Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Momo Side Effects: মোমো হইতে সাবধান! বেশি খেলেই পড়বেন বিপদে

Monsoon Health Tips: মোমোর সোস, স্টাফিং, সস কোনওটাই নিরাপদ নয়। আর তাই খাওয়ার আগে অন্তত একবার ভাবুন, তারপর খান। এই বর্ষায় এড়িয়ে চলাই ভাল।

| Edited By: | Updated on: Aug 15, 2023 | 7:11 PM
পাড়ার মোড়ে মোড়ে এখন রোল-চাউমিনের সঙ্গে রয়েছে মোমোর দোকান। লোকে যেমন পাল্লা দিয়ে বিরিয়ানি খাচ্ছে ঠিক তেমনই মোমো খাচ্ছে। বৃষ্টি বা ঠান্ডার আবহাওয়াতে গরম গরম মোমোতে কামড় দেওয়ার মজাটাই আলাদা।

পাড়ার মোড়ে মোড়ে এখন রোল-চাউমিনের সঙ্গে রয়েছে মোমোর দোকান। লোকে যেমন পাল্লা দিয়ে বিরিয়ানি খাচ্ছে ঠিক তেমনই মোমো খাচ্ছে। বৃষ্টি বা ঠান্ডার আবহাওয়াতে গরম গরম মোমোতে কামড় দেওয়ার মজাটাই আলাদা।

1 / 8
 বাঙালির কাছে যেমন পাহাড় প্রিয় ঠিক তেমনই মোমো প্রিয়। আগে শুধুমাত্র পাহাড়ি অঞ্চলেই মোমো পাওয়া যেত। আর এখন শহরের সর্বত্র মোমো পাওয়া যায়।

বাঙালির কাছে যেমন পাহাড় প্রিয় ঠিক তেমনই মোমো প্রিয়। আগে শুধুমাত্র পাহাড়ি অঞ্চলেই মোমো পাওয়া যেত। আর এখন শহরের সর্বত্র মোমো পাওয়া যায়।

2 / 8
স্বাদে যে সব মোমো তুখোড় এরকমটা একেবারেই নয়। তবে রোজ রোজ প্রেমে পড়ে মোমো খাওয়া ঠিক নয়। অনেকেই মনে করেন মোমোর থেকে স্বাস্থ্যকর খাবার আর কিছু নেই। যদিও প্যান ফ্রায়েড মোমো কিন্তু আদৌ স্বাস্থ্যকর নয়।

স্বাদে যে সব মোমো তুখোড় এরকমটা একেবারেই নয়। তবে রোজ রোজ প্রেমে পড়ে মোমো খাওয়া ঠিক নয়। অনেকেই মনে করেন মোমোর থেকে স্বাস্থ্যকর খাবার আর কিছু নেই। যদিও প্যান ফ্রায়েড মোমো কিন্তু আদৌ স্বাস্থ্যকর নয়।

3 / 8
শহরবাসীর এ হেন মোমো প্রেম দেখে চোখ কপালে উঠেছে চিকিৎসকদের একাংশের। তেল থাকে না, স্টিম করে বানানো হয় বলে অনেকেই চপের বদলে মোমো বেছে নিয়েছেন ইভিনিং স্ন্যাক্সে।

শহরবাসীর এ হেন মোমো প্রেম দেখে চোখ কপালে উঠেছে চিকিৎসকদের একাংশের। তেল থাকে না, স্টিম করে বানানো হয় বলে অনেকেই চপের বদলে মোমো বেছে নিয়েছেন ইভিনিং স্ন্যাক্সে।

4 / 8
আটা নয়, মোমো তৈরি হয় ময়দা দিয়ে। রোজ রোজ এই ময়দা খাওয়া একেবারেই ঠুক নয়। কারণ এর মধ্যে গ্লুকোজের পরিমাণ থাকে অনেক বেশি। যে কারণে যাদের সুগার থাকে তাদের চিনি, চাল আর ময়দা খেতে মানা করা হয়।

আটা নয়, মোমো তৈরি হয় ময়দা দিয়ে। রোজ রোজ এই ময়দা খাওয়া একেবারেই ঠুক নয়। কারণ এর মধ্যে গ্লুকোজের পরিমাণ থাকে অনেক বেশি। যে কারণে যাদের সুগার থাকে তাদের চিনি, চাল আর ময়দা খেতে মানা করা হয়।

5 / 8
রোজ ময়দা খেলে সুগার বাড়বেই। সেই সঙ্গে ওজনও বাড়বে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা আসবে। আর তাই রোজ মোমো খাওয়ার পরিবর্তে চপ দিয়ে মুড়ি মেখে খান, তা অনেক ভাল।

রোজ ময়দা খেলে সুগার বাড়বেই। সেই সঙ্গে ওজনও বাড়বে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা আসবে। আর তাই রোজ মোমো খাওয়ার পরিবর্তে চপ দিয়ে মুড়ি মেখে খান, তা অনেক ভাল।

6 / 8
মোমোর সঙ্গে দেওয়া স্যুপ অনেকেরই ভীষণ পছন্দের। বাটি বাটি চেয়ে খান। সব সময় এই স্যুপ যে ভাল জলে তৈরি হয় এমন নয়। আর তাই এই স্যুপ খেলে পেট খারাপের সম্ভাবনা থেকে যায়। বর্ষায় তো একেবারেই নয়।

মোমোর সঙ্গে দেওয়া স্যুপ অনেকেরই ভীষণ পছন্দের। বাটি বাটি চেয়ে খান। সব সময় এই স্যুপ যে ভাল জলে তৈরি হয় এমন নয়। আর তাই এই স্যুপ খেলে পেট খারাপের সম্ভাবনা থেকে যায়। বর্ষায় তো একেবারেই নয়।

7 / 8
মোমোর যে স্টাফিং তা সব সময় ফ্রেশ থাকে না। অনেকেই ফ্রিজে রেখে তা পরেরদিন ব্যবহার করেন। সব সময় যে কষিয়ে রান্না করা হয় এমনটাও নয়, তাই রোজ মোমো খাওয়ার আগে একবার অন্তত ভাবুন।

মোমোর যে স্টাফিং তা সব সময় ফ্রেশ থাকে না। অনেকেই ফ্রিজে রেখে তা পরেরদিন ব্যবহার করেন। সব সময় যে কষিয়ে রান্না করা হয় এমনটাও নয়, তাই রোজ মোমো খাওয়ার আগে একবার অন্তত ভাবুন।

8 / 8
Follow Us:
'কাশ্মিরী মহিলারা পর্যন্ত পথে নেমে বলছে বন্দেমাতরম', বিস্ফোরক অভিনেতা
'কাশ্মিরী মহিলারা পর্যন্ত পথে নেমে বলছে বন্দেমাতরম', বিস্ফোরক অভিনেতা
মুসলিমদের মানববন্ধন রাজাবাজারে, উঠল পাকিস্তান মুর্দাবাদ স্লোগান
মুসলিমদের মানববন্ধন রাজাবাজারে, উঠল পাকিস্তান মুর্দাবাদ স্লোগান
'এবার ওরা বেছে বেছে মারল, স্ট্র্যাটেজিতে চেঞ্জ করেছে', বিস্ফোরক সৌগত
'এবার ওরা বেছে বেছে মারল, স্ট্র্যাটেজিতে চেঞ্জ করেছে', বিস্ফোরক সৌগত
'৩৭০ ওঠানোর পরই তো ঘটনা হল', বিস্ফোরক সৌগত রায়
'৩৭০ ওঠানোর পরই তো ঘটনা হল', বিস্ফোরক সৌগত রায়
রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে: শ‌ওকত
রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে: শ‌ওকত
'১৪০ কোটি ভারতবাসী চায় আসিম মুনিরের মাথা', বিস্ফোরক অগ্নিমিত্রা
'১৪০ কোটি ভারতবাসী চায় আসিম মুনিরের মাথা', বিস্ফোরক অগ্নিমিত্রা
'বাড়িতে ঢুকে মেরে আসা দেখিয়েছেন মোদীজি', বিস্ফোরক অগ্নিমিত্রা
'বাড়িতে ঢুকে মেরে আসা দেখিয়েছেন মোদীজি', বিস্ফোরক অগ্নিমিত্রা
'সব তৈরি', এক রাত আগে বাতিল হল কাশ্মীর ট্যুর
'সব তৈরি', এক রাত আগে বাতিল হল কাশ্মীর ট্যুর
হিন্দু নয়, তাও কেন মারল বিদেশি পর্যটকদের, জানুন
হিন্দু নয়, তাও কেন মারল বিদেশি পর্যটকদের, জানুন
'আর জি কর যেমন ঠান্ডা হয়ে গিয়েছে, এটাও হবে'
'আর জি কর যেমন ঠান্ডা হয়ে গিয়েছে, এটাও হবে'