Serena Williams: টিনএজার এমার কাছে হার টেনিস রানি সেরেনার

সিনসিনাটি মাস্টার্সের শুরুতেই বিদায় টেনিসের রানি সেরেনা উইলিয়ামসের। টিনএজার এমা রাডুকানুর কাছে প্রথম ম্যাচেই স্ট্রেট সেটে হেরে গেলেন চল্লিশের সেরেনা। ম্যাচের ফল ৬-৪, ৬-০ রাডুকানুর পক্ষে। দিনকয়েক আগেই ২৩টি গ্ল্যান্ড স্লামজয়ী সেরেনা জানিয়ে দিয়েছেন, চলতি বছরের ইউএস ওপেনের পরই তিনি অবসর নেবেন।

| Edited By: | Updated on: Aug 17, 2022 | 1:25 PM
সিনসিনাটি মাস্টার্সের শুরুতেই বিদায় টেনিসের রানি সেরেনা উইলিয়ামসের (Serena Williams)। টিনএজার এমা রাডুকানুর (Emma Raducanu) কাছে প্রথম ম্যাচেই স্ট্রেট সেটে হেরে গেলেন চল্লিশের সেরেনা। (ছবি-সিনসিনাটি মাস্টার্স টুইটার)

সিনসিনাটি মাস্টার্সের শুরুতেই বিদায় টেনিসের রানি সেরেনা উইলিয়ামসের (Serena Williams)। টিনএজার এমা রাডুকানুর (Emma Raducanu) কাছে প্রথম ম্যাচেই স্ট্রেট সেটে হেরে গেলেন চল্লিশের সেরেনা। (ছবি-সিনসিনাটি মাস্টার্স টুইটার)

1 / 5
প্রথম সেটে ৬-৪ ব্যবধানে জেতেন ২০২১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন এমা। দ্বিতীয় সেটে আর সেরেনাকে দাঁড়াতেই দেননি রাডুকানু। ৬-০ দ্বিতীয় সেট জিতে নেওয়ার পাশাপাশি ম্যাচও নিজের নামে করেন এমা। (ছবি-সিনসিনাটি মাস্টার্স টুইটার)

প্রথম সেটে ৬-৪ ব্যবধানে জেতেন ২০২১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন এমা। দ্বিতীয় সেটে আর সেরেনাকে দাঁড়াতেই দেননি রাডুকানু। ৬-০ দ্বিতীয় সেট জিতে নেওয়ার পাশাপাশি ম্যাচও নিজের নামে করেন এমা। (ছবি-সিনসিনাটি মাস্টার্স টুইটার)

2 / 5
দিনকয়েক আগেই ২৩টি গ্ল্যান্ড স্লামজয়ী সেরেনা জানিয়ে দিয়েছেন, চলতি বছরের ইউএস ওপেনের পরই তিনি অবসর নেবেন। আগামী মাসেই ৪১ এ পড়বেন তিনি। ফলে, এ বার তিনি টেনিস ব়্যাকেট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। (ছবি-সিনসিনাটি মাস্টার্স টুইটার)

দিনকয়েক আগেই ২৩টি গ্ল্যান্ড স্লামজয়ী সেরেনা জানিয়ে দিয়েছেন, চলতি বছরের ইউএস ওপেনের পরই তিনি অবসর নেবেন। আগামী মাসেই ৪১ এ পড়বেন তিনি। ফলে, এ বার তিনি টেনিস ব়্যাকেট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। (ছবি-সিনসিনাটি মাস্টার্স টুইটার)

3 / 5
ম্যাচের শেষে রাডুকানু বলেন, "সত্যি বলতে কী দারুণ লাগছে। আমার বিশ্বাসই হচ্ছে না, আমি সেরেনা উইলিয়ামসের বিরুদ্ধে খেললাম। এটাই হয়তো তাঁর বিরুদ্ধে আমার শেষ খেলা। এই স্মৃতিটা আমার পুরো কেরিয়ারের সেরা স্মৃতির একটা হয়ে থাকবে।" (ছবি-সিনসিনাটি মাস্টার্স টুইটার)

ম্যাচের শেষে রাডুকানু বলেন, "সত্যি বলতে কী দারুণ লাগছে। আমার বিশ্বাসই হচ্ছে না, আমি সেরেনা উইলিয়ামসের বিরুদ্ধে খেললাম। এটাই হয়তো তাঁর বিরুদ্ধে আমার শেষ খেলা। এই স্মৃতিটা আমার পুরো কেরিয়ারের সেরা স্মৃতির একটা হয়ে থাকবে।" (ছবি-সিনসিনাটি মাস্টার্স টুইটার)

4 / 5
কেয়িরারের শেষের দিকে চলে এসেছেন সেরেনা। এমার কাছে সিনসিনাটি মাস্টার্সের প্রথম ম্যাচে হারের পর, টেনিসের রানি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। ২০২২ সালটা সেরেনার মোটেও ভালো কাটছে না। এ বার দেখার কেরিয়ারের শেষ টুর্নামেন্টে (আসন্ন ইউএস ওপেনে) কেমন পারফর্ম করেন তিনি। (ছবি-সিনসিনাটি মাস্টার্স টুইটার)

কেয়িরারের শেষের দিকে চলে এসেছেন সেরেনা। এমার কাছে সিনসিনাটি মাস্টার্সের প্রথম ম্যাচে হারের পর, টেনিসের রানি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। ২০২২ সালটা সেরেনার মোটেও ভালো কাটছে না। এ বার দেখার কেরিয়ারের শেষ টুর্নামেন্টে (আসন্ন ইউএস ওপেনে) কেমন পারফর্ম করেন তিনি। (ছবি-সিনসিনাটি মাস্টার্স টুইটার)

5 / 5
Follow Us: