Hobbies of Cricketers: ধোনির ভিডিয়ো গেম প্রেম, ঘোড়সওয়ার জাডেজা… ক্রিকেটারদের বাহারি শখ

ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভিডিয়ো গেম খেলতে ভীষণ ভালোবাসেন। ধোনির মতো অন্যান্য ক্রিকেটারদের বিদঘুটে শখের ব্যপারে জানেন?

| Edited By: | Updated on: Oct 06, 2022 | 6:00 AM
ধোনির ভিডিয়ো গেম প্রীতি - ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২২ গজে ব্যাট হাতে কেমন ঝড় তোলেন তা সকলেরই জানা। অনেকেই হয়তো জানেন না, ধোনি আরও একটি খেলাতে আগ্রহী। শুধু আগ্রহী বললে ভুল বলা হবে, বলা ভালো ধোনি সেই খেলায় পারদর্শীও বটেন। কী সেই খেলা? ভিডিয়ো গেম। ধোনি ভিডিয়ো গেম খেলতে ভীষণ ভালোবাসেন।

ধোনির ভিডিয়ো গেম প্রীতি - ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২২ গজে ব্যাট হাতে কেমন ঝড় তোলেন তা সকলেরই জানা। অনেকেই হয়তো জানেন না, ধোনি আরও একটি খেলাতে আগ্রহী। শুধু আগ্রহী বললে ভুল বলা হবে, বলা ভালো ধোনি সেই খেলায় পারদর্শীও বটেন। কী সেই খেলা? ভিডিয়ো গেম। ধোনি ভিডিয়ো গেম খেলতে ভীষণ ভালোবাসেন।

1 / 5
জাড্ডুর ঘোড়ার প্রতি ভালোবাসা - ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার ঘোড়ার প্রতি ভালোবাসার ব্যপারে সকলেই জানেন। সুযোগ পেলেই জাড্ডু ঘোড়সওয়ারি করতে বেরিয়ে পড়েন।

জাড্ডুর ঘোড়ার প্রতি ভালোবাসা - ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার ঘোড়ার প্রতি ভালোবাসার ব্যপারে সকলেই জানেন। সুযোগ পেলেই জাড্ডু ঘোড়সওয়ারি করতে বেরিয়ে পড়েন।

2 / 5
ভ্রমণ পাগল দীপক - ভারতীয় তারকা অলরাউন্ডার দীপক হুডার অদ্ভুত শখের কথা জানলে অবাক হবেন। ক্রিকেট তাঁর প্রথম ভালোবাসা, আর ভ্রমণ দ্বিতীয়। সুযোগ পেলেই ছুটে যান পাহাড়ে। কখনও ট্র্যাকিং করেন, তো কখনও বরফের মাঝে ঘেরা পাহাড়ে সময় কাটান।

ভ্রমণ পাগল দীপক - ভারতীয় তারকা অলরাউন্ডার দীপক হুডার অদ্ভুত শখের কথা জানলে অবাক হবেন। ক্রিকেট তাঁর প্রথম ভালোবাসা, আর ভ্রমণ দ্বিতীয়। সুযোগ পেলেই ছুটে যান পাহাড়ে। কখনও ট্র্যাকিং করেন, তো কখনও বরফের মাঝে ঘেরা পাহাড়ে সময় কাটান।

3 / 5
ডি'ককের মাছ ধরা - দক্ষিণ আফ্রিকার তারকা উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি'কক ব্যাট হাতে এবং উইকেটের পিছনে ঠিক যতটা পারদর্শী, তেমনই তিনি আরও একটি কাজে বিশেষ পারদর্শী। তা হল, মাছ ধরা।

ডি'ককের মাছ ধরা - দক্ষিণ আফ্রিকার তারকা উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি'কক ব্যাট হাতে এবং উইকেটের পিছনে ঠিক যতটা পারদর্শী, তেমনই তিনি আরও একটি কাজে বিশেষ পারদর্শী। তা হল, মাছ ধরা।

4 / 5
নৃত্য প্রেমী ওয়ার্নার - অজি তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার ভারতীয় সংস্কৃতি ভীষণ ভালোবাসেন। একাধিক বলিউড, তামিল গানের তালে পা মেলান তিনি। ওয়ার্নার নাচ করতে ভালোবাসেন। বিভিন্ন সময় তিনি তামিল সুপারস্টার আল্লু অর্জনের বিভিন্ন সিনেমার দৃশ্য নকল করেও ইন্সটাগ্রামে পোস্ট করে থাকেন। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়েও নাচ করেন ওয়ার্নার।

নৃত্য প্রেমী ওয়ার্নার - অজি তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার ভারতীয় সংস্কৃতি ভীষণ ভালোবাসেন। একাধিক বলিউড, তামিল গানের তালে পা মেলান তিনি। ওয়ার্নার নাচ করতে ভালোবাসেন। বিভিন্ন সময় তিনি তামিল সুপারস্টার আল্লু অর্জনের বিভিন্ন সিনেমার দৃশ্য নকল করেও ইন্সটাগ্রামে পোস্ট করে থাকেন। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়েও নাচ করেন ওয়ার্নার।

5 / 5
Follow Us: