Roger Federer: ফেডেরারকে ঘিরে চার রমণী, বাধভাঙা হাসি টেনিস কিংবদন্তির

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Feb 02, 2023 | 12:20 PM

Blackpink: ২০টি গ্র্যান্ড স্লামের মালিক রজার ফেডেরার (Roger Federer) অবসর নেওয়ার পর টেনিস থেকে বহুদূরে রয়েছেন। দিন চারেক আগে স্ত্রী মিরকাকে নিয়ে প্যারিস ফ্যাশান উইকে গিয়েছিলেন ফেডেক্স। এ বার চার রমণীর মাঝে দেখা গেল ফেডেরারকে। তাঁদের মাঝে বাধভাঙা হাসি টেনিস কিংবদন্তির। কারা তাঁরা, জানেন?

Feb 02, 2023 | 12:20 PM
টেনিস (Tennis) থেকে অবসর নেওয়ার পর, ভালো মতোই অবসর যাপন করছেন টেনিস কিংবদন্তি রজার ফেডেরার (Roger Federer)। (ছবি-রজার ফেডেরার ইন্সটাগ্রাম)

টেনিস (Tennis) থেকে অবসর নেওয়ার পর, ভালো মতোই অবসর যাপন করছেন টেনিস কিংবদন্তি রজার ফেডেরার (Roger Federer)। (ছবি-রজার ফেডেরার ইন্সটাগ্রাম)

1 / 8
দিন চারেক আগে স্ত্রী মিরকাকে নিয়ে প্যারিস ফ্যাশান উইকে গিয়েছিলেন ফেডেক্স। সেখান থেকে নিজেদের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন ২০টি গ্র্যান্ড স্লামের মালিক। (ছবি-রজার ফেডেরার ইন্সটাগ্রাম)

দিন চারেক আগে স্ত্রী মিরকাকে নিয়ে প্যারিস ফ্যাশান উইকে গিয়েছিলেন ফেডেক্স। সেখান থেকে নিজেদের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন ২০টি গ্র্যান্ড স্লামের মালিক। (ছবি-রজার ফেডেরার ইন্সটাগ্রাম)

2 / 8
প্যারিস ফ্যাশান উইকে রজার ফেডেরার এবং তাঁর স্ত্রী মিরকার লুক ছিল অসাধারণ। ৪১ এর ফেডেরার এখনও ঠিক বছর ২০-র তরুণের মতোই উজ্জ্বল। (ছবি-রজার ফেডেরার ইন্সটাগ্রাম)

প্যারিস ফ্যাশান উইকে রজার ফেডেরার এবং তাঁর স্ত্রী মিরকার লুক ছিল অসাধারণ। ৪১ এর ফেডেরার এখনও ঠিক বছর ২০-র তরুণের মতোই উজ্জ্বল। (ছবি-রজার ফেডেরার ইন্সটাগ্রাম)

3 / 8
সোশ্যাল মিডিয়ায় ফেডেরার ও তাঁর স্ত্রীর ছবি দেখে মুগ্ধ টেনিস কিংবদন্তির অনুরাগীরা। নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল ফেডেরারের ফ্যাশনেবেল ছবি। (ছবি-রজার ফেডেরার ইন্সটাগ্রাম)

সোশ্যাল মিডিয়ায় ফেডেরার ও তাঁর স্ত্রীর ছবি দেখে মুগ্ধ টেনিস কিংবদন্তির অনুরাগীরা। নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল ফেডেরারের ফ্যাশনেবেল ছবি। (ছবি-রজার ফেডেরার ইন্সটাগ্রাম)

4 / 8
একদিকে মেলবোর্ন পার্কে চলছে অস্ট্রেলিয়ান ওপেন। অন্যদিকে টেনিস থেকে অনেকটা দূরে জীবন উপভোগ করছেন ফেডেরার। (ছবি-রজার ফেডেরার ইন্সটাগ্রাম)

একদিকে মেলবোর্ন পার্কে চলছে অস্ট্রেলিয়ান ওপেন। অন্যদিকে টেনিস থেকে অনেকটা দূরে জীবন উপভোগ করছেন ফেডেরার। (ছবি-রজার ফেডেরার ইন্সটাগ্রাম)

5 / 8
সম্প্রতি ফেডেরার সোশ্যাল মিডিয়ায় চার সুন্দরী রমণীর সঙ্গে এক ছবি পোস্ট করেছেন। যা মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। (ছবি-রজার ফেডেরার ইন্সটাগ্রাম)

সম্প্রতি ফেডেরার সোশ্যাল মিডিয়ায় চার সুন্দরী রমণীর সঙ্গে এক ছবি পোস্ট করেছেন। যা মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। (ছবি-রজার ফেডেরার ইন্সটাগ্রাম)

6 / 8
এই চার রমণী অত্যন্ত জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান গার্ল ব্যান্ড 'Blackpink'-এর চার সদস্য। তাঁরা হলেন জিসু, জেনি, রোজে ও লিসা। টুইটারে ব্ল্যাকপিঙ্কের চার সদস্যের সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে ফেডেরার একটি কালো ও একটি গোলাপি হৃদয়ের ইমোজি দিয়েছিলেন। (ছবি-রজার ফেডেরার ইন্সটাগ্রাম)

এই চার রমণী অত্যন্ত জনপ্রিয় দক্ষিণ কোরিয়ান গার্ল ব্যান্ড 'Blackpink'-এর চার সদস্য। তাঁরা হলেন জিসু, জেনি, রোজে ও লিসা। টুইটারে ব্ল্যাকপিঙ্কের চার সদস্যের সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে ফেডেরার একটি কালো ও একটি গোলাপি হৃদয়ের ইমোজি দিয়েছিলেন। (ছবি-রজার ফেডেরার ইন্সটাগ্রাম)

7 / 8
ইন্সটাগ্রামে রজার ফেডেরার এই ছবি শেয়ার করে ক্যাপশনে জানিয়েছেন, তাঁর সন্তানরা তাঁকে বলেছে এই ছবি নিশ্চিতভাবে ইন্সটাগ্রামে পোস্ট করা উচিত। উল্লেখ্য, ২০১৬ সালে ওয়াইজি এন্টারটেইনমেন্ট ব্ল্যাকপিঙ্ক নামের গানের গ্রুপটি তৈরি হয়েছিল। (ছবি-রজার ফেডেরার ইন্সটাগ্রাম)

ইন্সটাগ্রামে রজার ফেডেরার এই ছবি শেয়ার করে ক্যাপশনে জানিয়েছেন, তাঁর সন্তানরা তাঁকে বলেছে এই ছবি নিশ্চিতভাবে ইন্সটাগ্রামে পোস্ট করা উচিত। উল্লেখ্য, ২০১৬ সালে ওয়াইজি এন্টারটেইনমেন্ট ব্ল্যাকপিঙ্ক নামের গানের গ্রুপটি তৈরি হয়েছিল। (ছবি-রজার ফেডেরার ইন্সটাগ্রাম)

8 / 8

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla