Lionel Messi: দেশের জার্সিতে পাঁচ গোল করে পুসকাসকে টপকে গেলেন মেসি

আর্জেন্টিনার (Argentina) জার্সিতে নয়া নজির লিওনেল মেসির (Lionel Messi)। রবিরাতে এস্তোনিয়ার (Estonia) বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে ৫ গোলে জিতেছে আর্জেন্টিনা। আর আর্জেন্টিনার হয়ে ৫টি গোলই করেছেন লিও মেসি। যার ফলে হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসকে টপকে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় চার নম্বরে উঠে এসেছেন মেসি। লিওর নামের পাশে এখন দেশের হয়ে রয়েছে ৮৬টি গোল। কিংবদন্তি পুসকাস দেশের হয়ে করেছিলেন ৮৪টি গোল।

| Edited By: | Updated on: Jun 06, 2022 | 11:23 AM
ম্যাচের ৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে প্রথম গোল লিও মেসির। (ছবি-টুইটার)

ম্যাচের ৮ মিনিটের মাথায় পেনাল্টি থেকে প্রথম গোল লিও মেসির। (ছবি-টুইটার)

1 / 5
৪৫ ও ৪৭ মিনিটে পর পর দুটি গোল করেন মেসি। প্রথমটি বক্সের ডানদিকে। এবং দ্বিতীয়টি বক্সের ঠিক মাঝখানে। (ছবি-টুইটার)

৪৫ ও ৪৭ মিনিটে পর পর দুটি গোল করেন মেসি। প্রথমটি বক্সের ডানদিকে। এবং দ্বিতীয়টি বক্সের ঠিক মাঝখানে। (ছবি-টুইটার)

2 / 5
৭০ মিনিটের মাথায় ডান পা দিয়ে জালে বল জড়িয়ে দেন মেসি। (ছবি-টুইটার)

৭০ মিনিটের মাথায় ডান পা দিয়ে জালে বল জড়িয়ে দেন মেসি। (ছবি-টুইটার)

3 / 5
ম্যাচের ৭৫ মিনিটের মাথায় মেসির পঞ্চম গোল। (ছবি-টুইটার)

ম্যাচের ৭৫ মিনিটের মাথায় মেসির পঞ্চম গোল। (ছবি-টুইটার)

4 / 5
এস্তোনিয়ার (Estonia) বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে ৫ গোলের সুবাদে হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসকে টপকে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় চার নম্বরে উঠে এসেছেন মেসি। (ছবি-টুইটার)

এস্তোনিয়ার (Estonia) বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে ৫ গোলের সুবাদে হাঙ্গেরিয়ান কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসকে টপকে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় চার নম্বরে উঠে এসেছেন মেসি। (ছবি-টুইটার)

5 / 5
Follow Us: