Migratory birds: শীত পড়তেই হাজির পরিযায়ী পাখির দল! নীল নির্জনে জারি একাধিক নির্দেশিকা

অবন্তিকা প্রামাণিক

অবন্তিকা প্রামাণিক |

Updated on: Dec 21, 2021 | 4:12 PM

Birbhum: প্রতি বছরই দল বেঁধে তাঁরা আসে।

Dec 21, 2021 | 4:12 PM
ঠাণ্ডা পড়তেই বীরভূমে হাজির শীতের অতিথি তথা পরিযায়ী পাখির দল। সুদূর সাইবেরিয়া,মঙ্গোলিয়া সহ বিভিন্ন দেশ থেকে আসে বিভিন্ন ধরনের ছোট,বড় পরিযায়ী পাখির দল।

ঠাণ্ডা পড়তেই বীরভূমে হাজির শীতের অতিথি তথা পরিযায়ী পাখির দল। সুদূর সাইবেরিয়া,মঙ্গোলিয়া সহ বিভিন্ন দেশ থেকে আসে বিভিন্ন ধরনের ছোট,বড় পরিযায়ী পাখির দল।

1 / 5
মূলত, এই সকল পাখিরা ডিসেম্বরের শুরুতে ভিনদেশ থেকে এই দেশে আসে এবং ফেব্রুয়ারির মাসের শেষ দিকে আবার ফিরে যায় নিজের দেশে। প্রতিবছরই এমন দৃশ্য দেখা যায় বীরভূমের দুবরাজপুরের বক্রেশ্বর জলাধারে তথা নীল নির্জন জলাধারে। এখানে প্রতি বছর আসে প্রচুর পরিযায়ী পাখির দল। আর এই পরিযায়ী পাখি দেখতে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন পর্যটকরা। পাশাপাশি নীল নির্জন জলাধারে পিকনিক করারও ব্যবস্থা রয়েছে।

মূলত, এই সকল পাখিরা ডিসেম্বরের শুরুতে ভিনদেশ থেকে এই দেশে আসে এবং ফেব্রুয়ারির মাসের শেষ দিকে আবার ফিরে যায় নিজের দেশে। প্রতিবছরই এমন দৃশ্য দেখা যায় বীরভূমের দুবরাজপুরের বক্রেশ্বর জলাধারে তথা নীল নির্জন জলাধারে। এখানে প্রতি বছর আসে প্রচুর পরিযায়ী পাখির দল। আর এই পরিযায়ী পাখি দেখতে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসেন পর্যটকরা। পাশাপাশি নীল নির্জন জলাধারে পিকনিক করারও ব্যবস্থা রয়েছে।

2 / 5
তবে চলতি বছর পরিযায়ী পাখিদের বাঁচাতে আরও  কড়া পদক্ষেপ করেছেন বনদফতর। পরিযায়ী পাখিদের বাঁচাতে জলাধার এলাকায় বাড়ানো হয়েছে প্রহরা এবং হ্যান্ড মাইকের মাধ্যমে সচেতন করা হচ্ছে পর্যটকদের। এছাড়াও নীল নির্জন জলাধার এলাকায় পিকনিক করতে আসা পর্যটকদেরও মাইক, বক্স বাজাতে নিষেধ করা হয়েছে।

তবে চলতি বছর পরিযায়ী পাখিদের বাঁচাতে আরও কড়া পদক্ষেপ করেছেন বনদফতর। পরিযায়ী পাখিদের বাঁচাতে জলাধার এলাকায় বাড়ানো হয়েছে প্রহরা এবং হ্যান্ড মাইকের মাধ্যমে সচেতন করা হচ্ছে পর্যটকদের। এছাড়াও নীল নির্জন জলাধার এলাকায় পিকনিক করতে আসা পর্যটকদেরও মাইক, বক্স বাজাতে নিষেধ করা হয়েছে।

3 / 5
পাশাপাশি জলাধারে নৌকা চলাচলেও নিষেধ করা হয়েছে। মূলত পরিযায়ী পাখিদের যাতে কেউ বিরক্ত না করেন সেই কারণেই এই পদক্ষেপ নিয়েছে বনদফতর।

পাশাপাশি জলাধারে নৌকা চলাচলেও নিষেধ করা হয়েছে। মূলত পরিযায়ী পাখিদের যাতে কেউ বিরক্ত না করেন সেই কারণেই এই পদক্ষেপ নিয়েছে বনদফতর।

4 / 5
পরিযায়ী পাখির দল বক্রেশ্বর নীল নির্জন জলাধার এলাকার আশেপাশের জঙ্গলে বসবাস করে। সকাল হলে দল বেঁধে নীল নির্জনে আসে তারা। জলাধারে এবং সন্ধ্যা গড়ালেই আবার ফিরে যায় অস্থায়ী ঠিকানায়।

পরিযায়ী পাখির দল বক্রেশ্বর নীল নির্জন জলাধার এলাকার আশেপাশের জঙ্গলে বসবাস করে। সকাল হলে দল বেঁধে নীল নির্জনে আসে তারা। জলাধারে এবং সন্ধ্যা গড়ালেই আবার ফিরে যায় অস্থায়ী ঠিকানায়।

5 / 5

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla