Budget 2022: বাজেট সম্পর্কে এই বিষয়গুলি না জানলেই নয়…

Budget 2022: এবারের বাজেট অধিবেশনে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি কোনও জিরো আওয়ার থাকবে না। ৩১ জানুয়ারি রাজ্যসভার নেতারা ভার্চুয়ালি কথা বলবেন।

| Edited By: | Updated on: Jan 30, 2022 | 5:21 PM
কলকাতা: আগামীকাল থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। সম্ভবত ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ২০২২ সালে চতুর্থবারের জন্য বাজেট পেশ করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। প্রত্যেকবার বাজেট পেশের আগে কেন্দ্রীয় সরকার 'হালুয়া অনুষ্ঠান' আয়োজন করলেও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে দীর্ঘদিন ধরে চলে আসা এই রীতি এবার বাদ যাচ্ছে।

কলকাতা: আগামীকাল থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। সম্ভবত ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ২০২২ সালে চতুর্থবারের জন্য বাজেট পেশ করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। প্রত্যেকবার বাজেট পেশের আগে কেন্দ্রীয় সরকার 'হালুয়া অনুষ্ঠান' আয়োজন করলেও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে দীর্ঘদিন ধরে চলে আসা এই রীতি এবার বাদ যাচ্ছে।

1 / 5
২০২১-২২ অর্থবর্ষে প্রথমবারের জন্য 'পেপারলেস' বাজেট পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একইভাবে এইবারও পেপারলেস বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এছাড়াও কেন্দ্রীয় সরকারের তরফে 'ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপ' চালু করা হয়েছে। শুধুমাত্র সাংসদরা এই অ্যাপ ব্যবহার করে বাজেট সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি জানতে পারবেন। ১ ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শেষ হয়ে যাওয়ার পর থেকেই এই অ্যাপে বিস্তারিত তথ্য মিলবে। কেন্দ্রীয় বাজেট সম্পর্কিত ১৪ টি নথিপত্র এই মোবাইল অ্যাপ থেকে পাওয়া যাবে। হিন্দি ও ইংরেজি দুই ভাষাতেই ব্যবহার করা যাবে এই মোবাইল অ্যাপ্লিকেশনটি। সাধারণ জনগণ www.indiabudget.com ওয়েবসাইট থেকে বাজেটের নথিপত্র দেখতে পাবেন।

২০২১-২২ অর্থবর্ষে প্রথমবারের জন্য 'পেপারলেস' বাজেট পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একইভাবে এইবারও পেপারলেস বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এছাড়াও কেন্দ্রীয় সরকারের তরফে 'ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপ' চালু করা হয়েছে। শুধুমাত্র সাংসদরা এই অ্যাপ ব্যবহার করে বাজেট সম্পর্কিত যাবতীয় খুঁটিনাটি জানতে পারবেন। ১ ফেব্রুয়ারি বাজেট অধিবেশন শেষ হয়ে যাওয়ার পর থেকেই এই অ্যাপে বিস্তারিত তথ্য মিলবে। কেন্দ্রীয় বাজেট সম্পর্কিত ১৪ টি নথিপত্র এই মোবাইল অ্যাপ থেকে পাওয়া যাবে। হিন্দি ও ইংরেজি দুই ভাষাতেই ব্যবহার করা যাবে এই মোবাইল অ্যাপ্লিকেশনটি। সাধারণ জনগণ www.indiabudget.com ওয়েবসাইট থেকে বাজেটের নথিপত্র দেখতে পাবেন।

2 / 5
এবারের বাজেট অধিবেশনে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি কোনও জিরো আওয়ার থাকবে না। ৩১ জানুয়ারি রাজ্যসভার নেতারা ভার্চুয়ালি কথা বলবেন। বাজেট অধিবেশনকে কেন্দ্র করে সংসদে কঠোরভাবে করোনা বিধি মেনে চলার সিদ্ধান্ত হয়েছে।

এবারের বাজেট অধিবেশনে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি কোনও জিরো আওয়ার থাকবে না। ৩১ জানুয়ারি রাজ্যসভার নেতারা ভার্চুয়ালি কথা বলবেন। বাজেট অধিবেশনকে কেন্দ্র করে সংসদে কঠোরভাবে করোনা বিধি মেনে চলার সিদ্ধান্ত হয়েছে।

3 / 5
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মাধ্যমে এবারের বাজেট অধিবেশন শুরু হবে। ৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে ১১ ফেব্রুয়ারি অবধি চলবে অধিবেশনের প্রথম ধাপ। পরবর্তী ধাপে মার্চ মাসের ১৪ তারিখ থেকে শুরু হয়ে এপ্রিলের ৮ তারিখ অবধি চলবে অধিবেশন। বাজেট পেশের জন্য ৯০ থেকে ১২০ মিনিট ধার্য করা হয়েছে। ২০২০ সালে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতা ছিল দীর্ঘতম। ১৬০ মিনিট ধরে বাজেট পেশ করেছিলেন তিনি।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মাধ্যমে এবারের বাজেট অধিবেশন শুরু হবে। ৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে ১১ ফেব্রুয়ারি অবধি চলবে অধিবেশনের প্রথম ধাপ। পরবর্তী ধাপে মার্চ মাসের ১৪ তারিখ থেকে শুরু হয়ে এপ্রিলের ৮ তারিখ অবধি চলবে অধিবেশন। বাজেট পেশের জন্য ৯০ থেকে ১২০ মিনিট ধার্য করা হয়েছে। ২০২০ সালে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতা ছিল দীর্ঘতম। ১৬০ মিনিট ধরে বাজেট পেশ করেছিলেন তিনি।

4 / 5
সাধারণ মানুষ সংসদ টিভিতে সরাসরি বাজেট বক্তৃতা দেখতে পাবেন। এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইউটিউব, টুইটারেও বাজেট দেখা যাবে। করোনা মহামারির কারণে সাধারণ মানুষের আর্থিক অবস্থা শোচনীয়। তাই এবারের বাজেট থেকে প্রত্যাশা অনেক বেশি। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে সরকার কতটা সফল হয়েছে মঙ্গলবার সম্ভবত এই প্রশ্নের উত্তর মিলবে।

সাধারণ মানুষ সংসদ টিভিতে সরাসরি বাজেট বক্তৃতা দেখতে পাবেন। এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইউটিউব, টুইটারেও বাজেট দেখা যাবে। করোনা মহামারির কারণে সাধারণ মানুষের আর্থিক অবস্থা শোচনীয়। তাই এবারের বাজেট থেকে প্রত্যাশা অনেক বেশি। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে সরকার কতটা সফল হয়েছে মঙ্গলবার সম্ভবত এই প্রশ্নের উত্তর মিলবে।

5 / 5
Follow Us: