ছোট্ট শুভশ্রী টিউশন গেল গামলায় চেপে, ‘লন্ডন হতে গিয়ে ভেনিস হল কলকাতা’

উত্তর হোক বা দক্ষিণ, পূর্ব হোক বা পশ্চিম; শেষ ৪৮ ঘণ্টায় চারিদিকে শুধুই জল আর জল।

| Edited By: | Updated on: Jul 31, 2021 | 12:37 AM
নাগাড়ে দু'দিন জল যন্ত্রণার সাক্ষী থাকল শহরবাসী। উত্তর হোক বা দক্ষিণ, পূর্ব হোক বা পশ্চিম; শেষ ৪৮ ঘণ্টায় চারিদিকে শুধুই জল আর জল। ব্যতিক্রম নেই কোনও জায়গা। বেহালা সংলগ্ন ঠাকুরপুকুরে সত্যজিৎ পার্ক এলাকার প্রথম শ্রেণির ছাত্রী শুভশ্রী মজুমদার টিউশন পড়তে গেল গামলায় চেপে। (নিজস্ব চিত্র)

নাগাড়ে দু'দিন জল যন্ত্রণার সাক্ষী থাকল শহরবাসী। উত্তর হোক বা দক্ষিণ, পূর্ব হোক বা পশ্চিম; শেষ ৪৮ ঘণ্টায় চারিদিকে শুধুই জল আর জল। ব্যতিক্রম নেই কোনও জায়গা। বেহালা সংলগ্ন ঠাকুরপুকুরে সত্যজিৎ পার্ক এলাকার প্রথম শ্রেণির ছাত্রী শুভশ্রী মজুমদার টিউশন পড়তে গেল গামলায় চেপে। (নিজস্ব চিত্র)

1 / 8
অন্যদিকে শুক্রবার সাত সকালে বাড়ির বড়রা আবার মাছ-সবজি কিনতে গেলেন কিনতে গেলেন ডিঙিতে বসে। পেশায় কাঠের মিস্ত্রি রমেশ হালদার অবশ্য এই জল যন্ত্রণায় অভ্যস্ত। তাই নিজেই কাঠ দিয়ে ডিঙি বানিয়ে নিয়েছেন। (নিজস্ব চিত্র)

অন্যদিকে শুক্রবার সাত সকালে বাড়ির বড়রা আবার মাছ-সবজি কিনতে গেলেন কিনতে গেলেন ডিঙিতে বসে। পেশায় কাঠের মিস্ত্রি রমেশ হালদার অবশ্য এই জল যন্ত্রণায় অভ্যস্ত। তাই নিজেই কাঠ দিয়ে ডিঙি বানিয়ে নিয়েছেন। (নিজস্ব চিত্র)

2 / 8
সারাদিনের সবচেয়ে করুণ দৃশ্য দেখা গেল উত্তর কলকাতার পাতিপুকুর আন্ডারপাসের নীচে। ৪৭বি রুটের একটি বাস সকাল থেকে আটকেই রইল সেখানে। তা দেখার জন্য আবার ভিড়ও জমান স্থানীয়রা। (ছবি-PTI)

সারাদিনের সবচেয়ে করুণ দৃশ্য দেখা গেল উত্তর কলকাতার পাতিপুকুর আন্ডারপাসের নীচে। ৪৭বি রুটের একটি বাস সকাল থেকে আটকেই রইল সেখানে। তা দেখার জন্য আবার ভিড়ও জমান স্থানীয়রা। (ছবি-PTI)

3 / 8
নিম্নচাপের জেরে লাগাতার দু'দিন বর্ষণের ফলে বিপর্যস্ত রেল পরিষেবাও। বহু দূরপাল্লার ট্রেন হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম পর্যন্ত পৌঁছতেই পারেনি জমা জলের কারণে। যাত্রী ভোগান্তি ওঠে সপ্তমে। (ছবি-PTI)

নিম্নচাপের জেরে লাগাতার দু'দিন বর্ষণের ফলে বিপর্যস্ত রেল পরিষেবাও। বহু দূরপাল্লার ট্রেন হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম পর্যন্ত পৌঁছতেই পারেনি জমা জলের কারণে। যাত্রী ভোগান্তি ওঠে সপ্তমে। (ছবি-PTI)

4 / 8
জমে থাকা জলের কারণে গাড়ির গতি কমে যায়। ফলে শহরের বেশিরভাগ পথেই দীর্ঘ ট্র্যাফিক জ্যাম লক্ষ্য করা যায়। ইএম বাইপাস হোক, ভিআইপি রোড বা সেন্ট্রাল অ্যাভিনিউ, সর্বত্র ট্র্যাফিক জ্যামে আটকে ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে যায় নিত্যযাত্রীদের। (ছবি-PTI)

জমে থাকা জলের কারণে গাড়ির গতি কমে যায়। ফলে শহরের বেশিরভাগ পথেই দীর্ঘ ট্র্যাফিক জ্যাম লক্ষ্য করা যায়। ইএম বাইপাস হোক, ভিআইপি রোড বা সেন্ট্রাল অ্যাভিনিউ, সর্বত্র ট্র্যাফিক জ্যামে আটকে ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে যায় নিত্যযাত্রীদের। (ছবি-PTI)

5 / 8
কোমর জলে ডুবে থাকা শহরে যাতায়াত করতে কোথাও নামানো হয় বোট, কোথায় বা ভ্যানের উপর বসেই গন্তব্যে পৌঁছন শহরবাসী। (ছবি-PTI)

কোমর জলে ডুবে থাকা শহরে যাতায়াত করতে কোথাও নামানো হয় বোট, কোথায় বা ভ্যানের উপর বসেই গন্তব্যে পৌঁছন শহরবাসী। (ছবি-PTI)

6 / 8
 কলকাতার জমা জল নিয়ে সোশ্যাল মিডিয়াতেও কম হইচই হয়নি। বিরোধীরাও খোঁচা মারতে ছাড়ছেন না। (ছবি-PTI)

কলকাতার জমা জল নিয়ে সোশ্যাল মিডিয়াতেও কম হইচই হয়নি। বিরোধীরাও খোঁচা মারতে ছাড়ছেন না। (ছবি-PTI)

7 / 8
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তো বলেই দিয়েছেন, "দিদিমণি দিল্লি গেলেন কলকাতা ভেনিস হয়ে গেল। হওয়ার ছিল লন্ডন তা হয়নি।" (ছবি-PTI)

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তো বলেই দিয়েছেন, "দিদিমণি দিল্লি গেলেন কলকাতা ভেনিস হয়ে গেল। হওয়ার ছিল লন্ডন তা হয়নি।" (ছবি-PTI)

8 / 8
Follow Us: