Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sachin Tendulkar: ব্যাট দেখে কি আর গাড়িতে থাকা যায়? সারা-অঞ্জলিকে নিয়ে কাশ্মীরে সচিন

Sachin Tendulkar in Kashmir: কাশ্মীর উইলো। ক্রিকেট প্রেমীদের কাছে অতি পরিচিত শব্দ। আবেগেরও। আর ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে সচিন তেন্ডুলকরও তেমনই একটা নাম। ক্রিকেটের ভগবান। বছরের পর বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করেছেন। ভারতকে এক সূত্রে বেঁধেছে সচিনের ব্যাটিং। তাঁর অস্ত্রই ছিল ব্যাট। আর চোখের সামনে যদি ব্যাট তৈরির কারখানা থাকে, গাড়িতে আদৌ কি বসে থাকা যায়? সচিনও পারেননি। স্ত্রী অঞ্জলি এবং কন্যা সারাকে নিয়ে ঢুকে পড়লেন পুলওয়ামার ব্যাটের কারখানায়।

| Updated on: Feb 18, 2024 | 2:49 AM
কাশ্মীর উইলো। ক্রিকেট প্রেমীদের কাছে অতি পরিচিত শব্দ। আবেগেরও। আর ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে সচিন তেন্ডুলকরও তেমনই একটা নাম। ক্রিকেটের ভগবান। ছবি: পিটিআই

কাশ্মীর উইলো। ক্রিকেট প্রেমীদের কাছে অতি পরিচিত শব্দ। আবেগেরও। আর ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে সচিন তেন্ডুলকরও তেমনই একটা নাম। ক্রিকেটের ভগবান। ছবি: পিটিআই

1 / 8
বছরের পর বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করেছেন। ভারতকে এক সূত্রে বেঁধেছে সচিনের ব্যাটিং। তাঁর অস্ত্রই ছিল ব্যাট। সমস্ত সমালোচনার জবাব দিতে ব্যাটেই। ছবি: পিটিআই

বছরের পর বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করেছেন। ভারতকে এক সূত্রে বেঁধেছে সচিনের ব্যাটিং। তাঁর অস্ত্রই ছিল ব্যাট। সমস্ত সমালোচনার জবাব দিতে ব্যাটেই। ছবি: পিটিআই

2 / 8
আর চোখের সামনে যদি ব্যাট তৈরির কারখানা থাকে, গাড়িতে আদৌ কি বসে থাকা যায়? সচিনও পারেননি। স্ত্রী অঞ্জলি এবং কন্যা সারাকে নিয়ে ঢুকে পড়লেন পুলওয়ামার ব্যাটের কারখানায়। ছবি: পিটিআই

আর চোখের সামনে যদি ব্যাট তৈরির কারখানা থাকে, গাড়িতে আদৌ কি বসে থাকা যায়? সচিনও পারেননি। স্ত্রী অঞ্জলি এবং কন্যা সারাকে নিয়ে ঢুকে পড়লেন পুলওয়ামার ব্যাটের কারখানায়। ছবি: পিটিআই

3 / 8
অবসর জীবন। ক্রিকেট ছেড়েছেন। ক্রিকেট তাঁকে ছাড়েনি। নানা ভাবেই ক্রিকেটের সঙ্গে জড়িয়ে। এর মাঝে সময় পেলে ছুটি কাটাতে নানা জায়গায় যাচ্ছেন সচিন তেন্ডুলকর। ছবি: X

অবসর জীবন। ক্রিকেট ছেড়েছেন। ক্রিকেট তাঁকে ছাড়েনি। নানা ভাবেই ক্রিকেটের সঙ্গে জড়িয়ে। এর মাঝে সময় পেলে ছুটি কাটাতে নানা জায়গায় যাচ্ছেন সচিন তেন্ডুলকর। ছবি: X

4 / 8
কয়েক দিন আগেই সচিন গিয়েছিলেন আগ্রায়। ছেলে অর্জুন তেন্ডুলকর রঞ্জি ট্রফি খেলতে ব্যস্ত। তাই স্ত্রী অঞ্জলি এবং কন্যা সারাকে নিয়ে বেরিয়ে পড়েছেন। ছবি: পিটিআই

কয়েক দিন আগেই সচিন গিয়েছিলেন আগ্রায়। ছেলে অর্জুন তেন্ডুলকর রঞ্জি ট্রফি খেলতে ব্যস্ত। তাই স্ত্রী অঞ্জলি এবং কন্যা সারাকে নিয়ে বেরিয়ে পড়েছেন। ছবি: পিটিআই

5 / 8
তাজমহলের সামনে রোম্যান্টিক ছবিও তুলেছেন। ক্রিকেট কেরিয়ারে পরিবারের সঙ্গে সেই অর্থে সময় কাটানোর সুযোগ হত না। অবসর জীবনে পরিবারের সঙ্গে যতটা সময় কাটানো যায়, সেটাই যেন লক্ষ্য। ছবি: পিটিআই

তাজমহলের সামনে রোম্যান্টিক ছবিও তুলেছেন। ক্রিকেট কেরিয়ারে পরিবারের সঙ্গে সেই অর্থে সময় কাটানোর সুযোগ হত না। অবসর জীবনে পরিবারের সঙ্গে যতটা সময় কাটানো যায়, সেটাই যেন লক্ষ্য। ছবি: পিটিআই

6 / 8
পুলওয়ামায় গিয়ে সারপ্রাইজও রেখেছিলেন। ঢুকে পড়েন এক ব্যাট তৈরির কারখানায়। স্বয়ং ক্রিকেটের ভগবান এসেছেন। এর চেয়ে বড় চমক কী হতে পারে! ছবি: পিটিআই

পুলওয়ামায় গিয়ে সারপ্রাইজও রেখেছিলেন। ঢুকে পড়েন এক ব্যাট তৈরির কারখানায়। স্বয়ং ক্রিকেটের ভগবান এসেছেন। এর চেয়ে বড় চমক কী হতে পারে! ছবি: পিটিআই

7 / 8
ব্যাট হাতে পরীক্ষা করেও দেখলেন। তাঁর চেয়ে এই বিষয়টা আর কে ভালো বুঝবেন! আন্তর্জাতিক ক্রিকেটে একশো সেঞ্চুরির মালিক। ব্যাটের সঙ্গে বন্ধুত্ব যে আজীবনের! ছবি: পিটিআই

ব্যাট হাতে পরীক্ষা করেও দেখলেন। তাঁর চেয়ে এই বিষয়টা আর কে ভালো বুঝবেন! আন্তর্জাতিক ক্রিকেটে একশো সেঞ্চুরির মালিক। ব্যাটের সঙ্গে বন্ধুত্ব যে আজীবনের! ছবি: পিটিআই

8 / 8
Follow Us: