চুল দেখতেও ভাল লাগে।

ফ্রিজি হেয়ার বা শুষ্ক চুলের সমস্যায় চুলে সেরাম বা লিন-ইন কন্ডিশনার লাগিয়ে নিন। এরপর চুল আঁচড়ান। এতে চুলের জট ছাড়াতে সুবিধা হয়। পাশাপাশি চুল দেখতেও ভাল লাগে।

8 / 8
Follow Us: