Homemade Hair Oil: রোজ নিয়ম করে মালিশ করুন ভৃঙ্গরাজের তেল, ৭ দিনে বন্ধ হবে মুঠো মুঠো চুল পড়া

Hair Care Tips: প্রাচীনকাল থেকে চুলের যত্নে ভৃঙ্গরাজ ব্যবহার হয়ে আসছে। এই উপাদানটি চুলকে পুষ্টি জোগাতে সাহায্য করে। ভৃঙ্গরাজ দিয়ে আপনি বাড়িতে হেয়ার অয়েল বানিয়ে নিতে পারেন।

| Edited By: | Updated on: Apr 10, 2023 | 3:26 PM
শেষ কবে চুলে তেল মেখেছিলেন মনে আছে? ছুটির দিন ছাড়া চুলের যত্ন নেওয়ার সময় হয় না অনেকের। আর এসব কারণে বাড়ে চুল পড়ার সমস্যা। চুলের যত্ন না নিলে তা রুক্ষ ও শুষ্ক হয়েই যাবে।

শেষ কবে চুলে তেল মেখেছিলেন মনে আছে? ছুটির দিন ছাড়া চুলের যত্ন নেওয়ার সময় হয় না অনেকের। আর এসব কারণে বাড়ে চুল পড়ার সমস্যা। চুলের যত্ন না নিলে তা রুক্ষ ও শুষ্ক হয়েই যাবে।

1 / 8
শুধু যে চুলের যত্ন না নিলে চুল পড়ে তা নয়। অনেক সময় হরমোনের ভারসাম্যহীনতা, গর্ভাবস্থা এবং লিভারের সমস্যা থাকলেও চুল পড়ার সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে সময় ও চিকিৎসার সাহায্য নিয়ে আপনি চুল পড়ার সমস্যা কমাতে পারেন।

শুধু যে চুলের যত্ন না নিলে চুল পড়ে তা নয়। অনেক সময় হরমোনের ভারসাম্যহীনতা, গর্ভাবস্থা এবং লিভারের সমস্যা থাকলেও চুল পড়ার সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে সময় ও চিকিৎসার সাহায্য নিয়ে আপনি চুল পড়ার সমস্যা কমাতে পারেন।

2 / 8
যদি অযত্নের কারণে চুল পড়ার সমস্যা দেখা দেয়, তাহলে আপনি তেলের সাহায্য নিতে পারেন। কথায় রয়েছে, 'তেলে চুল তাজা'। মা-দিদিমারাও চুলের যত্ন যুগ যুগ ধরে তেল ব্যবহার করে আসছে। কিন্তু অনেকের বুঝতে পারেন না যে, কী ধরনের তেল ব্যবহার করবেন।

যদি অযত্নের কারণে চুল পড়ার সমস্যা দেখা দেয়, তাহলে আপনি তেলের সাহায্য নিতে পারেন। কথায় রয়েছে, 'তেলে চুল তাজা'। মা-দিদিমারাও চুলের যত্ন যুগ যুগ ধরে তেল ব্যবহার করে আসছে। কিন্তু অনেকের বুঝতে পারেন না যে, কী ধরনের তেল ব্যবহার করবেন।

3 / 8
ভৃঙ্গরাজ দিয়ে আপনি বাড়িতে হেয়ার অয়েল বানিয়ে নিতে পারেন। প্রাচীনকাল থেকে চুলের যত্নে ভৃঙ্গরাজ ব্যবহার হয়ে আসছে। এই উপাদানটি চুলকে পুষ্টি জোগাতে সাহায্য করে।

ভৃঙ্গরাজ দিয়ে আপনি বাড়িতে হেয়ার অয়েল বানিয়ে নিতে পারেন। প্রাচীনকাল থেকে চুলের যত্নে ভৃঙ্গরাজ ব্যবহার হয়ে আসছে। এই উপাদানটি চুলকে পুষ্টি জোগাতে সাহায্য করে।

4 / 8
ভৃঙ্গরাজ দিয়ে তৈরি হেয়ার অয়েল চুলে ও স্ক্যাল্পে মালিশ করলে এটি রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে। এতে দ্রুত চুল বৃদ্ধি হতে শুরু করে। তাছাড়া চুলের গোড়া মজবুত হয়। এতে সহজেই চুল পড়া প্রতিরোধ করা যায়।

ভৃঙ্গরাজ দিয়ে তৈরি হেয়ার অয়েল চুলে ও স্ক্যাল্পে মালিশ করলে এটি রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে। এতে দ্রুত চুল বৃদ্ধি হতে শুরু করে। তাছাড়া চুলের গোড়া মজবুত হয়। এতে সহজেই চুল পড়া প্রতিরোধ করা যায়।

5 / 8
একটি পাত্রে এক কাপ নারকেল তেল গরম করুন। এবার এক মুঠো ভৃঙ্গরাজের পাতা তাতে মিশিয়ে দিন। তাজা ভৃঙ্গরাজের পাতা না পেলে আপনি এক্ষেত্রে ভৃঙ্গরাজের পাউডারও ব্যবহার করতে পারেন।

একটি পাত্রে এক কাপ নারকেল তেল গরম করুন। এবার এক মুঠো ভৃঙ্গরাজের পাতা তাতে মিশিয়ে দিন। তাজা ভৃঙ্গরাজের পাতা না পেলে আপনি এক্ষেত্রে ভৃঙ্গরাজের পাউডারও ব্যবহার করতে পারেন।

6 / 8
নারকেল তেল ও ভৃঙ্গরাজের পাতার সঙ্গে এক চা চামচ মেথির বীজ মিশিয়ে ভাল করে ফুটিয়ে নিন। পাঁচ মিনিট পর আঁচ বন্ধ করে তেলটা ঠান্ডা হতে দিন। তারপর তেল ছেঁকে নিয়ে কৌটোতে ভরে রাখুন। এই তেলে আপনি শিকাকাইও যোগ করতে পারেন।

নারকেল তেল ও ভৃঙ্গরাজের পাতার সঙ্গে এক চা চামচ মেথির বীজ মিশিয়ে ভাল করে ফুটিয়ে নিন। পাঁচ মিনিট পর আঁচ বন্ধ করে তেলটা ঠান্ডা হতে দিন। তারপর তেল ছেঁকে নিয়ে কৌটোতে ভরে রাখুন। এই তেলে আপনি শিকাকাইও যোগ করতে পারেন।

7 / 8
প্রতিদিন চুলে এই ভৃঙ্গরাজের তেল মালিশ করতে পারেন। ম্যাসাজের আগে অল্প গরম করে নিয়ে এই তেল ব্যবহার করুন। হাতে সময় কম থাকলে শ্যাম্পু করার ২০ মিনিট আগে আপনি তেল মালিশ করতে পারেন।

প্রতিদিন চুলে এই ভৃঙ্গরাজের তেল মালিশ করতে পারেন। ম্যাসাজের আগে অল্প গরম করে নিয়ে এই তেল ব্যবহার করুন। হাতে সময় কম থাকলে শ্যাম্পু করার ২০ মিনিট আগে আপনি তেল মালিশ করতে পারেন।

8 / 8
Follow Us: