ঘরে WiFi রাউটার লাগিয়েও ল্যাপটপ-স্মার্টফোনে কানেকশন ইস্যু, রেহাই মিলবে কীভাবে?

WiFi Router Connection Problem: ইন্টারনেট পরিষেবা এখন প্রায় প্রত্যেকের কাছেই জরুরি। কাজের সময় যাতে উচ্চ গতির ইন্টারনেট পাওয়া যায়, তার জন্য বাড়িতে ওয়াইফাই রাউটার নিয়েছেন। কিন্তু তাতেও কোনও ফল পাচ্ছেন না। কিন্তু এই যে মাঝেমধ্যেই ডিসকানেক্ট হয়ে যায়, সেই সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করেছেন?

| Updated on: Feb 23, 2024 | 6:45 PM
কাজের সময় যাতে উচ্চ গতির ইন্টারনেট পাওয়া যায়, তার জন্য বাড়িতে ওয়াইফাই রাউটার নিয়েছেন। কিন্তু তাতেও কোনও ফল পাচ্ছেন না। কাজ হোক বা সিনেমা দেখা, বারবার রাউটারের সঙ্গে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে ল্যাপটপ, স্মার্টফোন।

কাজের সময় যাতে উচ্চ গতির ইন্টারনেট পাওয়া যায়, তার জন্য বাড়িতে ওয়াইফাই রাউটার নিয়েছেন। কিন্তু তাতেও কোনও ফল পাচ্ছেন না। কাজ হোক বা সিনেমা দেখা, বারবার রাউটারের সঙ্গে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে ল্যাপটপ, স্মার্টফোন।

1 / 8
ইন্টারনেট পরিষেবা এখন প্রায় প্রত্যেকের কাছেই জরুরি। অনলাইনে যে কোনও কাজ থেকে শুরু করে বিনোদনের যাবতীয় উপকরণ রয়েছে সেখানে। ফলে বাড়িতেও হাই স্পিড ইন্টারনেট পরিষেবার জন্য অনেকেই রাউটার কেনেন।

ইন্টারনেট পরিষেবা এখন প্রায় প্রত্যেকের কাছেই জরুরি। অনলাইনে যে কোনও কাজ থেকে শুরু করে বিনোদনের যাবতীয় উপকরণ রয়েছে সেখানে। ফলে বাড়িতেও হাই স্পিড ইন্টারনেট পরিষেবার জন্য অনেকেই রাউটার কেনেন।

2 / 8
কিন্তু এই যে মাঝেমধ্যেই ডিসকানেক্ট হয়ে যায়, সেই সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করেছেন? রাউটারের সমস্যা সমাধান হবে কীভাবে? চলুন জেনে নেওয়া যাক এমনটা কেন হচ্ছে।

কিন্তু এই যে মাঝেমধ্যেই ডিসকানেক্ট হয়ে যায়, সেই সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করেছেন? রাউটারের সমস্যা সমাধান হবে কীভাবে? চলুন জেনে নেওয়া যাক এমনটা কেন হচ্ছে।

3 / 8
মূলত রাউটারের অ্য়ান্টেনার জন্য এই সমস্যা হতে পারে। সেক্ষেত্রে সবার প্রথমে প্রতিদিন নিয়ম করে 10 মিনিট রাউটার বন্ধ রাখুন। তার পরেও সমস্যা না মিটলে স্থানীয় কোনও দোকান থেকে রাউটারের অ্য়ান্টেনা বদলে নিন।

মূলত রাউটারের অ্য়ান্টেনার জন্য এই সমস্যা হতে পারে। সেক্ষেত্রে সবার প্রথমে প্রতিদিন নিয়ম করে 10 মিনিট রাউটার বন্ধ রাখুন। তার পরেও সমস্যা না মিটলে স্থানীয় কোনও দোকান থেকে রাউটারের অ্য়ান্টেনা বদলে নিন।

4 / 8
এছাড়াও রাউটারের খুব কাছাকাছি ব্লুটুথ ডিভাইস না রাখাই ভাল। যদি থাকে, তাহলে তা সরিয়ে দিন। প্রয়োজনে রাউটারের জায়গাও বদল করতে পারেন। তাহলে এই সমস্যার সমাধান সম্ভব।

এছাড়াও রাউটারের খুব কাছাকাছি ব্লুটুথ ডিভাইস না রাখাই ভাল। যদি থাকে, তাহলে তা সরিয়ে দিন। প্রয়োজনে রাউটারের জায়গাও বদল করতে পারেন। তাহলে এই সমস্যার সমাধান সম্ভব।

5 / 8
যে ঘরে আপনি কাজ করেন, সেই ঘরেই রাউটার রাখুন। সর্বোচ্চ গতিবেগের জন্য যতটা সম্ভব উচ্চস্থানে ঝুলিয়ে রাখুন যন্ত্রটিকে। দেওয়ালের উপর দিকে টাঙিয়ে বা বইয়ের তাকের মাথায় রাখতে পারেন রাউটার।

যে ঘরে আপনি কাজ করেন, সেই ঘরেই রাউটার রাখুন। সর্বোচ্চ গতিবেগের জন্য যতটা সম্ভব উচ্চস্থানে ঝুলিয়ে রাখুন যন্ত্রটিকে। দেওয়ালের উপর দিকে টাঙিয়ে বা বইয়ের তাকের মাথায় রাখতে পারেন রাউটার।

6 / 8
তবে এখানে খেয়াল রাখুন, যাতে যন্ত্রটি কোনওভাবে পড়ে না যায়। তাছাড়া রাউটারের অ্যান্টেনাগুলিকে বিভিন্ন দিকে ঘুরিয়ে রাখুন, যাতে ঘরের অন্যান্য স্থানের রেডিও সিগন্যাল গিয়ে পৌঁছে যায়।

তবে এখানে খেয়াল রাখুন, যাতে যন্ত্রটি কোনওভাবে পড়ে না যায়। তাছাড়া রাউটারের অ্যান্টেনাগুলিকে বিভিন্ন দিকে ঘুরিয়ে রাখুন, যাতে ঘরের অন্যান্য স্থানের রেডিও সিগন্যাল গিয়ে পৌঁছে যায়।

7 / 8
এই বিষয়গুলি মাথায় রাখলে সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তারপরেও সমস্যা থাকলে আপনার রাউটারটি রিসেট করে নিন। ইন্টারন্যাল বা সার্কিটগত কোনও সমস্যা থাকলে এর মাধ্যমে সমাধান হয়ে যাবে।

এই বিষয়গুলি মাথায় রাখলে সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তারপরেও সমস্যা থাকলে আপনার রাউটারটি রিসেট করে নিন। ইন্টারন্যাল বা সার্কিটগত কোনও সমস্যা থাকলে এর মাধ্যমে সমাধান হয়ে যাবে।

8 / 8
Follow Us: