Argentina with World Cup Trophy: ‘কাপ ইজ ইন দ্য এয়ার’ মাঝ আকাশে ফটোসেশনে মেসিরা

Lionel Messi: লাভ ইজ ইন দ্য এয়ার...। আর্জেন্টিনা ফুটবল দলের কাছে এই লাইনই 'কাপ ইজ ইন দ্য এয়ার'। দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান। লিও মেসির কেরিয়ারের অপ্রাপ্তির ঝুলিতে বাকি রইল না আর কিছুই। কেরিয়ারের শেষ বিশ্বকাপ, শেষ সুযোগ কাজে লাগিয়েছেন। সঙ্গ দিয়েছেন সতীর্থরাও। মাঠে যাঁরা সঙ্গ দিয়েছেন, তাঁদের যোগ্য সম্মানও দিয়েছেন ক্যাপ্টেন এলএম টেন। কাতার থেকে দেশে ফেরার বিমানে হুল্লোর। মেসি বিশ্বকাপ ট্রফি নিয়ে যেমন ছবি তুললেন, তেমনই বাকিদেরও সুযোগ করে দিলেন। এই স্বাদ ভাগ করে নেওয়াই শ্রেয় মনে হয়েছে মেসির কাছে।

| Edited By: | Updated on: Dec 20, 2022 | 7:00 AM
লাভ ইজ ইন দ্য এয়ার...। আর্জেন্টিনা ফুটবল দলের কাছে এই লাইনই 'কাপ ইজ ইন দ্য এয়ার'। দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান। লিও মেসির কেরিয়ারের অপ্রাপ্তির ঝুলিতে বাকি রইল না আর কিছুই। (ছবি : ইন্সটাগ্রাম)

লাভ ইজ ইন দ্য এয়ার...। আর্জেন্টিনা ফুটবল দলের কাছে এই লাইনই 'কাপ ইজ ইন দ্য এয়ার'। দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান। লিও মেসির কেরিয়ারের অপ্রাপ্তির ঝুলিতে বাকি রইল না আর কিছুই। (ছবি : ইন্সটাগ্রাম)

1 / 5
কেরিয়ারের শেষ বিশ্বকাপ, শেষ সুযোগ কাজে লাগিয়েছেন। সঙ্গ দিয়েছেন সতীর্থরাও। মাঠে যাঁরা সঙ্গ দিয়েছেন, তাঁদের যোগ্য সম্মানও দিয়েছেন ক্যাপ্টেন এলএম টেন। (ছবি : ইন্সটাগ্রাম)

কেরিয়ারের শেষ বিশ্বকাপ, শেষ সুযোগ কাজে লাগিয়েছেন। সঙ্গ দিয়েছেন সতীর্থরাও। মাঠে যাঁরা সঙ্গ দিয়েছেন, তাঁদের যোগ্য সম্মানও দিয়েছেন ক্যাপ্টেন এলএম টেন। (ছবি : ইন্সটাগ্রাম)

2 / 5
কাতার থেকে দেশে ফেরার বিমানে হুল্লোর। মেসি বিশ্বকাপ ট্রফি নিয়ে যেমন ছবি তুললেন, তেমনই বাকিদেরও সুযোগ করে দিলেন। এই স্বাদ ভাগ করে নেওয়াই শ্রেয় মনে হয়েছে মেসির কাছে। (ছবি : ইন্সটাগ্রাম)

কাতার থেকে দেশে ফেরার বিমানে হুল্লোর। মেসি বিশ্বকাপ ট্রফি নিয়ে যেমন ছবি তুললেন, তেমনই বাকিদেরও সুযোগ করে দিলেন। এই স্বাদ ভাগ করে নেওয়াই শ্রেয় মনে হয়েছে মেসির কাছে। (ছবি : ইন্সটাগ্রাম)

3 / 5
দেশে ফিরে বুয়েনস আইরেসে আরও বড় রকমের উৎসব শুধু সময়ের অপেক্ষা। দেশে ফেরার বিমানে, প্রায় ৩০ হাজার ফুট উঁচুতে বা বলা ভালো, মাঝ আকাশে চলল ট্রফি নিয়ে ফটোসেশন। (ছবি : ইন্সটাগ্রাম)

দেশে ফিরে বুয়েনস আইরেসে আরও বড় রকমের উৎসব শুধু সময়ের অপেক্ষা। দেশে ফেরার বিমানে, প্রায় ৩০ হাজার ফুট উঁচুতে বা বলা ভালো, মাঝ আকাশে চলল ট্রফি নিয়ে ফটোসেশন। (ছবি : ইন্সটাগ্রাম)

4 / 5
 লিওনেল মেসি জয় রুদ্ধশ্বাস ফাইনালে ফ্রান্সের জয়ে আর্জেন্টিনার অন্যতম নায়ক অ্যাঞ্জেল ডি মারিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, লিসান্দ্রো মার্টিনেজ, অনেকেই মাঝ আকাশে ট্রফি হাতে তোলা ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। (ছবি : ইন্সটাগ্রাম)

লিওনেল মেসি জয় রুদ্ধশ্বাস ফাইনালে ফ্রান্সের জয়ে আর্জেন্টিনার অন্যতম নায়ক অ্যাঞ্জেল ডি মারিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, লিসান্দ্রো মার্টিনেজ, অনেকেই মাঝ আকাশে ট্রফি হাতে তোলা ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। (ছবি : ইন্সটাগ্রাম)

5 / 5
Follow Us: