লেবু চিপে খোসা ফেলে দেওয়ার কী দরকার! হেঁসেলে করবে আশ্চর্য এক কাজ

Lemon Peel: কোনও কোনও সবজির খোসা রান্নাতেই ব্যবহার করেন। কোনও কোনও আবার নিজের ত্বককে উজ্জ্বল রাখতে। কিন্তু লেবুর খোসা নিশ্চয়ই ফেলে দেন। তবে আপনি কি জানেন, দামি ক্লিনারের পরিবর্তে লেবুর খোসা দিয়েই আপনি আপনার রান্নাঘর একদম চকচকে রাখতে পারবেন। শুনেই চমকে গেলেন তো?

| Updated on: Mar 13, 2024 | 2:08 PM
কোনও কোনও সবজির খোসা রান্নাতেই ব্যবহার করেন। কোনও কোনও আবার নিজের ত্বককে উজ্জ্বল রাখতে। কিন্তু লেবুর খোসা নিশ্চয়ই ফেলে দেন।

কোনও কোনও সবজির খোসা রান্নাতেই ব্যবহার করেন। কোনও কোনও আবার নিজের ত্বককে উজ্জ্বল রাখতে। কিন্তু লেবুর খোসা নিশ্চয়ই ফেলে দেন।

1 / 8
তবে আপনি কি জানেন, দামি ক্লিনারের পরিবর্তে লেবুর খোসা দিয়েই আপনি আপনার রান্নাঘর একদম চকচকে রাখতে পারবেন। শুনেই চমকে গেলেন তো?

তবে আপনি কি জানেন, দামি ক্লিনারের পরিবর্তে লেবুর খোসা দিয়েই আপনি আপনার রান্নাঘর একদম চকচকে রাখতে পারবেন। শুনেই চমকে গেলেন তো?

2 / 8
দেখে নিন আজ থেকে লেবুর খোসা ফেলে না দিয়ে কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন। পাত্র থেকে দুর্গন্ধ এবং দাগ সরাতে লেবুর খোসা বিরাট ভুমিকা পালন করে।

দেখে নিন আজ থেকে লেবুর খোসা ফেলে না দিয়ে কোন কোন কাজে ব্যবহার করতে পারবেন। পাত্র থেকে দুর্গন্ধ এবং দাগ সরাতে লেবুর খোসা বিরাট ভুমিকা পালন করে।

3 / 8
তাই চকচকে বাসন পেতে চাইলে পাত্রে লেবুর খোসা ঘষে নিন। এটি একগুঁয়ে তেলের দাগ পরিষ্কার করতে সাহায্য করে। এছাড়াও, এটি পাত্রে প্রাকৃতিক সুগন্ধও দেয়। ফলে আঁশটে গন্ধ ছাড়ে না।

তাই চকচকে বাসন পেতে চাইলে পাত্রে লেবুর খোসা ঘষে নিন। এটি একগুঁয়ে তেলের দাগ পরিষ্কার করতে সাহায্য করে। এছাড়াও, এটি পাত্রে প্রাকৃতিক সুগন্ধও দেয়। ফলে আঁশটে গন্ধ ছাড়ে না।

4 / 8
আপনি রান্নাঘরের মেঝেকে কাঁচের মত চকচকে করতে লেবুর খোসার ব্যবহার করতে পারেন। রাসায়নিক ক্লিনার টাইলসয়ের মেঝেকে ফ্যাকাসে করে দেয়।

আপনি রান্নাঘরের মেঝেকে কাঁচের মত চকচকে করতে লেবুর খোসার ব্যবহার করতে পারেন। রাসায়নিক ক্লিনার টাইলসয়ের মেঝেকে ফ্যাকাসে করে দেয়।

5 / 8
ফলে এমন অবস্থায় লেবুর খোসার পেস্ট তৈরি করে মেঝেতে লাগিয়ে তারপর জল দিয়ে পরিষ্কার করুন। এটি মার্বেল এবং গ্রানাইটের মেঝে দারুণ পরিষ্কার করে। তাই আজ থেকেই কাজে লাগান এই উপায়।

ফলে এমন অবস্থায় লেবুর খোসার পেস্ট তৈরি করে মেঝেতে লাগিয়ে তারপর জল দিয়ে পরিষ্কার করুন। এটি মার্বেল এবং গ্রানাইটের মেঝে দারুণ পরিষ্কার করে। তাই আজ থেকেই কাজে লাগান এই উপায়।

6 / 8
অনেক সময় রান্নাঘরে রাখা ডাস্টবিন থেকে গন্ধ বেরোয়। সেই গন্ধ কমাতে লেবুর খোসা ব্যবহার করতে পারেন। এ জন্য খোসা শুকিয়ে ডাস্টবিনে রেখে দিন। ডাস্টবিনে অবশিষ্ট লেবুর রসও ছিটিয়ে দিতে পারেন। তাতে গন্ধ হবে না।

অনেক সময় রান্নাঘরে রাখা ডাস্টবিন থেকে গন্ধ বেরোয়। সেই গন্ধ কমাতে লেবুর খোসা ব্যবহার করতে পারেন। এ জন্য খোসা শুকিয়ে ডাস্টবিনে রেখে দিন। ডাস্টবিনে অবশিষ্ট লেবুর রসও ছিটিয়ে দিতে পারেন। তাতে গন্ধ হবে না।

7 / 8
মাইক্রোওয়েভ পরিষ্কার করতেও লেবুর খোসা ব্যবহার করতে পারেন। এর জন্য একটি পাত্রে জল ভরে তাতে লেবুর টুকরো দিন। কিছুক্ষণ মাইক্রোওয়েভ চালান। তারপরে ভেজা কাপড় দিয়ে পরিষ্কার পুরো মাইক্রোওয়েভ পরিষ্কার করুন।

মাইক্রোওয়েভ পরিষ্কার করতেও লেবুর খোসা ব্যবহার করতে পারেন। এর জন্য একটি পাত্রে জল ভরে তাতে লেবুর টুকরো দিন। কিছুক্ষণ মাইক্রোওয়েভ চালান। তারপরে ভেজা কাপড় দিয়ে পরিষ্কার পুরো মাইক্রোওয়েভ পরিষ্কার করুন।

8 / 8
Follow Us: