Champions League: সালাহর জোড়া গোলে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে জয় লিভারপুলের
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (Champions League) গ্রুপ 'বি'-র ম্যাচে আতলাতিকো মাদ্রিদ (Atletico Madrid) ঘরের মাঠে ৩-২ ব্যবধানে হেরেছে লিভারপুলের (Liverpool) কাছে। দুই দলের দুই তারকা করলেন জোড়া গোল। এক জনের কপালে জুটল রেকর্ড। অপর জনের কপালে লাল কার্ড। আতলাতিকো মাদ্রিদের আতোয়াঁ গ্রিজম্যান (Antoine Griezmann) জোড়া গোল করলেও ৫২ মিনিটে লাল কার্ড দেখেন। অন্যদিকে মাদ্রিদের বিরুদ্ধে জোড়া গোল করে রেকর্ড গড়েছেন মিশরের রাজপুত্র মহম্মদ সালাহ। এই ম্যাচে জয়ের পর লিগ টেবলের শীর্ষে লিভারপুল। দু নম্বরে রয়েছে আতলেতিকো মাদ্রিদ।
Most Read Stories