PM Narendra Modi: চারিদিকে তখন ‘মোদী মোদী’ রব, নিষ্ঠাচার মেনে সোমনাথ মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Updated on: Nov 20, 2022 | 12:25 PM

Gujarat Assembly Election 2022: ভেরাভলের পর প্রধানমন্ত্রী গুজরাটের রাজকোটের ধোরাজিতে যাবেন। সেখানে একটি র‌্যালিতে যোগ দেওয়ার পর তিনি আমরেলি ও বোতাদ শহরেও বক্তব্য রাখবেন তিনি।

Nov 20, 2022 | 12:25 PM
আহমেদাবাদ: আগামী মাসের শুরুতেই গুজরাট বিধানসভা নির্বাচন। তার আগেই নিজের রাজ্যে ভোট প্রচারে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুইদিনের জন্য নির্বাচনী প্রচারে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, আজ তাঁর সফরের দ্বিতীয় দিন। ছবি:ANI

আহমেদাবাদ: আগামী মাসের শুরুতেই গুজরাট বিধানসভা নির্বাচন। তার আগেই নিজের রাজ্যে ভোট প্রচারে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুইদিনের জন্য নির্বাচনী প্রচারে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী, আজ তাঁর সফরের দ্বিতীয় দিন। ছবি:ANI

1 / 7
রবিবার সকালে তিনি গুজরাটের সোমনাথ মন্দিরে পুজো দিতে যান। সেখানে যাবতীয় নিষ্ঠাচার মেনে তিনি পুজো দেন এবং গোটা মন্দির ঘুরে দেখেন। ছবি:ANI

রবিবার সকালে তিনি গুজরাটের সোমনাথ মন্দিরে পুজো দিতে যান। সেখানে যাবতীয় নিষ্ঠাচার মেনে তিনি পুজো দেন এবং গোটা মন্দির ঘুরে দেখেন। ছবি:ANI

2 / 7
ছবিতে দেখা যায়,সাদা পাঞ্জাবি-পাজামা ও হালকা সোনালি রঙের জহর কোট পরে মন্দিরে প্রবেশ করছেন প্রধানমন্ত্রী মোদী। প্রথমেই তিনি উপস্থিত জনতার দিকে হাত নাড়ান। এরপরে মন্দিরের ভিতরে প্রবেশ করেন। ছবি:ANI

ছবিতে দেখা যায়,সাদা পাঞ্জাবি-পাজামা ও হালকা সোনালি রঙের জহর কোট পরে মন্দিরে প্রবেশ করছেন প্রধানমন্ত্রী মোদী। প্রথমেই তিনি উপস্থিত জনতার দিকে হাত নাড়ান। এরপরে মন্দিরের ভিতরে প্রবেশ করেন। ছবি:ANI

3 / 7
মন্দিরের ভিতরে দুই পুজারির উপস্থিতিতে তিনি পুজো দেন। শিবলিঙ্গে ফুল-মালা, দুধ ও জল ঢেলে যাবতীয় উপাচার পালন করেন।  ছবি:ANI

মন্দিরের ভিতরে দুই পুজারির উপস্থিতিতে তিনি পুজো দেন। শিবলিঙ্গে ফুল-মালা, দুধ ও জল ঢেলে যাবতীয় উপাচার পালন করেন। ছবি:ANI

4 / 7
এদিন সোমনাথ মন্দিরে পুজো দেওয়ার পর গুজরাটের সৌরাষ্ট্রে চারটি জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই তিনি গীর সোমনাথের ভেরাভল শহরে পৌঁছেছেন। সেখানে প্রধানমন্ত্রী মঞ্চে উঠতেই চারিদিক থেকে মোদী মোদী স্লোগান ওঠে। ছবি:ANI

এদিন সোমনাথ মন্দিরে পুজো দেওয়ার পর গুজরাটের সৌরাষ্ট্রে চারটি জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই তিনি গীর সোমনাথের ভেরাভল শহরে পৌঁছেছেন। সেখানে প্রধানমন্ত্রী মঞ্চে উঠতেই চারিদিক থেকে মোদী মোদী স্লোগান ওঠে। ছবি:ANI

5 / 7
ভেরাভলের পর প্রধানমন্ত্রী গুজরাটের রাজকোটের ধোরাজিতে যাবেন। সেখানে একটি র‌্যালিতে যোগ দেওয়ার পর তিনি আমরেলি ও বোতাদ শহরেও বক্তব্য রাখবেন তিনি। ছবি:ANI

ভেরাভলের পর প্রধানমন্ত্রী গুজরাটের রাজকোটের ধোরাজিতে যাবেন। সেখানে একটি র‌্যালিতে যোগ দেওয়ার পর তিনি আমরেলি ও বোতাদ শহরেও বক্তব্য রাখবেন তিনি। ছবি:ANI

6 / 7
১ ও ৫ ডিসেম্বর- দুই দফায় হবে ভোটগ্রহণ। আগামী ৮ ডিসেম্বর গুজরাট ও হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই নির্বাচনের ফলাফল অত্য়ন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ছবি:ANI

১ ও ৫ ডিসেম্বর- দুই দফায় হবে ভোটগ্রহণ। আগামী ৮ ডিসেম্বর গুজরাট ও হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হবে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই নির্বাচনের ফলাফল অত্য়ন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ছবি:ANI

7 / 7

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla