মূলত, এই সকল পাখিরা ডিসেম্বরের শুরুতে ভিনদেশ থেকে এই দেশে আসে এবং ফেব্রুয়ারির মাসের শেষ দিকে আবার ফিরে যায় নিজের দেশে। প্রতিবছরই এমন দৃশ্য দেখা যায় বীরভূমের দুবরাজপুরের বক্রেশ্বর জলাধারে তথা নীল নির্জন জলাধারে। এখানে প্রতি বছর আসে প্রচুর পরিযায়ী পাখির দল। আর এই পরিযায়ী পাখি দেখতে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন পর্যটকরা। পাশাপাশি নীল নির্জন জলাধারে পিকনিক করারও ব্যবস্থা রয়েছে।