AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অঞ্জলির জন্মদিনে গুজরাটি থালির আনন্দ নিলেন সপরিবারে সচিন তেন্ডুলকর

ভারতের কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) তাঁর স্ত্রী অঞ্জলির (Anjali Tendulkar) ৫৪তম জন্মদিনে বিশেষ পরিকল্পনা করেছিলেন। গুজরাটি পরিবারে জন্ম নেওয়া অঞ্জলিকে তিনি মুম্বইয়ে গুজরাটি থালির জন্য সব চেয়ে বিখ্যাত রেস্টুরেন্ট শ্রী ঠাকের ভোজনালয়ে খাওয়াতে নিয়ে গিয়েছিলেন। তবে শুধু সচিন-অঞ্জলিই এই সুস্বাদু গুজরাটি থালির আনন্দ নেননি। সচিন কন্যা সারা (Sara Tendulkar) এবং পরিবারের সকলেই উপস্থিত ছিলেন। তবে ছিলেন না শুধু অর্জুন।

| Edited By: | Updated on: Nov 11, 2021 | 10:41 PM
Share
অঞ্জলির (Anjali Tendulkar) জন্মদিন উপলক্ষ্যে গুজরাটি থালির আনন্দ উপভোগ করার ছবি নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেছেন সচিন (Sachin Tendulkar)।

অঞ্জলির (Anjali Tendulkar) জন্মদিন উপলক্ষ্যে গুজরাটি থালির আনন্দ উপভোগ করার ছবি নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেছেন সচিন (Sachin Tendulkar)।

1 / 5
সেই ছবির ক্যাপশনে সচিন লেখেন, 'সরস'। এটি একটি গুজরাটি কথা। যার অর্থ দারুণ। (ছবি-সচিন তেন্ডুলকর ইন্সটাগ্রাম)

সেই ছবির ক্যাপশনে সচিন লেখেন, 'সরস'। এটি একটি গুজরাটি কথা। যার অর্থ দারুণ। (ছবি-সচিন তেন্ডুলকর ইন্সটাগ্রাম)

2 / 5
১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এই শ্রী ঠাকের ভোজনালয় (Shree Thaker Bhojanalay) বিখ্যাত গুজরাটি থালির জন্য। (ছবি-শ্রী ঠাকের ভোজনালয় টুইটার)

১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এই শ্রী ঠাকের ভোজনালয় (Shree Thaker Bhojanalay) বিখ্যাত গুজরাটি থালির জন্য। (ছবি-শ্রী ঠাকের ভোজনালয় টুইটার)

3 / 5
৫০০ টাকার গুজরাটি থালিতে ১৫টি খাবার দেয় শ্রী ঠাকের ভোজনালয়। যেখানে থাকে ডাল, সবজি, ধোকলা, শ্রীখণ্ড, জিলিপির মতো নানা খাবারের আইটেম। (ছবি-শ্রী ঠাকের ভোজনালয় টুইটার)

৫০০ টাকার গুজরাটি থালিতে ১৫টি খাবার দেয় শ্রী ঠাকের ভোজনালয়। যেখানে থাকে ডাল, সবজি, ধোকলা, শ্রীখণ্ড, জিলিপির মতো নানা খাবারের আইটেম। (ছবি-শ্রী ঠাকের ভোজনালয় টুইটার)

4 / 5
শ্রী ঠাকের ভোজনালয়ের খাবারের প্রশংসা করেন মাস্টার ব্লাস্টার। (ছবি-শ্রী ঠাকের ভোজনালয় টুইটার)

শ্রী ঠাকের ভোজনালয়ের খাবারের প্রশংসা করেন মাস্টার ব্লাস্টার। (ছবি-শ্রী ঠাকের ভোজনালয় টুইটার)

5 / 5