IPL 2021: মরুশহরে আইপিএলে নেই যে বিদেশি ক্রিকেটাররা, দেখুন ছবিতে

চলতি বছরে ভারতীয় ক্রিকেটের কোটিপতি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) দ্বিতীয় পর্বের আসর বসতে চলেছে মরুশহরে। ১৯ সেপ্টেম্বর ফের শুরু হবে কুড়ি-বিশের ক্রিকেটের জনপ্রিয় লিগ। দেশি-বিদেশি ক্রিকেটারে ঠাসা থাকে আইপিএলে। তবে আইপিএলের দ্বিতীয় পর্বে থাকছেন না অনেক বিদেশি ক্রিকেটাররা। কেউ বা চোটের কারণে, কেউ আবার ব্যাক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন আইপিএলের দ্বিতীয় পর্ব থেকে। এক নজরে দেখে নিন মরুশহরে আইপিএলে নেই যে বিদেশি ক্রিকেটাররা...

| Edited By: | Updated on: Aug 24, 2021 | 8:32 AM
কলকাতা নাইট রাইডার্স আইপিএলের দ্বিতীয় পর্বে পাবে না অজি ক্রিকেটার প্যাট কামিন্সকে (Pat Cummins)। তাঁর স্ত্রী সন্তান সম্ভবা। এই সময়ে স্ত্রীর পাশে থাকার জন্যই প্যাটির এমন সিদ্ধান্ত।

কলকাতা নাইট রাইডার্স আইপিএলের দ্বিতীয় পর্বে পাবে না অজি ক্রিকেটার প্যাট কামিন্সকে (Pat Cummins)। তাঁর স্ত্রী সন্তান সম্ভবা। এই সময়ে স্ত্রীর পাশে থাকার জন্যই প্যাটির এমন সিদ্ধান্ত।

1 / 9
জোফ্রা আর্চার (Jofra Archer) চোটের কারণে ২০২১ এর বাকি মরসুমের কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন না। ভারতে হওয়া আইপিএলের প্রথম পর্বেও ছিলেন না তিনি। চোট না সারার ফলে আইপিএলের দ্বিতীয় পর্বেও রাজস্থান রয়্যালস পাবে না তাঁদের মূল অস্ত্রকে।

জোফ্রা আর্চার (Jofra Archer) চোটের কারণে ২০২১ এর বাকি মরসুমের কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন না। ভারতে হওয়া আইপিএলের প্রথম পর্বেও ছিলেন না তিনি। চোট না সারার ফলে আইপিএলের দ্বিতীয় পর্বেও রাজস্থান রয়্যালস পাবে না তাঁদের মূল অস্ত্রকে।

2 / 9
রাজস্থান রয়্যালস আইপিএলের দ্বিতীয় পর্বে পাবে না ইংল্যান্ডের ক্রিকেটার জস বাটলারকে (Jos Buttler)। তাঁর স্ত্রী সন্তান সম্ভবা তাই তিনি আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন।

রাজস্থান রয়্যালস আইপিএলের দ্বিতীয় পর্বে পাবে না ইংল্যান্ডের ক্রিকেটার জস বাটলারকে (Jos Buttler)। তাঁর স্ত্রী সন্তান সম্ভবা তাই তিনি আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন।

3 / 9
রাজস্থান রয়্যালস ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকেও (Ben Stokes) পাবেন না দ্বিতীয় পর্বের আইপিএলে। চোটের কারণে আইপিএলের প্রথম পর্বের শুরুর দিকেই দেশে ফিরে যেতে হয়েছিল তাঁকে। তবে এখন মানসিক স্বাস্থ্যের কারণে তিনি ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছেন।

রাজস্থান রয়্যালস ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকেও (Ben Stokes) পাবেন না দ্বিতীয় পর্বের আইপিএলে। চোটের কারণে আইপিএলের প্রথম পর্বের শুরুর দিকেই দেশে ফিরে যেতে হয়েছিল তাঁকে। তবে এখন মানসিক স্বাস্থ্যের কারণে তিনি ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছেন।

4 / 9
অস্ট্রেলিয়ান বোলার অ্যাডাম জাম্পা (Adam Zampa) ভারতে হওয়া আইপিএলের মাঝপথেই দেশে ফিরে যান। এ বার মরুশহরেও তিনি যোগ দেবেন না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোর শিবিরে।

অস্ট্রেলিয়ান বোলার অ্যাডাম জাম্পা (Adam Zampa) ভারতে হওয়া আইপিএলের মাঝপথেই দেশে ফিরে যান। এ বার মরুশহরেও তিনি যোগ দেবেন না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোর শিবিরে।

5 / 9
মানসিক স্বাস্থ্যের কারণ দেখিয়ে আইপিএলের দ্বিতীয় পর্ব থেকে সরে দাঁড়িয়েছেন আরসিবির অলরাউন্ডার ড্যানিয়েল সামস (Daniel Sams)।

মানসিক স্বাস্থ্যের কারণ দেখিয়ে আইপিএলের দ্বিতীয় পর্ব থেকে সরে দাঁড়িয়েছেন আরসিবির অলরাউন্ডার ড্যানিয়েল সামস (Daniel Sams)।

6 / 9
নিউজিল্যান্ডের জাতীয় দলের হয়ে পাকিস্তান ও বাংলাদেশ সফরে সুযোগ পাওয়ার পর আইপিএল থেকে নাম তুলে নেন আরসিবির ফিন অ্যালন (Finn Allen)।

নিউজিল্যান্ডের জাতীয় দলের হয়ে পাকিস্তান ও বাংলাদেশ সফরে সুযোগ পাওয়ার পর আইপিএল থেকে নাম তুলে নেন আরসিবির ফিন অ্যালন (Finn Allen)।

7 / 9
ব্যাক্তিগত কারণ দেখিয়ে আইপিএলের মাঝপথ থেকে দেশে ফিরে গিয়েছিলেন অজি ক্রিকেটার কেন রিচার্ডসন (Kane Richardson)। আইপিএলের দ্বিতীয় পর্বেও তাঁকে পাবে না বিরাটের আরিসিবি। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

ব্যাক্তিগত কারণ দেখিয়ে আইপিএলের মাঝপথ থেকে দেশে ফিরে গিয়েছিলেন অজি ক্রিকেটার কেন রিচার্ডসন (Kane Richardson)। আইপিএলের দ্বিতীয় পর্বেও তাঁকে পাবে না বিরাটের আরিসিবি। (সৌজন্যে-আইপিএল ওয়েবসাইট)

8 / 9
ঝাই রিচার্ডসনকে (Jhye Richardson) ১৪ কোটি টাকা দিয়ে নিলাম থেকে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস কিনেছিল। আইপিএলের দ্বিতীয় পর্বে তিনিও থাকছেন না দলের সঙ্গে।

ঝাই রিচার্ডসনকে (Jhye Richardson) ১৪ কোটি টাকা দিয়ে নিলাম থেকে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস কিনেছিল। আইপিএলের দ্বিতীয় পর্বে তিনিও থাকছেন না দলের সঙ্গে।

9 / 9
Follow Us: