Skincare Tips: নেট ঘেঁটে ত্বকের পরিচর্চায় বিশ্বাসী! প্রাকৃতিক হলেও জীবনে কখনও এই ৫ ঘরোয়া উপাদান ট্রাই করবেন না
TV9 Bangla Digital | Edited By: dipta das
Updated on: Mar 10, 2023 | 8:14 PM
Skincare Ingredients: ঘরোয়া ও প্রাকৃতিক উপায়ে ত্বকের পরিচর্চা করলে ত্বক থাকে উজ্জ্বল ও স্বাভাবিক। অনেকেই রান্নাঘরের বিভিন্ন সরঞ্জাম দিয়ে ত্বকের যত্ন নেওয়ায় বিশ্বাসী। তবে সব প্রাকৃতিক উপাদানই যে আপনার ত্বকের জন্য উপযুক্ত তা কিন্তু নয়।
Mar 10, 2023 | 8:14 PM
অনেকেই রান্নাঘরের বিভিন্ন সরঞ্জাম দিয়ে ত্বকের যত্ন নেওয়ায় বিশ্বাসী। তবে সব প্রাকৃতিক উপাদানই যে আপনার ত্বকের জন্য উপযুক্ত তা কিন্তু নয়। শুধু প্রাকৃতিক হওয়া মানেই সেগুলি নিরাপদ নয়। শুধুমাত্র প্রাকৃতিক কারণের জন্য ত্বক ভালো থাকবে তাও নয়।
1 / 9
অনেক চর্মরোগ বিশেষজ্ঞ জানিয়েছেন, ত্বকের যত্নের জন্য বিভিন্ন প্যাক তৈরির সময় না জেনেই নানা উপাদান যোগ করেন। ভুলভাবে ব্যবহার করা হলে তাতে ত্বকের ক্ষতি আরও মারাত্মক আকার ধারণ করে। বর্তমানে নিজের ত্বকের দেখভালের জন্য নেট ঘেঁটেও পরামর্শ নিয়ে থাকেন। সেগুলি ত্বকের উপর মারাত্মক ক্ষতি ছাড়া আর কিছুই হয় না। যেমন ব্রণের জন্য টুথপেস্ট, স্ক্রাবের জন্য চিনি ব্যবহার করা হয়।
2 / 9
স্কিনকেয়ারের জন্য যে যে ঘরোয়া উপাদান ব্যবহার করা হয়, তার মধ্যে কোনটি আপনার ত্বকের জন্য উপযুক্ত তা আগে জানা প্রয়োজন। সকলের জন্য প্রাকৃতিক উপাদানগুলি এক নাও হতে পারে। অনেকেই প্রাকৃতিক উপাদান বলে ত্বকে ব্যবহার করা হলেও তা কার্যকরী হয় না।
3 / 9
ঘরে থাকা উপাদানগুলি ব্যবহার করা আগে ত্বকের ধরন জানাও গুরুত্বপূর্ণ। কোন কোন ঘরোয়া উপাদান সব ত্বকের জন্য উপযুক্ত নয়, তা জেনে নেওয়া প্রয়োজন।
4 / 9
লেবু: এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডেন্ট, যার ফলে ত্বক আরও বেশি উজ্জ্বল হয়। ত্বকে অতিরিক্ত মাত্রায় লেবুর রস ব্যবহার করা হলে ত্বকে জ্বালাভাব, লালভাব, ফোসতা ও শুষ্ক হয়ে যায়। ত্বকে লেবু লাগানোর পর রোদে বের হলে তীব্রতা আরও বেড়ে যায়।
5 / 9
নারকেল তেল: ত্বকের পরিচর্চায় নারকেলের তেলের গুরুত্ব রয়েছে। তবে স্কিনকেয়ার রুটিতে তেল ব্যবহার করা উচিত নয়। শুষ্ক ও ডিহাইড্রেটেড ত্বকে আর্দ্রতা বজায় রাখতে অল্প পরিমাণে তেল ব্যবহার করতে পারেন। কিন্তু ত্বক যদি তৈলাক্ত বা ব্রণের সমস্যা থাকে তাহলে তেল ব্যবহার করবেন না। তাতে ব্রণের সমস্যা দ্বিগুণ হতে পারে।
6 / 9
ভিনিগার: এই উপাদানে রয়েছে, ব্যাকটেরিয়াবিরোধী ও প্রদাহবিরোধী বৈশিষ্ট্য, তবে আপেল সিডার ভিনিগার ত্বকের পিএইচ মাত্রায় বদল ঘটাতে পারে। ত্বককে অতিরিক্ত এক্সফোলিয়েট করে। এছাড়া অতিরিক্ত ব্যবহার করলে জ্বালাভাব ও শুষ্কভাব দেখা যায়। ত্বকের সমস্যা থাকলে সম্পূর্ণভাবে ভিনিগার এড়ানোই ভাল।
7 / 9
টুথপেস্ট: ব্রণের সমস্যা দূর করার জন্য অনেকেই টুথপেস্ট ব্যবহার করে থাকেন। বছরের পর বছর ধরে টুথপেস্টকে স্পট ট্রিটমেন্ট হিসেবে প্রয়োগ করা হয়েছে। এর জেরে ত্বকের উপর জ্বালাভাব সৃষ্টি করতে পারে। এছাড়া ব্রণর সমস্যা বাড়িয়ে তুলতে পারেব। পর পর ব্যবহারের ফলে ত্বকের উপর কালো ছোপ তৈরি হয়।
8 / 9
বেকিং সোডা: এতে রয়েছে ক্ষারীয় পদার্থ, যার ফলে ত্বকে ব্যবহার করা হলে প্রাকৃতিক তেল ও আর্দ্রতা নষ্ট হয়ে যায়। ত্বকের উপর ফোস্কা, শুষ্ক, লালভাব ও প্রদাহ সৃষ্টি করে।