World Cup Champions: বিয়ের পরের বছরই বিশ্বজয়,স্ত্রী ভাগ্যেই সাফল্য় এসেছিল এই সব অধিনায়কের?

ICC ODI World Cup: অর্থাৎ ক্রিকেটারদের জীবনে লেডি লাকদের ভূমিকাকে কিন্তু অস্বীকার করা যায় না। ভালো-মন্দ সবের সঙ্গী তাঁরাই। পাশে থেকে মনোবল বাড়িয়ে দেন তাঁরাই। ক্রিকেটের ইতিহাসে এমন অনেক অধিায়ক রয়েছেন বিয়ে করার পরের বছরই বিশ্বকাপ জিতেছেন যাঁরা। কারা রয়েছেন এই তালিকায়?

| Edited By: | Updated on: Nov 21, 2023 | 9:30 AM
খেলার মাঠে ক্রিকেটারদের সমর্থনে গলা ফাটাতে দেখা যায় তাঁদের মনে মানুষদের। এই যেমন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার পাশে সবসময় দেখা যায় ঋতিকা সাজদেকে। (ছবি:X)

খেলার মাঠে ক্রিকেটারদের সমর্থনে গলা ফাটাতে দেখা যায় তাঁদের মনে মানুষদের। এই যেমন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার পাশে সবসময় দেখা যায় ঋতিকা সাজদেকে। (ছবি:X)

1 / 8
আরও ভালো উদাহরণ বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা। বিরাটের মনোবল বাড়াতে স্টেডিয়ামে হাজির থাকেন অনুষ্কা। লেডি লাক কিন্তু ক্রিকেটারদের জীবনে নতুন নয়। (ছবি:X)

আরও ভালো উদাহরণ বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা। বিরাটের মনোবল বাড়াতে স্টেডিয়ামে হাজির থাকেন অনুষ্কা। লেডি লাক কিন্তু ক্রিকেটারদের জীবনে নতুন নয়। (ছবি:X)

2 / 8
অর্থাৎ ক্রিকেটারদের জীবনে লেডি লাকদের ভূমিকাকে কিন্তু অস্বীকার করা যায় না। ভালো-মন্দ সবের সঙ্গী তাঁরাই। পাশে থেকে মনোবল বাড়িয়ে দেন তাঁরাই। (ছবি:X)

অর্থাৎ ক্রিকেটারদের জীবনে লেডি লাকদের ভূমিকাকে কিন্তু অস্বীকার করা যায় না। ভালো-মন্দ সবের সঙ্গী তাঁরাই। পাশে থেকে মনোবল বাড়িয়ে দেন তাঁরাই। (ছবি:X)

3 / 8
ক্রিকেটের ইতিহাসে এমন অনেক অধিায়ক রয়েছেন বিয়ে করার পরের বছরই বিশ্বকাপ জিতেছেন যাঁরা। কারা রয়েছেন এই তালিকায়? (ছবি:X)

ক্রিকেটের ইতিহাসে এমন অনেক অধিায়ক রয়েছেন বিয়ে করার পরের বছরই বিশ্বকাপ জিতেছেন যাঁরা। কারা রয়েছেন এই তালিকায়? (ছবি:X)

4 / 8
এই তালিকায় প্রথমেই রয়েছেন প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। ২০০২ সালে রিয়ানা জেনিফার ক্যান্টরকে বিয়ে করেন রিকি। আর ২০০৩ সালে তাঁর  নেতৃত্বে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। (ছবি:X)

এই তালিকায় প্রথমেই রয়েছেন প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। ২০০২ সালে রিয়ানা জেনিফার ক্যান্টরকে বিয়ে করেন রিকি। আর ২০০৩ সালে তাঁর নেতৃত্বে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। (ছবি:X)

5 / 8
২০১০ সালে ভালোবেসে সাক্ষী সিং রাওয়াতকে বিয়ে করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। আর ২০১১ সালে ধোনির নেতৃত্বে বিশ্বকাপ আসে ভারতে। (ছবি:X)

২০১০ সালে ভালোবেসে সাক্ষী সিং রাওয়াতকে বিয়ে করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। আর ২০১১ সালে ধোনির নেতৃত্বে বিশ্বকাপ আসে ভারতে। (ছবি:X)

6 / 8
 ২০১৯ সালে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। আর তাঁর ঠিক একবছর আগে তারা রিডওয়েকে বিয়ে করেন তৎকালীন ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গান।(ছবি:X)

২০১৯ সালে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। আর তাঁর ঠিক একবছর আগে তারা রিডওয়েকে বিয়ে করেন তৎকালীন ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গান।(ছবি:X)

7 / 8
সম্প্রতি ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ঠিক এক বছর আগে ২০২২ সালে বেকি বস্টনকে বিয়ে করেন কামিন্স। (ছবি:X)

সম্প্রতি ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ঠিক এক বছর আগে ২০২২ সালে বেকি বস্টনকে বিয়ে করেন কামিন্স। (ছবি:X)

8 / 8
Follow Us: