Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গরম জল মাথায় ঢেলে চুলের বারোটা বেজেছে? এই ২ উপাদানে রাতারাতি ফিরবে চুলের জেল্লা

Homemade Hair Mask: গরম জল চুলের আর্দ্রতা কেড়ে নেয়। এতে চুল নিস্তেজ ও রুক্ষ হয়ে ওঠে। স্ক্যাল্পও শুষ্ক হয়ে যায় এবং খুশকির সমস্যা বাড়ে। শীতকালে গরম জল ছাড়া স্নান করা মুশকিল। কিন্তু প্রাকৃতিক উপাদান দিয়ে চুলের জেল্লা বাড়ানো সম্ভব। দরকার শুধু অ্যালোভেরা ও ফ্ল্যাক্স সিড।

| Updated on: Jan 27, 2024 | 1:02 PM
কনকনে ঠান্ডায় গরম জল ছাড়া স্নান করা যায় না। কিন্তু এই শীতে ক্রমাগত গরম জলে স্নান করে চুলের বারোটা বেজে গিয়েছে, সে খেয়াল আছে কি? গরম জল চুলের জন্য উপযুক্ত নয়। 

কনকনে ঠান্ডায় গরম জল ছাড়া স্নান করা যায় না। কিন্তু এই শীতে ক্রমাগত গরম জলে স্নান করে চুলের বারোটা বেজে গিয়েছে, সে খেয়াল আছে কি? গরম জল চুলের জন্য উপযুক্ত নয়। 

1 / 8
গরম জল চুলের আর্দ্রতা কেড়ে নেয়। এতে চুল নিস্তেজ ও রুক্ষ হয়ে ওঠে। স্ক্যাল্পও শুষ্ক হয়ে যায় এবং খুশকির সমস্যা বাড়ে। শীতকালে গরম জল ছাড়া স্নান করা মুশকিল। কিন্তু প্রাকৃতিক উপাদান দিয়ে চুলের জেল্লা বাড়ানো সম্ভব।

গরম জল চুলের আর্দ্রতা কেড়ে নেয়। এতে চুল নিস্তেজ ও রুক্ষ হয়ে ওঠে। স্ক্যাল্পও শুষ্ক হয়ে যায় এবং খুশকির সমস্যা বাড়ে। শীতকালে গরম জল ছাড়া স্নান করা মুশকিল। কিন্তু প্রাকৃতিক উপাদান দিয়ে চুলের জেল্লা বাড়ানো সম্ভব।

2 / 8
ঘন ঘন শ্যাম্পু ও কন্ডিশনারের ব্র্যান্ড না বদলেও আপনি চুলের উজ্জ্বলতা বজায় রাখতে পারেন। এমনকি সেটা সম্ভব হেঁশেলে থাকা সাধারণ উপাদান দিয়ে। অ্যালোভেরা ও ফ্ল্যাক্স সিড আপনার চুলের আর্দ্রতা এক নিমিষে ফিরিয়ে আনতে পারে।

ঘন ঘন শ্যাম্পু ও কন্ডিশনারের ব্র্যান্ড না বদলেও আপনি চুলের উজ্জ্বলতা বজায় রাখতে পারেন। এমনকি সেটা সম্ভব হেঁশেলে থাকা সাধারণ উপাদান দিয়ে। অ্যালোভেরা ও ফ্ল্যাক্স সিড আপনার চুলের আর্দ্রতা এক নিমিষে ফিরিয়ে আনতে পারে।

3 / 8
চুলের আর্দ্রতা বজায় রাখতে অনেকেই হেয়ার মাস্ক বা হেয়ার স্পায়ের সাহায্য নেন। এতে গাঁটের খড়িও খসাতে হয়। কিন্তু অ্যালোভেরা ও ফ্ল্যাক্স সিডের হেয়ার মাস্ক কোনও খরচ ও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই চুলকে ভাল রাখে।

চুলের আর্দ্রতা বজায় রাখতে অনেকেই হেয়ার মাস্ক বা হেয়ার স্পায়ের সাহায্য নেন। এতে গাঁটের খড়িও খসাতে হয়। কিন্তু অ্যালোভেরা ও ফ্ল্যাক্স সিডের হেয়ার মাস্ক কোনও খরচ ও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই চুলকে ভাল রাখে।

4 / 8
ফ্ল্যাক্স সিড চুলকে হাইড্রেট করার পাশাপাশি চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এই উপাদান মজবুত চুল গঠন করে এবং চুল পড়া ও স্প্লিট এন্ডের সমস্যা দূর করে। স্ক্যাল্পেও আর্দ্রতা জোগায়, যার জেলে খুশকির সমস্যা কমে। 

ফ্ল্যাক্স সিড চুলকে হাইড্রেট করার পাশাপাশি চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এই উপাদান মজবুত চুল গঠন করে এবং চুল পড়া ও স্প্লিট এন্ডের সমস্যা দূর করে। স্ক্যাল্পেও আর্দ্রতা জোগায়, যার জেলে খুশকির সমস্যা কমে। 

5 / 8
অ্যালোভেরা জেল স্ক্যাল্পকে ময়েশ্চারাইজ করে শুষ্কভাব ও খুশকি প্রতিরোধে সাহায্য করে। অ্যালোভেরায় থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান স্ক্যাল্পে চুলকানি কমায়। এছাড়া অ্যালোভেরা জেল চুলের উপর প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।

অ্যালোভেরা জেল স্ক্যাল্পকে ময়েশ্চারাইজ করে শুষ্কভাব ও খুশকি প্রতিরোধে সাহায্য করে। অ্যালোভেরায় থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান স্ক্যাল্পে চুলকানি কমায়। এছাড়া অ্যালোভেরা জেল চুলের উপর প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।

6 / 8
১ কাপ জলে ১ চামচ ফ্ল্যাক্স সিড ফুটিয়ে নিন। এবার ফ্ল্যাক্স সিড জেলটা ছেঁকে নিন। এই জেলের সঙ্গে ২-৩ চামচ তাজা অ্যালোভেরা জেল ও ২-৩ ফোঁটা নারকেল তেল মিশিয়ে নিন। তৈরি হেয়ার মাস্ক।

১ কাপ জলে ১ চামচ ফ্ল্যাক্স সিড ফুটিয়ে নিন। এবার ফ্ল্যাক্স সিড জেলটা ছেঁকে নিন। এই জেলের সঙ্গে ২-৩ চামচ তাজা অ্যালোভেরা জেল ও ২-৩ ফোঁটা নারকেল তেল মিশিয়ে নিন। তৈরি হেয়ার মাস্ক।

7 / 8
প্রথমে চুল ভাল করে আঁচড়ে নিন। এরপর ফ্ল্যাক্স সিড ও অ্যালোভেরা জেলের হেয়ার মাস্ক লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। ঈষদুষ্ণ জল ও মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ দিন ব্যবহার করুন এই হেয়ার মাস্ক। 

প্রথমে চুল ভাল করে আঁচড়ে নিন। এরপর ফ্ল্যাক্স সিড ও অ্যালোভেরা জেলের হেয়ার মাস্ক লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। ঈষদুষ্ণ জল ও মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ দিন ব্যবহার করুন এই হেয়ার মাস্ক। 

8 / 8
Follow Us:
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'