Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Glowing skin remedy: রাতে ঘুমনোর আগে ১ চামচ খেলেই তিনদিনে ফর্সা হবে ত্বক

Healthy drink for glowing skin: এমনিই শীতের দিনে ত্বকের বহুবিধ সমস্যা আসে। ত্বকে পিগমেন্টেশন, শুকনো হয়ে যাওয়া কালো ছোপ পড়া এসব থাকে। আর বেশি অনুষ্ঠান থাকে শীতেই। তাই শীতের দিনে মেকআপের প্রয়োজনীয়তা সবচাইতে বেশি

| Edited By: | Updated on: Jan 16, 2024 | 8:15 AM
আজকাল ত্বকের সমস্যায় অনেকেই ভুগছে। এর জন্য মূলত দায়ী আমাদের জীবনযাত্রা এবং দূষণ। দূষণের প্রভাবে চামড়া দ্রুত কুঁচকে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। সেই সঙ্গে প্রাণহীন ত্বক তো আছেই

আজকাল ত্বকের সমস্যায় অনেকেই ভুগছে। এর জন্য মূলত দায়ী আমাদের জীবনযাত্রা এবং দূষণ। দূষণের প্রভাবে চামড়া দ্রুত কুঁচকে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে। সেই সঙ্গে প্রাণহীন ত্বক তো আছেই

1 / 8
এমনিই শীতের দিনে ত্বকের বহুবিধ সমস্যা আসে। ত্বকে পিগমেন্টেশন, শুকনো হয়ে যাওয়া কালো ছোপ পড়া এসব থাকে। আর বেশি অনুষ্ঠান থাকে শীতেই। তাই শীতের দিনে মেকআপের প্রয়োজনীয়তা সবচাইতে বেশি

এমনিই শীতের দিনে ত্বকের বহুবিধ সমস্যা আসে। ত্বকে পিগমেন্টেশন, শুকনো হয়ে যাওয়া কালো ছোপ পড়া এসব থাকে। আর বেশি অনুষ্ঠান থাকে শীতেই। তাই শীতের দিনে মেকআপের প্রয়োজনীয়তা সবচাইতে বেশি

2 / 8
শীতে বাইরে বেরোলে ক্রিম বা লোশন লাগাতেই হয়। এবার বাইরে থেকে ফিরে ঠান্ডার ভয়ে অনেকেই ঠিক করে মুখ ধুয়ে নেন না। ফলে নোংরা, ময়লা সারারাত মুখের উপর জমতে থাকে। এইভাবে একটা ময়লার স্তর পড়ে যায়। দিনের পর দিন এই স্তর পড়তে পড়তেই সেখান থেকে ত্বকের মারাত্মক ক্ষতি হয়

শীতে বাইরে বেরোলে ক্রিম বা লোশন লাগাতেই হয়। এবার বাইরে থেকে ফিরে ঠান্ডার ভয়ে অনেকেই ঠিক করে মুখ ধুয়ে নেন না। ফলে নোংরা, ময়লা সারারাত মুখের উপর জমতে থাকে। এইভাবে একটা ময়লার স্তর পড়ে যায়। দিনের পর দিন এই স্তর পড়তে পড়তেই সেখান থেকে ত্বকের মারাত্মক ক্ষতি হয়

3 / 8
এর উপর মেকআপ পড়লে তো আর দেখতেই হবে না। ব্রণর সমস্যা হতে পারে। সেই সঙ্গে ত্বক তার স্বাভাবিক ঔজ্জ্বল্য হারিয়ে ফেলে। আর তাই বাড়িতেই বানিয়ে নিন এই পানীয়। সপ্তাহে তিনদিন এক চামচ করে খেলেই নিজের চোখে তফাত দেখতে পাবেন। সেই সঙ্গে রোজ নিয়ম করে মুখ পরিষ্কারও রাখতে হবে

এর উপর মেকআপ পড়লে তো আর দেখতেই হবে না। ব্রণর সমস্যা হতে পারে। সেই সঙ্গে ত্বক তার স্বাভাবিক ঔজ্জ্বল্য হারিয়ে ফেলে। আর তাই বাড়িতেই বানিয়ে নিন এই পানীয়। সপ্তাহে তিনদিন এক চামচ করে খেলেই নিজের চোখে তফাত দেখতে পাবেন। সেই সঙ্গে রোজ নিয়ম করে মুখ পরিষ্কারও রাখতে হবে

4 / 8
চোখের তলায় কালি পড়বে না, মুখে বয়সের ছাপ আসবে না। সেই সঙ্গে মুখও থাকবে নরম। রাতে ঘুমোতে যাওয়ার আগে খান এই পানীয়। শরীর ভিতর থেকে সুন্দর থাকবে। দেখে নিন কী ভাবে বানিয়ে নেবেন এই ম্যাজিক পানীয়। উজ্জ্বলতা ফিরবেই

চোখের তলায় কালি পড়বে না, মুখে বয়সের ছাপ আসবে না। সেই সঙ্গে মুখও থাকবে নরম। রাতে ঘুমোতে যাওয়ার আগে খান এই পানীয়। শরীর ভিতর থেকে সুন্দর থাকবে। দেখে নিন কী ভাবে বানিয়ে নেবেন এই ম্যাজিক পানীয়। উজ্জ্বলতা ফিরবেই

5 / 8
এককাপ দুধের মধ্যে হাফ চামচ দারচিনির গুঁড়ো মিশিয়ে ফুটিয়ে নিন। এবার এতে এক চিমটে হলুদ দিন। হলুদ মিশলে একদম সামান্য কেশর মিশিয়ে দিন। ৬ টা কাঠবাদাম আগে থেকে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে একটু থেঁতো করে ওর মধ্যে মিশিয়ে দিতে হবে

এককাপ দুধের মধ্যে হাফ চামচ দারচিনির গুঁড়ো মিশিয়ে ফুটিয়ে নিন। এবার এতে এক চিমটে হলুদ দিন। হলুদ মিশলে একদম সামান্য কেশর মিশিয়ে দিন। ৬ টা কাঠবাদাম আগে থেকে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে একটু থেঁতো করে ওর মধ্যে মিশিয়ে দিতে হবে

6 / 8
বেশ ভাল করে গরম হলেই তৈরি এই পানীয়। গরম অবস্থাতেই খেয়ে নিন। রাতে ঘুমোতে যাওয়ার আগে চুমুক দিন। এতে ত্বক ভাল হবে, শরীর ভিতর থেকে সুন্দর থাকবে আর ত্বকও ভাল থাকবে। আমন্ড, কেশর এসব ত্বকের জন্যেও খুব ভাল

বেশ ভাল করে গরম হলেই তৈরি এই পানীয়। গরম অবস্থাতেই খেয়ে নিন। রাতে ঘুমোতে যাওয়ার আগে চুমুক দিন। এতে ত্বক ভাল হবে, শরীর ভিতর থেকে সুন্দর থাকবে আর ত্বকও ভাল থাকবে। আমন্ড, কেশর এসব ত্বকের জন্যেও খুব ভাল

7 / 8
এই পানীয় শীতে আমাদের ইমিউনিটিও বাড়িয়ে তোলে। শীতের দিনে জ্বর-সর্দি সহ নানা রকম সংক্রমণ জনিত সমস্যা লেগেই থাকে। সেই সব থেকে রেহাই দিতে এই পানীয়ের কোনও জুড়ি নেই। সপ্তাহে তিন দিন খান আর পার্লার ছাড়াই ফর্সা ত্বক পান

এই পানীয় শীতে আমাদের ইমিউনিটিও বাড়িয়ে তোলে। শীতের দিনে জ্বর-সর্দি সহ নানা রকম সংক্রমণ জনিত সমস্যা লেগেই থাকে। সেই সব থেকে রেহাই দিতে এই পানীয়ের কোনও জুড়ি নেই। সপ্তাহে তিন দিন খান আর পার্লার ছাড়াই ফর্সা ত্বক পান

8 / 8
Follow Us: