World Cup Champions: বিয়ের পরের বছরই বিশ্বজয়,স্ত্রী ভাগ্যেই সাফল্য় এসেছিল এই সব অধিনায়কের?
ICC ODI World Cup: অর্থাৎ ক্রিকেটারদের জীবনে লেডি লাকদের ভূমিকাকে কিন্তু অস্বীকার করা যায় না। ভালো-মন্দ সবের সঙ্গী তাঁরাই। পাশে থেকে মনোবল বাড়িয়ে দেন তাঁরাই। ক্রিকেটের ইতিহাসে এমন অনেক অধিায়ক রয়েছেন বিয়ে করার পরের বছরই বিশ্বকাপ জিতেছেন যাঁরা। কারা রয়েছেন এই তালিকায়?
Most Read Stories