বিশ্বের বিভিন্ন প্রান্তে সান্তাক্লজকে নিয়ে নানা ধারনা রয়েছে। তবে ফিনল্যান্ডের বাসিন্দাদের ধারনাই সবচেয়ে প্রাচীন বলে মনে করা হয়। বলা হয়, ফিনল্যান্ডে খ্রিস্টধর্ম প্রবর্তনের আগের পর্বে Yule বলে একটি উৎসব পালন করতেন ফিনিশরা। সেখানে লোমশ জ্যাকেট পরে মাথায় শিং লাগিয়ে সাজগোজ করতেন একদম মানুষ। এরপর দল বেঁধে বিভিন্ন বাড়িতে গিয়ে উপহার আর খাবার চাইতেন তাঁরা। পছন্দসই জিনিস না পেলে চিৎকার করে বাড়ির বাচ্চাদের ভয় দেখাতেন ওই লোকেরা।